Abhoya TV

Abhoya TV "অভয়া টিভি" চেতনায় উজ্জীবিত বাংলাদেশ,,,,,
সত্যের সন্ধানে ছুটে চলা অবিরাম।

17/05/2025

খুলনার মহাসমাবেশে অভয়নগর থেকে কয়েক হাজার সমর্থক নিয়ে যোগ দিলেন নওয়াপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি (ক্যাপ্টেন)

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিয়েছেন অভয়নগরের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক।
নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও অভয়নগরের অন্যতম জনপ্রিয় নেতা আসাদুজ্জামান জনি (ক্যাপ্টেন)-এর নেতৃত্বে বিশাল মিছিল আকারে তারা খুলনার সমাবেশস্থলে পৌঁছান।

রাস্তাজুড়ে ছিল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত পরিবেশ। জনির নেতৃত্বে অংশগ্রহণকারী মিছিলটি নওয়াপাড়া,প্রেমবাগ, চেঙ্গুটিয়া, শ্রীধরপুর, শুভরাড়া ও অন্যান্য অঞ্চল থেকে সংগঠিত হয়ে খুলনায় পৌঁছায়।

12/01/2025

#বিশেষ ঘোষণা🎺🎺🎺🎤🎤🎤
লটারির মাধ্যমে যে কোন এক জন ৫০℅ টাকা ফেরত দেওয়া হবে
আর 2 জন এর জন্য থাকবে আকর্ষণীয় পূরস্কার
তাই দেরি না করে আজ ইই বুকিং করে ফেলুন 🥰🥰🥰🥰

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
নওয়াপাড়া ট্যুর& ট্রাভেলস এ আপনাকে স্বাগতম
আমাদের ট্যুর প্যাকেজ
: কুয়াকাটা 2দিন
প্যাকেজ এ যা, যা থাকবে।
এসি /নন এসি, হোটেল
আপ ডাউন চেয়ার কোচ বাসের টিকিট
১.লাল কাকড়ার চর,
২ ১১০ ফুট বৌদ্ধ মন্দির,
৩রাখাইন পল্লী,
৪কাওয়ার চর,
৫ঝাওবন,
৬মিঠাপানির কুপ,
৬সূর্য দয়
, ৭সূর্য অস্ত পয়েন্ট,
যা যা থাকবে না
স্পিডবোট রাইড
উল্লেখ নাই এমন কোন স্পট বা রাইড খরচ
ব্যক্তিগত কোন খরচ ।


আনুমানিক প্লান
শুক্রবার ভোরে বাস থেকে নামার পর হোটেল এ চেক ইন করে সূর্য দয় এবং তার আসে পাসের স্পষ্ট দেখে হোটেল এ এসে সকালের নাস্তা করে রেষ্ট নিয়ে ১১:৩০ এর মধ্যে রেডি হয়ে সাগর এ গোসল ও খেলাধুলা তার পর দুপুরে খাবার খেয়ে রেষ্ট নিয়ে বিকালে সূর্য অস্ত উপভোগ করবো তার পর যে যার মত ৯ টা পর্যন্ত ঘোরাঘুরি করে রাতের খাবার খাবো রাতে হোটেল এর ছাদে গান বাজনা আড্ডা
পরিবেশ হলে বারবিকিউ পাটি করা হবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বাকি স্পষ্ট ঘুরা ঘুরি করে দুপুর এর খাবার খেয়ে যে যার মত কেনা কাটা করে আবার ও সূর্য অস্ত উপভোগ করে হোটেল এ ফিরে হোটেল চেক আউট করে বাসে উঠে নিজস্ব গন্তব্য এ ফিরে আসবো ইনশাআল্লাহ
তারিখ:
১৬/০১/২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা যশোর ৭.০০ নওয়াপাড়া৭:৪৫
ফুলতলা ৮.০০ খুলনা ৯.00 মিনিট
জন প্রতি মাএ:২৮০০ টাকা
১ রুমে ৪ জন
১রুমে ৩জন৩২০০ টাকা
১ রুমে ২জন/৩৫০০ টাকা
বাজেটের মধ্যে সেরা ট্যুর
বিশেষ প্রয়োজন এ 01317-531184 (WhatsApp)
বুকিং মানি ১০০০টাকা
৫বেলা ব্যাসিক খাবারের ব্যবস্থা
নববিবাহিত কাপলদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে❤❤
আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য



বিনোদন

মিন্টু সিকদার,কুয়াকাটা প্রতিনিধি। ০৫-১২-২০২৪ রোজ : শুক্রবার।দীর্ঘ সময়ের পর কুয়াকাটায় পর্যটকদের ভিড় জমেছে, এতে করে স...
06/12/2024

