19/09/2025
কবিতা-
"আশা নিরাশা"
জীবন জুড়ে কেবলই শুধু
অন্ধকার আর অন্ধকার,
মুঠো মুঠো রোদ্রু নিয়ে
একটা সকাল আসাটা বড্ড দরকার।
হঠাৎ জীবন টা কেন জানি
হয়ে গেলো এলোমেলো,
হারিয়ে গেল জীবন থেকে
সব হাসি, আনন্দ আর আলো।
জীবন জুড়ে ছিল...
কত স্বপ্ন, কত আশা,
সব কিছু এখন হয়ে গেছে কেবল
শুধুই নিরাশা।
আশা নিরাশার দোলায়
দুলছে জীবন টা অবিরাম,
জীবনে আর কখনো বুজি
আসবে না সুখের পয়গাম।
✍️✍️নিজ