Asadullah Rakib

Asadullah Rakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asadullah Rakib, Dhaka.
(1)

SALAM Everyone, this is Asadullah Rakib official page - A voice only singing Nasheed Artist bringing you an alternative to music! 'WHATEVER MUSIC CAN DO, SO CAN THE VOICE - MY VOICE IS MY INSTRUMENT ALHAMDULLILAH' Please Follow my page

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানি...
13/06/2025

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:

> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।”

👰‍♀️ “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

😢 “এরপর সে কাঁদবে মাত্র দুইবার:
১️⃣ মা হওয়ার আনন্দে,
২️⃣ তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

🗣️ “জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

🙏 “আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

⚖️ “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

❤️‍🔥 বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

📌 যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে,
শেয়ার করে ছড়িয়ে দিন — হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।

#বিয়ের_উপদেশ #বাবার_কথা #পালকির_সম্মান

পবিত্র জুম'আ মুবারকের শুভেচ্ছা 🕌
13/06/2025

পবিত্র জুম'আ মুবারকের শুভেচ্ছা 🕌

13/06/2025

শতো পেরেশানি ঘুচে যায় জপে যে নাম,
প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
[ﷺ]

29/09/2024

দারুণ একটি উর্দু গজল।
ভালো লাগলে শেয়ার করুন।

Holy Jumma Day 🕌
06/09/2024

Holy Jumma Day 🕌

এই কি তবে অস্তিত্ব?  আহা! জীবন 😢উদ্ধারকারীরা বাচ্চাটির বাবা-মা,পরিবারের সবাই কে মৃত অবস্থায় পেয়েছেন, মারা যাওয়ার আগে কলি...
23/08/2024

এই কি তবে অস্তিত্ব?

আহা! জীবন 😢
উদ্ধারকারীরা বাচ্চাটির বাবা-মা,পরিবারের সবাই কে মৃত অবস্থায় পেয়েছেন, মারা যাওয়ার আগে কলিজার ধনকে এভাবেই নিরাপদ স্থানে রেখে গেছেন।

স্থান: খারাতাইয়া, বুড়িচং থেকে, কুমিল্লা










ভারতের ছেড়ে দেয়া পানিতে আজকের ভয়াবহ বন্যার কিছু বেদনাদায়ক চিত্র।
22/08/2024

ভারতের ছেড়ে দেয়া পানিতে আজকের ভয়াবহ বন্যার কিছু বেদনাদায়ক চিত্র।











কুমিল্লা চৌদ্দগ্রাম বাজারের বতর্মান অবস্থা। বাজারের আশেপাশে বিশেষ করে রাস্তার পূর্ব পাশে সকল গ্রাম প্রায় ডুবে গেছে, ঢাকা...
22/08/2024

কুমিল্লা চৌদ্দগ্রাম বাজারের বতর্মান অবস্থা।

বাজারের আশেপাশে বিশেষ করে রাস্তার পূর্ব পাশে সকল গ্রাম প্রায় ডুবে গেছে, ঢাকা-চট্রগ্রাম হাইওয়েতে গাড়ি চলাচল একদম বন্ধ প্রায় ।











স্মরণ কালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীর মানুষ ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতিমধ্যে ...
22/08/2024

স্মরণ কালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীর মানুষ ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতিমধ্যে সকল গরুর খামার, মুরগির খামার, মাছের প্রজেক্ট সহ অগনিত ফল-ফসল বন্যায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া।‌ জীবন বিপন্ন। আল্লাহ তুমি তাদের রক্ষা করো। 🤲😰😭

Address

Dhaka

Telephone

+8801627945711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asadullah Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asadullah Rakib:

Share