19/02/2024
বাংলাদেশ মাতিয়ে গেল কলকাতার বিশ্ববঙ্গের শিল্পীরা
৩১ জানুয়ারি ২০২৪ ভারতের কলকাতা থেকে বাংলাদেশে এসেছিল একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন বিশ্ববঙ্গ সাহিত্য ও সসংষ্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর রাধাকান্ত সরকার। তার দলে ছিলেন আরও ১৯ জন।
তারা বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা সদরে অবস্থিত মিনি রিসোর্টে অবস্থান করেন। তাদের সংস্পর্শে এসে খুলে যায় অশিল্পি বাবলুর কণ্ঠ। কোনদিনও গান না বাবলুও অবলিলায় গেয়েছেন গান। কেবলমাত্র বাবলুই নন, পাড়ার শিশুরাও তাদের সাথে গান গেয়েছেন।
তারা ১ লা জানুয়ারী গিয়েছিলেন লালন সাঁই জীর আঁখড়ায়। তাদের নাচ ও গানে মুখিরিত হয়েছিলো লালন আঁখড়া।
তারা মাতিয়েছিলেন কাঙাল হরিনাথের আঙ্গিনা। কুমারখালীর জনপ্রিয় সংগঠক লিটন আব্বাসের উপস্থাপনায় ভারতীয় এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয়েছিল জম্পেস সাংষ্কৃতিক আড্ডা।
২ ফেব্রুয়ারী কুষ্টিয়া শিল্পকলা একাডেমির আয়োজনে করেন বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল থেকে গভীর রাত অবদি শতশত মানুষ উপভোগ করেন মনোজ্ঞ পরিবেশনা।
৪ তারিখে ঢাকায় এসে জমান সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকার বিশিষ্ট সাংবাদিক নভেলের আয়োজনে মিরপুরের পাইকপাড়ায় রাতভর চলে নাচ গান কবিতা আবৃতি।
এই দলটি ৮ ও ৯ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা সদরে জমান মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।
১১ ফেব্রুয়ারী তারা গানে মাতিয়ে তোলেন গাজীপুরের শ্রীপুর উপজেলা। সেখানে উভয় দেশের শিল্পীদের পরিবেশনায় তৈরি হয় উৎসবের আমেজ। রাত ভর চলে নাচ গান ও কবিতা আবৃত্তি।
১২ ফেব্রুয়ারী তারা ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসে বেনাপোল হয়ে ফিরে যান কোলকাতায়।