Galib

Galib Assalamualikum.Welcome to our page

🥰🌙.Day and Night view of the Royal Clock Tower.
06/10/2025

🥰🌙.
Day and Night view of the Royal Clock Tower.

আমিন
05/10/2025

আমিন

বাংলাদেশে অনেক সুন্দর একটি মসজিদ 💚
04/10/2025

বাংলাদেশে অনেক সুন্দর একটি মসজিদ 💚

আল্লাহ 💚
04/10/2025

আল্লাহ 💚

😘Day and night view of the Royal clock Tower 🙌🗼
04/10/2025

😘
Day and night view of the Royal clock Tower 🙌🗼

04/10/2025

পোস্টটি যেহেতু আপনি পড়ছেন, তাঁর মানে আপনি একজন সম্মানিত এক্টিভ সদস্য, জানতে পারি কি আপনি কোথায় থেকে আমাদের পেজটি দেখছেন!❤️🆗

হযরত মোহাম্মদ (স.)- এর জুতা।❤️💚
04/10/2025

হযরত মোহাম্মদ (স.)- এর জুতা।❤️💚

আরবি:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِউচ্চারণ (বাংলা):আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন...
04/10/2025

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

উচ্চারণ (বাংলা):
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিত্নাতিল মাহইয়া ওয়াল মামাত।

অর্থ:
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে।

ফজিলত:
এই দোয়াটি রাসূলুল্লাহ (সা.) নিয়মিত সালাতে তাশাহহুদের পরে পড়তেন। এতে জীবনের বিপদ, গুনাহ, ঈমানহীনতা ও মৃত্যুর সময় শয়তানের ধোঁকা এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাওয়া হয়। এই দোয়া পড়লে আল্লাহ তা’আলা বান্দাকে দুনিয়া ও আখিরাতের ফিতনা থেকে হেফাজত করেন।

🟢 ফ্রিল্যান্সিং করতে যা যা করতে হবে১️⃣ নিজের স্কিল তৈরি করাসবচেয়ে জরুরি বিষয় হলো স্কিল – যেটা দিয়ে তুমি অনলাইনে কাজ করবে...
04/10/2025

🟢 ফ্রিল্যান্সিং করতে যা যা করতে হবে

১️⃣ নিজের স্কিল তৈরি করা

সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিল – যেটা দিয়ে তুমি অনলাইনে কাজ করবে।

জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলগুলোর মধ্যে আছে:

গ্রাফিক ডিজাইন (Logo, Banner, Photoshop ইত্যাদি)

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট (HTML, CSS, WordPress, React ইত্যাদি)

ডিজিটাল মার্কেটিং (Facebook Ads, SEO, Google Ads ইত্যাদি)

কনটেন্ট রাইটিং (আর্টিকেল লেখা, ব্লগ লেখা, কপিরাইটিং)

ভিডিও এডিটিং, অ্যানিমেশন

ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

প্রথমে একটি স্কিল বেছে নিয়ে ভালোভাবে শিখতে হবে।

---

২️⃣ প্র্যাকটিস করা ও পোর্টফোলিও বানানো

শুধু শেখা নয়, প্র্যাকটিস করতে হবে।

নিজের কাজের স্যাম্পল/পোর্টফোলিও তৈরি করো, যেন ক্লায়েন্টকে দেখাতে পারো।

---

৩️⃣ মার্কেটপ্লেসে একাউন্ট খোলা

যেমন –

Fiverr

Upwork

Freelancer.com

PeoplePerHour

👉 সেখানে প্রোফাইল বানিয়ে নিজের স্কিল ও স্যাম্পল যুক্ত করবে।

---

৪️⃣ কাজ পাওয়া

প্রথম দিকে ছোট ছোট কাজ নাও, যাতে রিভিউ পাওয়া যায়।

ধৈর্য ধরতে হবে, শুরুতে কাজ পাওয়া একটু কঠিন হতে পারে।

---

৫️⃣ আয়ের টাকা তোলা

কাজ করলে পেমেন্ট আসে মার্কেটপ্লেসে।

বাংলাদেশে টাকা তুলতে পারবে: Payoneer, Bank Transfer, bKash, Nagad ইত্যাদি মাধ্যমে।

