ShiZuka's tiny world シ︎

ShiZuka's tiny world シ︎ Tumhara ShiZuka🎀✨🩷
naam to suna hi hoga🫶🌷

🙂💙
24/07/2025

🙂💙

ওনার আপডেট কেও জানেন? মাইলস্টোন এ নাতনিকে খুঁজতে গিয়ে স্টো/ক করে!
23/07/2025

ওনার আপডেট কেও জানেন? মাইলস্টোন এ নাতনিকে খুঁজতে গিয়ে স্টো/ক করে!

Sheikh Hasina be like : আমার বাবার আমলের স্মৃতি ছিল এটা। স্মৃতি হারানোর বেদনা তোমরা কিভাবে বুঝবে
23/07/2025

Sheikh Hasina be like : আমার বাবার আমলের স্মৃতি ছিল এটা। স্মৃতি হারানোর বেদনা তোমরা কিভাবে বুঝবে

'ভালো স্টুডেন্ট' হওয়া চেয়ে যে 'ভালো মানুষ' হওয়া বেশি দরকার সেটা Ayman Sadiq আর Salman Mohammad Muqtadir আবার প্রমান করে ...
23/07/2025

'ভালো স্টুডেন্ট' হওয়া চেয়ে যে 'ভালো মানুষ' হওয়া বেশি দরকার সেটা Ayman Sadiq আর Salman Mohammad Muqtadir আবার প্রমান করে দিলো!
সমাজের চোখে 'আয়মান' ভালো স্টুডেন্ট,ভালো টিচার! ব্যাস এইটুকুই! এর বাইরে আর কিছুই নাই! জুলাইতে সে সবার লাস্টে পোস্ট দিয়েছে, লুকিয়ে ছিলো। আর এই যে পরশু রাতে সে স্টোরি দিয়েছিলো যে তার লাইফ সে উপভোগ করতেছে! সমালোচনা সহ্য করতে না পেরে স্টোরি ডিলিট দিছে তারপর সমালোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য রাতের ১ টা ৪৫ এ স্ট্যাটাস দিয়েছে যাতে তাকে কেউ কিচ্ছু না বলে!

অপরদিকে সালমান অনেকের চোখেই ব্যাড বয়, সমালোচনা করার মতো লোকের অভাব নাই কিন্তু দেশের ব্যাপারে সালমান ই সবচেয়ে বেশি কথা বলে! কাউকে 'ভয়' পাওয়ার কিচ্ছু নাই, সালমান ভয় ও পায় না। নিজের 'ভালো ইমেজ' বাঁচানোর চেষ্টাও নাই আয়মানের মতো! সে অলোয়েজ যেইটা যৌক্তিক সেইটাই বলে।

একটা সত্যি কথা কি জানেন? অনেকেই মানতে চাইবেনা, দেশের ব্যাপারে 'লাস্ট বেঞ্চার' রাই এগিয়ে আসে, 'ফাস্ট বেঞ্চার' গুলা নিজেদের 'ইমেজ' বাঁচানোর চিন্তায় থাকে! বিপদে 'ব্যাড বয়' গুলাই সবার আগে এগিয়ে আসে! ❤️

Section: Sky
23/07/2025

Section: Sky

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না-১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)২। সাজিদ আহমেদ সানি ...
22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)

এই রোগী গুলো বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রই

Any Logic????????? jodi o post delete kore diche but .....
22/07/2025

Any Logic?????????
jodi o post delete kore diche but .....

স্বপ্নে ভরা ব্যাগগুলো, আহ্লাদে মাখা ব্যাগগুলো,মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা,ওদের লালা মাখা  দাঁত দিয়ে কা'ম'ড়া...
22/07/2025

স্বপ্নে ভরা ব্যাগগুলো, আহ্লাদে মাখা ব্যাগগুলো,মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা,ওদের লালা মাখা দাঁত দিয়ে কা'ম'ড়া'নো পানির ফ্লাক্সগুলো! কত আবদারে বাবা মায়ের জমানো টাকার গোলাপি নীল ব্যাগগুলো।

22/07/2025

আজকে থেকে কোন সিএনজি বা রিক্সাকে ন্যূনতম মায়া দয়া করবেন না। আমাদের পুড়ে যাওয়া ছোট ভাই-বোনদের দেখে তারা যদি বেশি ভাড়া চাইতে পারে, তাহলে তাদের মানবিক দিক দিয়ে বিবেচনা করার কোন কারণ নেই।

Loud & Clear ….

২২ নাকি ২২২❓
22/07/2025

২২ নাকি ২২২❓

৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকা...
22/07/2025

৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

এতো বড় একটা দুর্ঘটনার মৃত্যু দেখায় ১৫/২০ জন!হাস্যকর না ব্যপারটা?
21/07/2025

এতো বড় একটা দুর্ঘটনার মৃত্যু দেখায় ১৫/২০ জন!
হাস্যকর না ব্যপারটা?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShiZuka's tiny world シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share