Media Hunt

Media Hunt Newshunt is a digital media based platform. We spread positivity on the internet. Entertainment Content and Vlog.

13/12/2025
সারজিসকে নিয়ে উচ্ছ্বাস
18/11/2025

সারজিসকে নিয়ে উচ্ছ্বাস

যেভাবে খালি করা হয় ধানমন্ডি ৩২
18/11/2025

যেভাবে খালি করা হয় ধানমন্ডি ৩২

20/09/2025

এআই ও মাল্টিমিডিয়া জার্নালিজম নিয়ে অমৃত মলঙ্গীর কর্মশালা

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের বেস্ট প্র্যাকটিস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ওপর অমৃত মলঙ্গীর কর্মশালায় অংশ নিলেন অর্ধশত পেশাজীবি। কর্মশালা শেষে তারা বলেন, যতটুকু প্রত্যাশা করে এসেছিলেন, তার চেয়ে বেশি শিখেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় একটি হোটেলে কর্মশালাটির আয়োজন করে মিডিয়া ট্রেইনিং ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান। ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং মাইক্রোসফটের লার্নিং পার্টনার নেটকম লার্নিংয়ের এআই ট্রেইনার অমৃত মলঙ্গী ৫ ঘণ্টার বেশি সময় ধরে কর্মশালাটি পরিচালনা করেন।

অমৃত মলঙ্গীর কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন: amritamalangi.com

পাশাপাশি হোয়াটসঅ্যাপেও তার সাথে যোগাযোগ করা যাবে: 01995907538

প্রিয় দর্শক, এতদিন আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে ছিলেন সঙ্গী হয়ে। এবার নিউজ হান্টের পক্ষ থেকে তরুণদের আরও দক্ষ করে গড়ে ত...
31/08/2025

প্রিয় দর্শক, এতদিন আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে ছিলেন সঙ্গী হয়ে। এবার নিউজ হান্টের পক্ষ থেকে তরুণদের আরও দক্ষ করে গড়ে তুলতে আমরা শুরু করেছি একটি নতুন উদ্যোগ: মিডিয়া হান্ট।

মিডিয়া হান্টের তিনটি সার্ভিস:
১.কনসালটেন্সি: ফেসবুক ও ইউটিউবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার-প্রসার বৃদ্ধির জন্য অমৃত মলঙ্গীর এক্সক্লুসিভ পরামর্শ
২.কনটেন্ট সেলিং: যেকোনো প্রতিষ্ঠান মিডিয়া হান্ট থেকে ইউনিক কনটেন্ট কিনতে পারবে
৩.ট্রেনিং: তরুণদের ক্যারিয়ার গঠনে বিশেষ কোর্স, যেমন নিউজ প্রেজেন্টেশন

অমৃত মলঙ্গীর ট্রেনিং এবং কাজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: amritamalangi.com

বাগেরহাটে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার একখুলনা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের চিহ্নিত ...
02/06/2025

বাগেরহাটে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার এক

খুলনা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা মিঠুল (৪২)। শনিবার (৩১ মে) সকাল ১১টার দিকে মুক্ষাইট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্ষাইট এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী ওলি (৪২), আসলাম (৩৮), মিলন (৪০), আলামিন (৩৮), হেলাল (৩৫), জাফরসহ (৪৫) সাত-আটজন সন্ত্রাসী স্থানীয় বাবুরহাট বাজারের পাঁচজন দোকানদারের কাছে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়।

বিষয়টি জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালামের নজরে আসলে তাঁর নির্দেশে গোটাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মিঠুল ও ১ নম্বর ওয়ার্ডের সভাপতি কামালের নেতৃত্বে বিএনপির ১৫ জন নেতাকর্মী দোকানগুলো খুলে দিতে যান। এ সময় চাঁদাবাজরা তাদের বাধা দেয় এবং বিএনপি নেতা মিঠুলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তিনি রক্তাক্ত জখম হন।

চিকিৎসাধীন মিঠুল সাংবাদিকদের বলেন, “জেলা নেতার নির্দেশে আমরা দোকান খুলতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। আমাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।”

বাগেরহাট সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবনাথ তালুকদার রনি জানান, “আহত মিঠুলের নাকের হাড় ধারালো অস্ত্রে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার অথবা মঙ্গলবার অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে।”

এদিকে হামলার ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত আলামিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উল হাছানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আলামিন নামক একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালাম আহত মিঠুলকে দেখতে এসে সাংবাদিকদের বলেন, ‘‘আমি জেনেছি হামলাকারীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমার এলাকায় এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব আমার। অভিযুক্তদের শাস্তির ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।’’

লন্ডন বিএনপির সভাপতি জনাব এম. এ. মালেক পবিত্র হজ পালন করতে মঙ্গলবার (২৭ মে) সকালে সৌদি আরবে যাচ্ছেন। যাওয়ার আগে সচিব ড. ...
26/05/2025

লন্ডন বিএনপির সভাপতি জনাব এম. এ. মালেক পবিত্র হজ পালন করতে মঙ্গলবার (২৭ মে) সকালে সৌদি আরবে যাচ্ছেন। যাওয়ার আগে সচিব ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে সোমবার তার সৌজন্য সাক্ষাৎ হয়।

ফরিদুল ইসলাম এসময় মহান আল্লাহ্‌র কাছে তাঁর সুস্থ, নিরাপদ হজযাত্রা কামনা করেন। আল্লাহ্‌ যেন তাঁর ইবাদত-বন্দেগি কবুল করেন এবং তিনি হজের প্রকৃত তাৎপর্য নিয়ে ফিরে আসতে পারেন-এই প্রার্থনা করেন।