---

📌 মনে রাখার বিষয়

শুরুতে ভালোভাবে শেখা → তারপর প্র্যাকটিস → তারপর মার্কেটপ্লেসে একাউন্ট।

তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কাজ করতে হবে।

একসাথে অনেক কিছু না শিখে একটা স্কিল বেছে ফোকাস কর।

Galib

Big thanks to Tanha Raha, HM Sifatul Islam Ovi, MD Yousuf Howlader, Galib Howladerfor all your support! Congrats for bei...
04/10/2025

Big thanks to Tanha Raha, HM Sifatul Islam Ovi, MD Yousuf Howlader, Galib Howlader

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

দেশে চাকরি নেই; কেউ নাকি চাকরি পায় না। কিন্তু বিডিজবস-এর মতো ওয়েবসাইটে হাজারে ৫/৬টার বেশি complete profile পাবেন না। ফেস...
03/10/2025

দেশে চাকরি নেই; কেউ নাকি চাকরি পায় না। কিন্তু বিডিজবস-এর মতো ওয়েবসাইটে হাজারে ৫/৬টার বেশি complete profile পাবেন না। ফেসবুক-এ বেকারত্ব নিয়ে স্ট্যাটাস দেবে, কিন্তু লিঙ্কডইনে কারো প্রোফাইল রেডি না!
কই খাইতে গেলাম, কই ঘুরতে গেলাম, কই আড্ডা দিলাম, কার বৌভাতে গেলাম সবই আপডেট আছে, নিজের সিভিটা আপডেট হয় না! পাঁচটা মেয়েকে পটানোর জন্য ৫০ রকম ফন্দি আঁটে, কিন্তু পাঁচটা আলাদা প্রতিষ্ঠানে পাঁচ রকম চাকরির জন‍্য ক‍্যারিয়ার অবজেক্টিভ একই!
বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে, নেয় মার্কেটিং আর হিউম‍্যান রিসোর্স। কেন? ফ‍াইন‍্যান্স ন‍িবে না; কারণ অংকে দূর্বল! কে জানি তাকে বুঝাইছে- ফাইন‍্যান্স পড়তে সাইন্সের হায়ার ম‍্যাথের মাস্টার্স শেষ করে আসা লাগে। একাউন্টিং পড়বে না কারণ তার ব‍্যাকগ্রাউন্ড হয় আর্টস না হয় সাইন্স ছিলো! কে জানি তারে বুঝাইছে- এসএসসি বা এইচএসসিতে কমার্সের স্টুডেন্ট না হইলে একাউন্টিং-এ পড়া যায় না! আবার কারা জানি ছড়াইছে দেশে নাকি একাউন্টেন্টের কোনো দরকারই নাই; সব কম্পিউটারে করা যায়!
এদিকে মার্কেটিং-এ পড়ে মার্কেটিং-এর কাজ করবে না; হতে চায় ডাইরেক্ট মার্কেটিং ম‍্যানেজার, এসির বাতাসে বসে বসে কাজ করবে। মার্কেটিং-এর সংজ্ঞা জিগাইলে সুন্দর কইরা উত্তর দিবে, কিন্তু মার্কেটিং করতে গেলে কাস্টমার কি সংজ্ঞা জিগাইবো? এইচআর-এ পড়েও বলতে পারে না এইচআর-এর মূল কাজগুলো কী কী? খালি জানে- মানুষের চাকরি দেওয়া আর চাকরি খাওয়ার জন‍্য কাগজে সই করতে হয়!
যে কাউরে জিগান- কী চাকরি করতে চায়? হয় বলবে ব‍্যাংকে কাজ করব, না হয় বলবে মাল্টিন‍্যাশনালে ক্যারিয়ার গড়ব। কিন্তু ব‍্যাংকে কী কাজ করতে হয় বা মাল্টিন‍্যাশনাল-এ কী করা হয় জিগাইলেই লা জবাব। ব‍্যাংকে বসে মানুষের টাকা গুনে সিল মারা আর মাল্টিন‍্যাশনাল মানে ম‍্যালা টাকা- এটুকুর বাইরে কোনো ধারণাই নাই!
চাকরি দিতে যাইবেন, কোন যোগ‍্যতার বলে চাকরি পেতে চাও জিগাইলে উত্তর আসবে- গোল্ডেন ৩.৭৫, গোল্ডেন ৩.৫! কিন্তু এই রেজাল্ট কিভাবে আপনার প্রতিষ্ঠানের কাজে লাগবে সে কথা জিগাইলেই ধরা! ইন্টাভিউ বোর্ড থেকে বের হয়ে এসে বলবে, আজকাল মামা-চাচা না থাকলে চাকরি হয় না, কপাল খারাপ!
