30/08/2024
১লা আশ্বিন, ১৬ই সেপ্টেম্বর, রোজ- সোমবার, আশেকানদের জন্য পবিত্র রওজা পাক আল্লাহর রহমতে খুলে দেওয়া হবে...
বান্দা-এ-এলাহী, আশেকে রাসুল (সাঃ), আশেকানে মাইজভান্ডারী, আশেকে আউলি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
লক্ষ লক্ষ শুকরিয়া মহান আল্লাহর দরবারে। তিনি গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান আল্-হাচানী আল্-মাইজভাণ্ডারী প্রকাশ- বাবা ভান্ডারী (কঃ) কেবলা কাবার পবিত্র রওজা পাক সমস্ত আওলাদেপাকগনের সম্মিলিত প্রয়াসে এবং সমস্ত আশেকানে মাইজভাণ্ডারীদের সম্মিলিত প্রয়াসে পবিত্র রওজা পাক পুনঃনির্মান করার তৌফিক দান করেছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ১লা আশ্বিন, ১৬ই সেপ্টেম্বর, রোজ- সোমবার, আশেকান জায়েরীনদের জন্য পবিত্র রওজা পাক আল্লাহর রহমতে খুলে দেওয়া হবে। আমীন।
প্রচারে- আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন। (একটি অরাজনৈতিক সংগঠন)