Manju Ahmed

Manju Ahmed Entertainment Journalist
Director
Host
Let's Talk
Adda With Manju
The Candid Show
Manju Ahmed Show Facebook ID: https://www.facebook.com/manjuahmed8

অথবা বিয়েই কইরো না ব্রো!😎Good Morning 😃☀️🌞
10/06/2025

অথবা বিয়েই কইরো না ব্রো!😎
Good Morning 😃☀️🌞

এখন যে আহা আহা করছেন, গত ৪ বছরে  #তরীর খবর কয়জন নিয়েছেন? তার ফোন নাম্বার জানতেন? ও নিউজ পরতে চাইতো, কিন্তু কোনো চ্যানেল ...
09/06/2025

এখন যে আহা আহা করছেন, গত ৪ বছরে #তরীর খবর কয়জন নিয়েছেন? তার ফোন নাম্বার জানতেন? ও নিউজ পরতে চাইতো, কিন্তু কোনো চ্যানেল তাকে অনএয়ার দিবে না। এসব মায়া কান্না দেখলে তাই হা হা হাসি পায়!- Thrina, News Presenter

Manju Ahmed | Manju Ahmed Official

আমি আমার ভাবীকে নিয়ে আসছিলাম  #তান্ডব দেখবো বলে, কিন্তু টিকেট না পেয়ে ফিরে যাচ্ছি-  #জয়া_আহসান Manju Ahmed | Manju Ahmed...
09/06/2025

আমি আমার ভাবীকে নিয়ে আসছিলাম #তান্ডব দেখবো বলে, কিন্তু টিকেট না পেয়ে ফিরে যাচ্ছি- #জয়া_আহসান
Manju Ahmed | Manju Ahmed Official

09/06/2025

টাকার অভাবে বাচ্চাকে ফেলে না খেয়েও ছিলাম- With Manju Ahmed

কিছু মানুষের সঙ্গে বন্ধুত্বটা এমনিতেই বেঁচে থাকে, দিনের পর দিন দেখা বা কথা না হলেও যখনই দেখা হয়, হাসি-আড্ডা জমে ওঠে। #তানিন_সুবহা হাসি ছাড়া কথা বলতো না, আর এমন মজা করে কথা বলতো যে হাসতে হাসতে গড়াগড়ি খেতাম আমরা। অথচ আমার প্রথম শোতে ওর জীবনের গল্প শুনে, ওর কান্না দেখে দর্শকরা কেঁদেছে। লাইফ সাপোর্ট থেকে সুবহা ফিরে আসবে বলে দোয়া করছিলাম আমরা সবাই। কিন্তু শেষের খুব কাছ থেকে কেউ কেউ হয়ত ফিরে আসে, সবার সেই সৌভাগ্য হয় না! শুধু এটা জেনো সুবহা, দোয়ায় থাকবে তুমি সবসময়…😢💕🙏
EP02

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা  #জাহিদ_হাসান। গতকাল থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন...
09/06/2025

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা #জাহিদ_হাসান। গতকাল থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।
অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী #সাদিয়া_ইসলাম_মৌ জানান, ঠাণ্ডা লেগে জ্বর আসার পর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তার শরীর আগের চেয়ে অনেকটাই ভালো।
‘উনার নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’

Manju Ahmed | Manju Ahmed Official
News: Ettefaq

 #তরীর অস্বাভাবিক মৃত্যু লিখে নিউজ করছে সবাই- বিষয়টা এমন না, আমি বলবো স্বাভাবিক। কারণ কোনো কোনো টিভি চ্যানেলে সহকর্মী কি...
09/06/2025

#তরীর অস্বাভাবিক মৃত্যু লিখে নিউজ করছে সবাই- বিষয়টা এমন না, আমি বলবো স্বাভাবিক। কারণ কোনো কোনো টিভি চ্যানেলে সহকর্মী কিংবা কর্তৃপক্ষ দ্বারা এমন পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে প্রচন্ড স্ট্রং মেয়েটাও হেরে যায়। যতটা হায় হায় এখন করছি বা করছেন আমাদের সহকর্মীরা ,তারা কি কখনো তরীর নিজেকে গুটিয়ে নেওয়ার কারণ জানতে চেয়েছি??? যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় , আসলে সে ই বোঝে - সংবাদ পাঠিকা

Manju Ahmed | Manju Ahmed Official

09/06/2025

#সাবিলার লিচু মোটেও পছন্দ না, কিন্তু সেই লিচু আর #শাকিব_খানেই স্বপ্ন পূরণ? #তান্ডব Manju Ahmed | Manju Ahmed Official

মৃত্যুর আগে আগে  #তরী বাসায় একাই ছিলেন!হয়তো অজানা কোনো এক বিষণ্ণতা ঘিরে ছিল তাকে। সুন্দরী মেয়েগুলো কি একটু অভাগা হয়? আশে...
09/06/2025