মিন্টু সিকদার,
কুয়াকাটা প্রতিনিধি।
০৫-১২-২০২৪ রোজ : শুক্রবার।
দীর্ঘ সময়ের পর কুয়াকাটায় পর্যটকদের ভিড় জমেছে, এতে করে সকল ব্যবসায়ীরা খুশি এবং এবং লাভবান হওয়ার জন্য আশাবাদী।
গত একমাসে পর্যটকের সংখ্যা ছিল খুবই কম। এতে করে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।
কারণ কুয়াকাটাতে ব্যবসায়ীদের ব্যবসা নির্ভর করে পর্যটকের উপর।
এখানে যেসব ব্যবসায়ী আছে যেমন স্পিড বোট, মটর বাইক, বা ফিশ ফ্রাই আচারের দোকান সহ অন্যান্য অনেক ব্যবসায় নির্ভর করে পর্যটকের উপর।
পর্যটকের চাপ বাড়ালে তাদের ব্যবসা বাড়ে।
এখানকার ব্যবসায়ীদের সাক্ষাৎকার নেওয়ার পরে বলেন " আগের থেকে পর্যটকের চাপ বাড়তেছে। এতে করে আমরা ব্যবসায় লাভবান হতে আশাবাদী"।

23/11/2024

নওয়াপাড়া ট্যুর& ট্রাভেলস এ আপনাকে স্বাগতম
আমাদের ট্যুর প্যাকেজ
: কুয়াকাটা 2দিন
প্যাকেজ এ যা, যা থাকবে।
এসি /নন এসি, হোটেল
আপ ডাউন চেয়ার কোচ বাসের টিকিট
১.লাল কাকড়ার চর,
২ ১১০ ফুট বৌদ্ধ মন্দির,
৩রাখাইন পল্লী,
৪কাওয়ার চর,
৫ঝাওবন,
৬মিঠাপানির কুপ,
৬সূর্য দয়
, ৭সূর্য অস্ত পয়েন্ট,
লেবুর চর
সুন্দরবন উপকুল চর
৫বেলা খাবার
তারিখ:
২৮/১১/২০২৪ সন্ধ্যা যশোর ৭.০০ নওয়াপাড়া৭:৪৫
ফুলতলা ৮.০০ খুলনা ৯.২০ মিনিট
জন প্রতি মাএ:২৮০০ টাকা
১ রুমে ৪ জন
১ রুমে ২জন/৩৫০০ টাকা
বাজেটের মধ্যে সেরা ট্যুর
বিশেষ প্রয়োজন এ 01317-531184 (WhatsApp)
বুকিং মানি ১০০০টাকা
আলোচনা সাপেক্ষে খাবারের ব্যবস্থা করা হবে
নববিবাহিত কাপলদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে❤❤
আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য



22/11/2024

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এতে আনন্দ মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সবশেষ তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীর বহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক রিয়ান আকন।

এর আগে ২১ নভেম্বর রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীররহর মামলা করেন। শাহজাহান ওমরসহ ৯ জনের নামে এ মামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, শাহজাহান ওমরের অনুসারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ইলিয়াস মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবদুস সালাম হাওলাদার, সাবেক বিএনপি নেতা ইউপি সদস্য কবির হোসেন, সাবেক যুবদল নেতা মো. সুমন খলিফা ও এলাহী সিকদার। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে আসামি করা হয়।

২০২৩ সালের ৪ ডিসেম্বর শাহজাহান ওমর নেতৃত্বে কাঁঠালিয়া সদরের কলেজ রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের হামলা ও ভাঙচুরের অভিযোগে এ মামলা হয়।

গ্রেফতারের আগে শাহজাহান ওমর জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এমন খবর জানা নেই।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, সাবেক এমপি শাহজাহন ওমরের বিরুদ্ধে বুধবার রাতে মামলা হয়েছে

22/11/2024

গতকাল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবীতে কুয়াকাটা পৌরসভার সামনে সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

16/11/2024

রাশ মেলা ২০২৪

অভয়নগরে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদকসহ ৩ জনকে বিপুল পরিমাণ ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী  অভয়নগর এলাকার বউবা...
15/11/2024

অভয়নগরে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদকসহ ৩ জনকে বিপুল পরিমাণ ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী

অভয়নগর এলাকার বউবাজার গ্রামে শীর্ষ মাদক ব্যাবসায়ী রুহুল আমিন বিশ্বাস(৪৩) ও সেন্টু আহমেদ (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে। এছাড়াও নওয়াপাড়ার গুয়াখোলায় অবস্থানরত মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামে একজন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
আসামির হলেন বউ বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস(৪৩) একই এলাকার মৃত মোঃ আলী ছেলে সেন্টু আহমেদ (৫২),বুইকারা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮)।সে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক।

অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দেশি অস্ত্র ১৯ টি, চাইনিজ কুড়াল ৩ টি, ইয়াবা ৪১৮ পিস, গাজা ১৫০ গ্রাম, দেশী মদ ১০ লিটার
নগদ সাত হাজার পাঁচশত টাকা,টানা ১৫০ সি সির মোটরসাইকেল।

14/11/2024

আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মের রাশ উৎসব

বিস্তারিত আসছে চোখ রাখুন অভয়া টিভি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে

সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের ৩১ দফা নিয়ে দেশের দশটি সাংগঠনিক বিভাগে কর্মশালা আয়োজন করবে বিএনপি। সাংগঠনিক বিভ...
13/11/2024

সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের ৩১ দফা নিয়ে দেশের দশটি সাংগঠনিক বিভাগে কর্মশালা আয়োজন করবে বিএনপি। সাংগঠনিক বিভাগগুলোতে আলাদা আলাদা তারিখে এই কর্মশালা আনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর ঢাকায়, ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী, ২৫ নভেম্বর খুলনা, ৩০ নভেম্বর সিলেট, ২ ডিসেম্বর ময়মনসিংহ, ৭ ডিসেম্বর রংপুর ও বরিশাল, ২১ ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালার আয়োজন করা হবে।

এই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনআন্তর্জাতিক  13th November, 2024 11:15 pmমালয়েশিয়ায়ার সাবেক অর্থম...
13/11/2024

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন
আন্তর্জাতিক
13th November, 2024 11:15 pm

মালয়েশিয়ায়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ৮৬ বছর বয়সে কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। খবর, রয়টার্সের।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এক শোকবার্তায় তিনি বলেন, আমি এমন একজন বন্ধুকে হারালাম, যে আমার সাথে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিল।

দাইম জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের মন্ত্রিসভায় দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত পাঁচবার জাতীয় নির্বাচনে জয়লাভ করেন জয়নুদ্দিন।

দেশটির অর্থনৈতিক সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মাহাথির মোহাম্মদের অধীনে বিনিয়োগকারী-বান্ধব নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর বেসরকারীকরণের জন্য কৃতিত্ব পেয়েছিলেন জয়নুদ্দিন। তার সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৯ ভাগে পৌঁছেছিল।

উল্লেখ্য, ২০১৮ সালে যখন মাহাথির প্রধানমন্ত্রী হিসেবে ফের ক্ষমতায় আসেন, তখন তিনি সরকারী নীতি এবং রাষ্ট্র-সংশ্লিষ্ট সংস্থাগুলির ব্যবস্থাপনার তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদের প্রধান হিসবে দাইমকে নিযুক্ত করেন

আজ মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকীবাংলা সাহিত্যের অমর দিকপাল ঔপন্যাসিক, নাট্যকার, গদ্যশিল্পী ও মহাকাব্যিক ‘বিষাদস...
13/11/2024

আজ মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী

বাংলা সাহিত্যের অমর দিকপাল ঔপন্যাসিক, নাট্যকার, গদ্যশিল্পী ও মহাকাব্যিক ‘বিষাদসিন্ধুর’ রচয়িতা মীর মশাররফ হোসেনের আজ ১৭৭তম জন্মবার্ষিকী।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীর গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি মুসলমান সাহিত্যিকদের এই পথিকৃৎ। তাঁর বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মহান এই মনীষী মৃত্যুবরণ করলে তাকে রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে সমাহিত করা হয়।

বাংলা মুসলিম সমাজের দীর্ঘ অর্ধ শতাব্দীর জড়তা দূর করে আধুনিক ধারায় এবং রীতিতে সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে। তাঁর লেখা উপন্যাস ‘উদাসী পথিকের মনের কথা’ (১৮৯০), ‘গাজী মিয়ার বস্তানী’, ‘জমিদার দর্পণ’ (১৮৭৩), আত্মকাহিনীমূলক রচনাবলি ‘আমার জীবনী’, ‘বিবি কুলসুম’ (১৯১০), সহ বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, ও ধর্মবিষয়ক ৩৭টি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি রয়েছে।

বাংলা ভাষার অন্যতম এই প্রধান গদ্যশিল্পী মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী ঘিরে বাংলা একাডেমি, প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মীরের সমাধিস্থল বালিয়াকান্দির নবাবপুরের পদমদীতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মীর মশাররফ হোসেনের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধীতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ১১টায় সেমিনার।

সেমিনারে সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মাদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) মোহা. নায়েব আলী, স্বাগত বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান এবং প্রবন্ধকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

এছাড়াও আলোচক হিসেবে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সামাজিক সংগঠনের সভাপতিমণ্ডলী।

Address

Jigatola New Road, 33/A, Moneswar Road
Dhaka
1209

Opening Hours

Monday 06:15 - 23:45

Alerts

Be the first to know and let us send you an email when Abhoya TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category