
02/06/2025
বাগেরহাটে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার এক
খুলনা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা মিঠুল (৪২)। শনিবার (৩১ মে) সকাল ১১টার দিকে মুক্ষাইট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্ষাইট এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী ওলি (৪২), আসলাম (৩৮), মিলন (৪০), আলামিন (৩৮), হেলাল (৩৫), জাফরসহ (৪৫) সাত-আটজন সন্ত্রাসী স্থানীয় বাবুরহাট বাজারের পাঁচজন দোকানদারের কাছে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়।
বিষয়টি জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালামের নজরে আসলে তাঁর নির্দেশে গোটাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মিঠুল ও ১ নম্বর ওয়ার্ডের সভাপতি কামালের নেতৃত্বে বিএনপির ১৫ জন নেতাকর্মী দোকানগুলো খুলে দিতে যান। এ সময় চাঁদাবাজরা তাদের বাধা দেয় এবং বিএনপি নেতা মিঠুলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তিনি রক্তাক্ত জখম হন।
চিকিৎসাধীন মিঠুল সাংবাদিকদের বলেন, “জেলা নেতার নির্দেশে আমরা দোকান খুলতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। আমাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।”
বাগেরহাট সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবনাথ তালুকদার রনি জানান, “আহত মিঠুলের নাকের হাড় ধারালো অস্ত্রে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার অথবা মঙ্গলবার অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে।”
এদিকে হামলার ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত আলামিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উল হাছানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আলামিন নামক একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালাম আহত মিঠুলকে দেখতে এসে সাংবাদিকদের বলেন, ‘‘আমি জেনেছি হামলাকারীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমার এলাকায় এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব আমার। অভিযুক্তদের শাস্তির ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।’’