Manju Ahmed

Manju Ahmed Entertainment Journalist
Director
Host
Let's Talk
Adda With Manju
The Candid Show
Manju Ahmed Show Facebook ID: https://www.facebook.com/manjuahmed8

পুরানো সেই দিনের কথা... #শখ
16/08/2025

পুরানো সেই দিনের কথা...
#শখ

16/08/2025

আমার আগে পরে অনেক অভিনেত্রীই এসে চলে গেছে, আমি কিন্তু এখনো টিকে আছি- With Manju Ahmed
- তুমি অকাজ করো বলে আমার কাজকে অসম্মান করবা কেন?
EP08

ভাঙ্গা মন নিয়ে তুমি, আর কেঁদো নাসব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না...              Manju Ahmed
16/08/2025

ভাঙ্গা মন নিয়ে তুমি,
আর কেঁদো না
সব চাওয়া পৃথিবীতে
পাওয়া হয় না...

Manju Ahmed

আবার ক্ষেপেছেন প্রিয় নায়িকা  #পরীমণি! নিষেধ করা হলেও কিছু ইনফ্লুয়েন্সার আর ভ্লগার তার ছেলের জন্মদিনের শত শত ভিডিও পাবলিশ...
16/08/2025

আবার ক্ষেপেছেন প্রিয় নায়িকা #পরীমণি! নিষেধ করা হলেও কিছু ইনফ্লুয়েন্সার আর ভ্লগার তার ছেলের জন্মদিনের শত শত ভিডিও পাবলিশ করেছে দেখেই রাগ পরীর!
আজ এক স্ট্যাটাস দিয়ে পরী লিখেছেন-
"ভাই, don’t love me bitch তো সেদিনই বলে দিছি যেদিন থেকে দেখছি আমি যাদের কাছের মানুষ বা নিজের মানুষ ভেবে আসছি
আমার সব রকম আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনের গু মাত্র। তারপরও কিছু bitch দের আমি tolerate করে গেছি। কিন্তু এবার আর পারতেছি না। এবার যেটা পারতেছি সেটা হলো কবর দিয়ে দেওয়া। যাকে তাকে যখন তখন জীবন থেকে টাটা bye bye করে দেওয়া। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে আমি কোন রকম active নাই Facebook এ। For some my personal reasons! আজ কে facebook এ ঢুকতেই দেখি আবার কতগুলা চিড়িয়া আমার জীবনের happiness নিয়ে টানাটানি করা শুরু করে দিছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে reels আর reels আর business vlog করে ভরায়ে ফেলছে তাদের social media! যেখানে আমি একটা ছবিও দেই নাই তখনও। তখন কি! এখনো বা কি দিছি এমন বলেন তো!? এমনকি আমার পরিবারের এবং সত‍্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ ই এরকম করে নাই। আমি শুধু ভাবতেছি এই event যদি ওরা করতো তাইলে কি কি করতো সেটা নিয়ে! চৌদ্দশ ভিডিও দিতো ভাই নিশ্চিত।
তোমরা যে গু তোমারা আজীবন গু ই থাকবা। আর মানুষের personal life এ গুতাগুতি করে নিজের জীবনের অতি মূল্যবান সময়টা পু ক টি মারবা। আর আমার authentic গালি খাবা। যেটা তোমারা actually deserve করো সোনাZ। মুড়ি খাও গা মাস ভরে যেই dollars গুলা কামাই করছো ফকিন্নি গুলা। এই গু মার্কা content creator দের গুষ্টি দিচু আমি। সামনে পরলে থাবড়ায়ে দিবোনে তিন মিনিট। আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো business eliminates না। ভাললাগে নাই তখন???"
এটার পর আরেকটা পোস্ট দিয়ে লিখেছেন- "ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কু ত্তার বাচ্চা গুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।"

‘দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়' গানের ভিডিওতে ববিতাকে যে কী সুন্দর আর স্নিগ্ধ লেগেছে! বুলবুল আহমেদের সঙ্গে বেডরুমে...
16/08/2025

‘দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়' গানের ভিডিওতে ববিতাকে যে কী সুন্দর আর স্নিগ্ধ লেগেছে! বুলবুল আহমেদের সঙ্গে বেডরুমে, একটা মশারীর ভিতরে, একটা বিছানায় কীভাবে যে এত সুন্দর, ইনোসেন্স নিয়ে কোনো অশ্লীললতার ফিল না দিয়ে রোমান্টিক গানের চিত্রায়ণ করা যায়- ভাবলেও অবাক লাগে! একটা সেকেন্ডের জন্যও দুই নায়ক-নায়িকাকে অশ্লীল লাগেনি বা ববিতাকে নিয়ে কোনো বাজে চিন্তা আসার সুযোগই দেননি পরিচালক আমজাদ হোসেন। ববিতাকেও এখানে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে মায়াবী আর নিষ্পাপ এক মেয়ে যেন! ছবি 'জন্ম থেকে জ্বলছি'।
#ববিতা অভিনীত আরেকটি প্রিয় গান 'সুন্দরী' ছবির 'আমি আছি থাকবো'। এখানেও ববিতার এক্সপ্রেশন কী অসাধারণ! আগের গানটির মতোই এই গানের ভিডিওতেও ববিতা একা একটি ঘরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটির মতো দেখতে। পরিচালক আমজাদ হোসেন এই ভিডিওতেও ববিতার সৌন্দর্য অদ্ভুত সুন্দরভাবে তুলে ধরেছেন। ববিতার প্রতিটি শটই নিয়েছেন ক্লোজ, একটাও মিড লং অর লং শট নেই। শুধু মুখ, ঠোঁট আর চোখের এক্সপ্রেশন দিয়ে যে একটা গানের ভিডিও এত সুন্দরভাবে চিত্রায়িত হতে পারেভাবা যায় না! বাইরে লং শটে নায়ক #ইলিয়াস_কাঞ্চন যদিও লাঠি নিয়ে নাচানাচি করছেন, সেটা দেখতেও কিউট লাগে!
নায়িকা #শাবানা অভিনীতে 'শত জনমের স্বপ্ন' গানটি ভালো লাগে!
শুভ জন্মদিন প্রিয় পরিচালক #আমজাদ_হোসেন
Manju Ahmed
এই কিংবদন্তী দুই নায়িকা অভিনীত কার প্রিয় গান কী কী?

