17/05/2025
খুলনার মহাসমাবেশে অভয়নগর থেকে কয়েক হাজার সমর্থক নিয়ে যোগ দিলেন নওয়াপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি (ক্যাপ্টেন)
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিয়েছেন অভয়নগরের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক।
নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও অভয়নগরের অন্যতম জনপ্রিয় নেতা আসাদুজ্জামান জনি (ক্যাপ্টেন)-এর নেতৃত্বে বিশাল মিছিল আকারে তারা খুলনার সমাবেশস্থলে পৌঁছান।
রাস্তাজুড়ে ছিল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত পরিবেশ। জনির নেতৃত্বে অংশগ্রহণকারী মিছিলটি নওয়াপাড়া,প্রেমবাগ, চেঙ্গুটিয়া, শ্রীধরপুর, শুভরাড়া ও অন্যান্য অঞ্চল থেকে সংগঠিত হয়ে খুলনায় পৌঁছায়।