25/05/2025

বাগেরহাটে গাছারুদের প্রশিক্ষণ কর্মশালা

নারকেল গাছ পরিচর্যা, ফল আহরণ এবং গাছ বেয়ে ওঠার সময় দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বাগেরহাটে গাছারুদের জন্য একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩০ জন গাছারু।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, উপসহকারী কৃষি কর্মকর্তা আ. হাই এবং মো. আনিছুর রহমান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সেফটি বেল্টসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি বিতরণ করা হয়, যাতে তারা আরও নিরাপদে এবং দক্ষভাবে নারকেল গাছ থেকে ফল আহরণ করতে পারেন।

প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজকরা জানান, এটি জেলা পর্যায়ে গাছারুদের দক্ষতা উন্নয়নের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। ভবিষ্যতে অন্যান্য উপজেলাতেও এ ধরনের কার্যক্রম চালু থাকবে।

10/05/2025

বাগেরহাটে বিমানবন্দরের দাবি তুললেন ফরিদুল ইসলাম

বাগেরহাট একমাত্র শহর, যেখানে ইউনেস্কো স্বীকৃত দুটি 'বিশ্ব ঐতিহ্য' রয়েছে। অথচ এই শহরে নেই কোনো বিমানবন্দর। অবাক করার বিষয় হলো এখানে বিমানবন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে দেয়াল পর্যন্ত নির্মাণ করা হয়েছিলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানকে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ঐতিহ্যবাহী এই শহরে একটি বিমানবন্দর নির্মাণের দাবি করেন সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

ফরিদুল ইসলামের জন্ম বাগেরহাটের বেশরগাতী গ্রামে। যুগের পর যুগ প্রায় নীরবে-নিভৃতে তিনি বাগেরহাটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ৫ আগস্টের পর তার এই কর্মযজ্ঞ আরও বিস্তার লাভ করেছে।

ব্রেস্ট টিউমারে আক্রান্ত সোনিয়ার পাশে লতিফ মাস্টার ফাউন্ডেশনরুহুল আমিন বাবু, বাগেরহাট: সোনিয়া নামের এক গার্মেন্টস কর্মী ...
20/04/2025

ব্রেস্ট টিউমারে আক্রান্ত সোনিয়ার পাশে লতিফ মাস্টার ফাউন্ডেশন

রুহুল আমিন বাবু, বাগেরহাট: সোনিয়া নামের এক গার্মেন্টস কর্মী টাকার অভাবে ব্রেস্ট টিউমার অপারেশন করতে পারছিলেন না। সম্প্রতি শারীরিক অবস্থা গুরুতর হলে কর্মক্ষেত্র চট্টগ্রাম থেকে বাগেরহাটে নিজের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে অবস্থা আরও খারাপ হলে সেচ্ছাসেবী সংগঠন লতিফ মাস্টার ফাউন্ডেশনে যোগাযোগ করেন। এরপর মাত্র একদিনের মাথায় বাগেরহাট সদর হাসপাতালে বিনামূল্যে তার অপারেশন হয়েছে।

২০ এপ্রিল (রবিবার) দুপুর ১টায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহায়তায় ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারের দিকনির্দেশনায় অস্ত্রোপচারটি পরিচালনা করেন সার্জারি বিশেষজ্ঞ ডা. ফারুকুজ্জামান। এ সময় তাকে সহায়তা করেন ডা. লিটন, ইন্টার্নি চিকিৎসক ডা. সুমা ও রাবেয়া।

চট্টগ্রামের চিকিৎসকেরা সোনিয়াকে জানিয়েছিলেন তার অস্ত্রোপচারে প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এই অর্থ পরিবারটির ছিলো না।

১৯ এপ্রিল (শনিবার) দাদির সঙ্গে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে যান সোনিয়া। সেখানে গাইনি বিশেষজ্ঞ ডা. আফসানা আক্তার সোনিয়াকে দেখে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরীক্ষা-নিরীক্ষার পর রবিবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সোনিয়ার চিকিৎসার খোঁজখবর রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার ও বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু। তারা জানান, ফাউন্ডেশনের অন্যতম প্রধান কার্যক্রম হলো ফ্রি মেডিকেল ক্যাম্প—যেখানে অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে সহায়তা করা হয়।

সোনিয়ার পরিবার, বিশেষ করে তার বাবা ও দাদি লতিফ মাস্টার ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাগেরহাট জেলা হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায় জানান, চট্টগ্রাম থেকে আসা গার্মেন্টস কর্মী সোনিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সব ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয়েছে।

ভর্তি হতে আজই যোগাযোগ করুন
20/04/2025

ভর্তি হতে আজই যোগাযোগ করুন

নাগরিক টিভির কর্মশালায় নিউজ প্রেজেন্টেশন প্রশিক্ষণে উচ্চারণ শেখাবেন প্রথিতযশা ভাষা গবেষক ও উচ্চারণ শিক্ষক জাহীদ রেজা নূর। তিনি ভাষাতত্ত্বে পিএইচডি। কণ্ঠশীলনের সাবেক সাধারণ সম্পাদক এবং ছায়ানটের উচ্চারণ শিক্ষক।
ভর্তি হতে আজই যোগাযোগ করুন। বিস্তারিত কমেন্টে।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Media Hunt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media Hunt:

Share