Brazil Football Fan's Community

Brazil Football Fan's Community স্বাগতম বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় ও অন্যতম ব্রাজিল ফুটবল ফ্যান কমিউনিটিতে।

অনেকের এটাও মেনে নিতে কষ্ট।
11/06/2025

অনেকের এটাও মেনে নিতে কষ্ট।

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল এবং লাতিনের ছন্দময় ফুটবলের দেশ।ব্রাজিলে আপনাকে স্বাগতম ডন কার্লো আনচেলেত্তি। 🇧🇷❤️
12/05/2025

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল এবং লাতিনের ছন্দময় ফুটবলের দেশ।ব্রাজিলে আপনাকে স্বাগতম ডন কার্লো আনচেলেত্তি। 🇧🇷❤️

আঞ্চেলত্তি টু ব্রাজিল, আসলেই কি ওভার?আঞ্চেলত্তি ব্রাজিলে আসার বিষয়টি এখনো শেষ হয়ে যায় নাই। 'আঞ্চেলত্তি টু ব্রাজিল' যাদের...
08/05/2025

আঞ্চেলত্তি টু ব্রাজিল, আসলেই কি ওভার?

আঞ্চেলত্তি ব্রাজিলে আসার বিষয়টি এখনো শেষ হয়ে যায় নাই। 'আঞ্চেলত্তি টু ব্রাজিল' যাদের নিউজ দেখে আপনারা হেয়ার উই গো, টিক টাক, লোডিং, বালচাল বলে বলে বারবার পোস্ট দিছেন, তারা এত দ্রুত হতাশ হয়ে পড়লে কি মানায়?

আমি শুরু থেকে আঞ্চেলত্তির ডিলের বিরোধিতা করার সবচেয়ে বড় কারণ তার মাঝে ব্রাজিলপ্রীতি আমি উপলব্ধি করতে পারি নাই। আঞ্চেলত্তির যদি সত্যিই ব্রাজিলে আসার ইচ্ছে থাকে, তাহলে সে ব্রাজিলে আসবে এবং সেটা মে মাসেই।

মাদ্রিদ জানে যে, আঞ্চেলত্তির জন্য ব্রাজিল পাগল হয়ে বসে আছে। সেইসাথে আঞ্চেলত্তিও আগ্রহী ব্রাজিলে আসার জন্য। তাই সুযোগটা নিয়েছে মাদ্রিদ যাতে আঞ্চেলত্তিকে চুক্তির বাকি টাকা গুলা বুঝিয়ে দিতে না হয়!

আঞ্চেলত্তি অপেক্ষায় ছিল মাদ্রিদ তাকে স্যাক করবে বলে। কিন্তু স্যাক করলে মাদ্রিদকে চুক্তির সব টাকা বুঝিয়ে দিতে হবে। তাই সুযোগ বোঝে মাদ্রিদ স্যাক করছে না, পরোক্ষভাবে আঞ্চেলত্তিকে ফোর্স করছে মাদ্রিদ ছাড়ার জন্য। এখানে বিষয়টা ইগোর না। বিষয়টা টাকার। পেরেজের ইগোতে লাগে নাই, টাকাতে লেগেছে।

মাদ্রিদ ভালো করেই জানে যে, যদি আঞ্চেলত্তিকে দিয়ে তারা জোরপূর্বক কোচিং করাতে চায়, তাহলে তারা লিগে মারা খাবে এবং ক্লাব বিশ্বকাপেও কঠিনভাবে ম্রা খাবে।

আঞ্চেলত্তির যদি এতই টাকার দরকার পড়ে, তাহলে সে সৌদি চলে যাক। যদি সে সত্যি ব্রাজিলকে পছন্দ করে, তাহলে সে ব্রাজিলে আসবে, অবশ্য সেটা জুনের আগেই।

সো, দ্যা ডিল ইজ স্টিল অনগোয়িং.....

07/04/2025
২৬ বিশ্বকাপ কেনার জন্য এত নিচে নামতে পারলো মেসি ভাই? ছি!
30/11/2024

২৬ বিশ্বকাপ কেনার জন্য এত নিচে নামতে পারলো মেসি ভাই? ছি!

🔴কিভাবে খেলা দেখবেন????বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ...
06/07/2024

🔴কিভাবে খেলা দেখবেন????

বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকেন। আপনাদের সে সমস্যার সমাধানের জন্য নিজের যথা সম্ভব হয়েছে কিছু অ্যাপ ও ওয়েবসাইট সংগ্রহ করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা ফুটবল দেখা থেকে বঞ্চিত না হোন।

আশা করছি আপনাদের উপকারে আসবে আমার অ্যাপস ও ওয়েবসাইট গুলো।

🔗𝐀𝐩𝐩𝐬:

1. Sportzfy
2. Krira TV
3. GHD Sports
4. Yacine Tv App
5. Live Football Tv HD
6. HD Streamz
7. Rapid Streamz
8. Soccery Tv
9. Koko Football (IOS)

(বিঃদ্রঃ এই এপ্লিকেশনগুলো প্লেস্টোরে পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।)

🔗𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞:

1. Yacinetv.কম
2. beinmatch1.কম
3. koora.লাইভ
4. Golato.টিভি
5. HD44.কম
6. Yalla.শুট
7. Asgoal.কম
8. Goalarab.কম
9. Foot4live.কম
10. Egylive.অনলাইন
11. Sportstrack.লাইভ
12. FootEm.সাইট
13. Sportsplus.live.সাইট
14. Epicsports.মি
15. Amzfootball.কম
16. Bingsports.কম
17. sportsfeed24.কম
18. Yalla.লাইভ
19. livesports808.কম
20. totalsportek.প্রো

খেলা মিস হয়ে গেছে? কোনো সমস্যা নাই। পুরো খেলা ও খেলার হাইলাইটস দেখার জন্য নিম্নে কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে:

1. footyfull.কম
2. hoofoot.কম

এছাড়াও পেইড এপস ও ওয়েবসাইট গুলোতে অনায়াসে আপনারা ফুটবল উপভোগ করতে পারবেন।

1. Bioscope
2. SonyLiv
3. TSports
4. Hotstar
5. ToffeeTV
6. Rabbit hole ইত্যাদি।

এছাড়া আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগদাতাদের থেকে এফটিপি সার্ভার সংগ্রহ করতে পারেন যেখান থেকে সহজেই আপনারা সকল টিভি চ্যানেল দেখতে পারবেন।

(বি:দ্র: সকল ওয়েবসাইট এবং অ্যাপস কাজ নাও করতে পারে এজন্য বিকল্প কিছু অ্যাপস ও ওয়েবসাইট দেওয়া হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে)

•collected

05/07/2024

FT: Spain 2-1 তাহাদের আব্বু 🙈

Ta ta bye bye gaymany 😂😂

Iconic Pictures 🇦🇷
03/07/2024

Iconic Pictures 🇦🇷

🚨 ইটস টাইম ফর মার্টিনেল্লি শো 😈ভিনির অনুপস্থিতিতে উরুগুয়ের বিপক্ষে মার্টিনেল্লিকে খেলানোর সম্ভাবনা বেশি,সেই সাথে মার্টিন...
03/07/2024

🚨 ইটস টাইম ফর মার্টিনেল্লি শো 😈

ভিনির অনুপস্থিতিতে উরুগুয়ের বিপক্ষে মার্টিনেল্লিকে খেলানোর সম্ভাবনা বেশি,সেই সাথে মার্টিনেল্লিরও রয়েছে বিগ ম্যাচে নিজেকে প্রমানের দুর্দান্ত সুযোগ 😍

পেনাল্টির বাংলা হচ্ছে আর্জেন্টিনা।
16/02/2024

পেনাল্টির বাংলা হচ্ছে আর্জেন্টিনা।

৮১ বছরবয়সী গোলকিপার সেবাস্তিয়াও লরেনসো ; ১৯৭১ সালের ১২ মে পেলের পেনাল্টি সেভ করেছিলেন - সেই বলটা এখনো রেখে দিয়েছেন তিনি।...
06/01/2024

৮১ বছরবয়সী গোলকিপার সেবাস্তিয়াও লরেনসো ; ১৯৭১ সালের ১২ মে পেলের পেনাল্টি সেভ করেছিলেন - সেই বলটা এখনো রেখে দিয়েছেন তিনি।

ম্যাচটা ছিলো,
ব্রাজিলিয়ান জাতীয় চ্যাম্পিয়নশীপের।

কিংবদন্তি পেলের পেনাল্টি সেভ করা একমাত্র জীবিত গোলকিপারও তিনি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brazil Football Fan's Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brazil Football Fan's Community:

Share