অনার্স পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না, চেষ্টাও করে না; কোথায় গেলে স্কিল বাড়াবে- সেই খবর নেই, হুট করে মাস্টার্স-এ ভর্তি হয়ে যাবে (অথচ একমাত্র শিক্ষকতা পেশা ছাড়া মাস্টার্স-এর প্রয়োজন নেই বললেই চলে)। তারপরও চাকরি না পেয়ে আরেকটা মাস্টার্স করবে; এবারও চাকরি নাই! ২/৩টা মাস্টার্স-ওয়ালা লোক সমাজে যে কী পরিমাণ, তা একটা ব‍্যাংকের সিভি বাছাইয়ের কাজ করলেই টের পাবেন!
এদিকে দেশে যোগ‍্য লোক পাওয়া কঠিন। জনৈক শ্রদ্ধেয় শিক্ষক একজন শিল্পপতিকে বলেছিলেন, ভারতীয়দের চাকরি না দিয়ে আমাদের দেশের ছেলেদেরকে দিন। উত্তর পেয়েছিলেন, স্কিল-ওয়ালা একটা দেশি ছেলেকে দেখায় দেন, এক্ষুণি চাকরি দিচ্ছি। স‍্যারকে হতাশ হতে হয়েছে।
শিক্ষার উদ্দেশ্য চোখের পর্দা সরিয়ে দেওয়া, মানুষকে অহংকার মুক্ত করা, কোনটা সঠিক কোনটা সঠিক নয় বুঝতে শেখানো; কিন্তু হয় উল্টোটা। এমবিএ করছে, এখন আর রিক্সার গ‍্যারেজের মালিক হতে পারবে না। অনার্স শেষ করে ফেলছে, বাপ যে ছোট্ট খামার দিয়ে ৩/৪ ভাইবোনকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে, সেই খামারকে নিজের বুদ্ধিতে বাড়াতে চেষ্টা করবে না।
দেশে একজন এমবিএ পাশ লোক চাকরিতে যোগ দেয় ১০-১২ হাজার টাকা বেতনে, আর একজন ইলেক্ট্রিক মিস্ত্রি মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করে শহরে একটা আর গ্রামে একটা, মোট দুইটা সংসার চালায়! কিন্তু আমি যেহেতু এমবিএ করে ফেলছি, আমি কি আর ওই ইলেক্ট্রিক মিস্ত্রি হতে পারবো? কেউ বুঝে না- ইলেক্ট্রিক মিস্ত্রি না হই, অন্তত পাঁচজন মিস্ত্রির সরদার হতে পারলেও আয়-রোজগার মন্দ হয় না!
এখন চলছে CEO-এর যুগ। ১,০০০ টাকায় একটা ডোমেইন, ৫০০ টাকায় হোস্টিং, ৩০০ টাকায় চার রঙের ভিজিটিং কার্ড, আর ঠেকায় কে? আমি এখন CEO! কোম্পানিতে লোক ক’জন? মাত্র তিনজন; তাইলে তুমি CEO হইলা ক‍্যামনে? উত্তর নাই!
কাজের স্কিল নাই; কমিটমেন্ট ঠিক নাই; বিজনেসের প্ল্যান নাই; টাকার কথা তো বাদই দিলাম। দু’দিন পর সব শ‍্যাষ! ওমনি শুরু হয়ে যাবে- আম্রিকায় সিলিকন ভ‍্যালি আছে, কিক স্টার্টার আছে, আমাদের কিচ্ছু নাই। আরে বাবা আকিজ সাহেব কোন ভ‍্যালিতে ছিলেন? স্কয়ার-এর স্যামসন এইচ. চৌধুরী ক‍্যামনে আগাইছেন?
খালি নাই নাই নাই নাই আর নাই! সত্য কথা বলতে, সমাজে এমন মানুষেরও খুব একটা দরকার নাই!
(সংগ্রহীত)

“দেশ” বলে কোনো আলাদা দেহ নেই — দেশের হাত, পা, কাঁধ, মগজ সবই তো আমরা মানুষই। আমরা যা ভাবি, যা করি, যেভাবে অলস হই কিংবা উদ্যোগী হই — দেশের চেহারা তেমনই দাঁড়ায়।

(ছবিটা Gemini দিয়েছে)
Galib

Address

Dhaka
GAZIPUR

Alerts

Be the first to know and let us send you an email when Galib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Galib:

Share