মৃত্যুর আগে আগে #তরী বাসায় একাই ছিলেন!
হয়তো অজানা কোনো এক বিষণ্ণতা ঘিরে ছিল তাকে। সুন্দরী মেয়েগুলো কি একটু অভাগা হয়? আশেপাশের পুরুষ মানুষরা তাদের জীবনটা বুঝি একটু বেশিই কমপ্লিকেটেড করে ফেলে।
News:
সাবেক সংবাদ উপস্থাপক #সাফিনা_আহমেদের (তরী) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। এর আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তরী চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।

Manju Ahmed Official | Manju Ahmed

'আল্লাহ ছাড়া এখান থেকে আর সুবহাকে ফেরানো যাবে না!'সপ্তাহখানেক ধরে লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়িকা  #তানিন_সুবহা। গতকাল বি...
09/06/2025

'আল্লাহ ছাড়া এখান থেকে আর সুবহাকে ফেরানো যাবে না!'

সপ্তাহখানেক ধরে লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়িকা #তানিন_সুবহা। গতকাল বিকেলেই চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তবে তার স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই।
আজ সোমবার সকালে তানিন সুবহার ছোট ভাই বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, তাদের আর কিছুই করার নেই। আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। গতকাল থেকেই আপুর ব্রেন কাজ করছে না, মেশিনের মাধ্যমে শুধু হার্ট সচল আছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই।’�তানিন সুবাহর স্বামী বৈমানিক। তিনি অনুমতি দিলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

Manju Ahmed | Manju Ahmed Official
News: Prothom Alo

ঈদ-লুকে আমাদের নায়িকারা! কাকে কেমন লাগছে?শেষের ছবিটা কার কে বলতে পারবে?  োবারক Manju Ahmed | Manju Ahmed Official
09/06/2025

ঈদ-লুকে আমাদের নায়িকারা! কাকে কেমন লাগছে?
শেষের ছবিটা কার কে বলতে পারবে?
োবারক
Manju Ahmed | Manju Ahmed Official

কাল শেষ বিকেলের ম্লান আলোয় তানিন সুবহা আর তরীর জন্য এমনিতেই মনটা খুব খারাপ ছিল। তার উপর সন্ধ্যা থেকে সাড়ে ৫ ঘন্টার ম্যাচ...
09/06/2025

কাল শেষ বিকেলের ম্লান আলোয় তানিন সুবহা আর তরীর জন্য এমনিতেই মনটা খুব খারাপ ছিল। তার উপর সন্ধ্যা থেকে সাড়ে ৫ ঘন্টার ম্যাচ খেলে যেভাবে ফ্রেঞ্চ ওপেন হারলো- এতগুলো হাততালি আমার বিফলে গেল। হাতের তালু ব্যথা হয়ে গেছে- সে আরেক যন্ত্রণা। চ্যাম্পিয়নশীপ পয়েন্ট মিস করে একটা মানুষ ক্যামনে পরের ৩টা সেট হারলো- এখনো মাথায় ঢুকতেসে না। এরপর রাত ১টা থেকে ভাবলাম স্পেন তো পর্তুগালকে এমনিতেই হারিয়ে দিবে। প্রথম গোল দেয়ার পর আমার হাতে তালি দিতে গিয়ে যন্ত্রণা টের পেলাম। এরপর ভোর হতে হতে পেনাল্টি শুট আউটে রোনালদো চ্যাম্পিয়ন হয়ে গেল। ইয়ামাল কাল একটু পাত্তাও পেল না- এই কষ্ট কই রাখি?
একদিন আগে হারলো ফাইনালে। যারেই একটু সাপোর্ট করলাম তারা সবাই আমারে ধোঁকা দিলো।
ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদো না💔😢


Manju Ahmed | Manju Ahmed Official

সেই তুমি কেন এতঅচেনা হলে!💔😢 প্রিয়  #নোবেল, কী দারুণ গাও তুমি, এমন উজ্জ্বল এক নক্ষত্রের এমন পতন দেখে খুব কষ্ট লাগে! 🙏News...
09/06/2025

সেই তুমি কেন এত
অচেনা হলে!💔😢
প্রিয় #নোবেল, কী দারুণ গাও তুমি, এমন উজ্জ্বল এক নক্ষত্রের এমন পতন দেখে খুব কষ্ট লাগে! 🙏

News: ঈদের দিন বিকাল সাড়ে তিনটায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
মঞ্চে নোবেল ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

Manju Ahmed Official

Address

Dhaka
120

Alerts

Be the first to know and let us send you an email when Manju Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manju Ahmed:

Share

Watch & Enjoy My Show!

Watch My Show, Like This Page For More!