অনলাইন দুনিয়ায় আমাদের সবারই এক নিউজ করা নিয়মেই দাঁড়িয়ে গেছে নাকি?🤣"একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, ক...
16/08/2025

অনলাইন দুনিয়ায় আমাদের সবারই এক নিউজ করা নিয়মেই দাঁড়িয়ে গেছে নাকি?🤣

"একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।" -

অভিনেত্রী #সামিরা_খান_মাহির কয়েকটি ছবি সম্প্রতি ফেসবুকে প্রকাশের পর ট্রলের শিকার হন, অনেকেই তাকে প/র্নো/তারকা মি/য়া খ/লিফার সঙ্গে তুলনা করেন। পরে ফেসবুকে উপরের স্ট্যাটাসটা দেন।
আজ এক ইন্টারভিউতে এ প্রসঙ্গে বললেন- 'যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে ওইটা বুঝাইনি—যেমন অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।'

"আমি কারো ব্যাকআপ প্ল্যান নই, আর দ্বিতীয় পছন্দ হওয়ার তো প্রশ্নই আসে না!" -  #পূজা_চেরী'I'm not a backup plan, and defini...
16/08/2025

"আমি কারো ব্যাকআপ প্ল্যান নই, আর দ্বিতীয় পছন্দ হওয়ার তো প্রশ্নই আসে না!" - #পূজা_চেরী
'I'm not a backup plan, and definitely not a second choice🖤🤍🖤

কক্সবাজার সমুদ্রে সূর্যাস্তের ঢেউ আর কিছু বালি থাকতে থাকতেই   #চমকের ঢেউয়ের সুরে শাড়ির ঘের! 🌊🏝️
16/08/2025

কক্সবাজার সমুদ্রে সূর্যাস্তের ঢেউ আর কিছু বালি থাকতে থাকতেই #চমকের
ঢেউয়ের সুরে শাড়ির ঘের! 🌊🏝️

প্রথম ছবিটা ১৩ আগস্টের  #সাদা_পাথর! ফিরে আসছে আগের সৌন্দর্য!😍🙏💕
16/08/2025

প্রথম ছবিটা ১৩ আগস্টের #সাদা_পাথর!
ফিরে আসছে আগের সৌন্দর্য!😍🙏💕

“ভাবিনি কখনো, এ হৃদয়ে রাঙানোভালোবাসা দেবে তুমি!”🫶🏼🫰🏼-  #পূর্ণিমা
16/08/2025

“ভাবিনি কখনো, এ হৃদয়ে রাঙানো
ভালোবাসা দেবে তুমি!”🫶🏼🫰🏼- #পূর্ণিমা

'আমি ইমনের (সালমান শাহ) বিভিন্ন ছবিতে ড্রেসআপের কাজ করলেও কখনো ক্যামেরার সামনে যাইনি’-  #সামিরা এই প্রথম মডেল হলেন সালমা...
16/08/2025

'আমি ইমনের (সালমান শাহ) বিভিন্ন ছবিতে ড্রেসআপের কাজ করলেও কখনো ক্যামেরার সামনে যাইনি’- #সামিরা

এই প্রথম মডেল হলেন সালমান শাহ'র স্ত্রী সামিরা। সে প্রসঙ্গে বললেন- ‘ফটোশুটে অংশ নিতে শুরুতে অনেকটা আনইজি লাগছিল বটে। আমি ইমনের (সালমান শাহ) বিভিন্ন সিনেমার পোশাক বা ড্রেসআপের কাজ করলেও কখনো ক্যামেরার সামনে যাইনি। একটু আনইজি তো লাগবেই। তবে কাজটা করে খুব এনজয় করেছি। ভিডিও ও ছবিগুলো প্রকাশ হওয়ার পর সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন, অনেকে প্রশংসা করছেন; এগুলো আরও ভালো লাগছে।’


Manju Ahmed

16/08/2025

খুব বেশি জানতে ইচ্ছে করে,
আমি চলে গেলে
কী নিয়ে তুমি থাকবে?
বড় বেশি জানতে ইচ্ছে করে ,
ভুলে যাবে নাকি
আমায় মনে রাখবে?
বৃষ্টি ভেজা কোনো দুপুরে
ভেবে কি তুমি কাঁদবে না?
জোছনা ধোয়া কোনো রাতে
বিষণ্ণ কি হবেনা...❤ # Until We Meet Again...Happy Birthday ❤️ Manju Ahmed

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Manju Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manju Ahmed:

Share

Watch & Enjoy My Show!

Watch My Show, Like This Page For More!