Mojammel Reza Azizi

Mojammel Reza Azizi "আমার যে হৃদয় বুঝে গেছে, আসল প্রশান্তি একমাত্র আল্লাহর স্মরণেই। সে জীবনে আর কিছুই অপুর্ণ থাকেনা"....
Email - [email protected]
WhatsApp - 01774945962

30/11/2025

মানুষ মানুষ কে চায়, কিন্তু পায় না।
মানুষ চাইলেই আল্লাহ কে পায়, কিন্তু চায় না।

29/11/2025

বড় পীরের লকব

29/11/2025

আমার ই মউত নিদান কালে!

28/11/2025

অলিদেরও অলি যিনি গাউসুল আজম জিলানী

28/11/2025
28/11/2025

আজ জুমাবার। বড়ই বরকতের দিন। যদি আমরা বুঝি!

27/11/2025

আল্লাহ্‌র অলিদের মর্যাদা ও আসহাবে কাহাফের চমৎকার আলোচনা

26/11/2025

আজ বুধবার – দোয়া কবুলের বিশেষ সময়!

আমাদের অনেকেই হয়তো জানি না—বুধবার দিন, একটি নির্দিষ্ট সময় রয়েছে, যখন দোয়া কবুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর তা হলো যোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়।

এ প্রসঙ্গে সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত একটি ঘটনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। তিনি বলেন: রসূলুল্লাহ ﷺ ‘আল-ফাতহ’ মসজিদে তিন দিন (সোমবার, মঙ্গলবার ও বুধবার) দুয়া করেছিলেন।
তবে বুধবার, যোহর ও আসরের মধ্যবর্তী সময়ে তাঁর করা দোয়া কবুল হয়। তিনি এতটাই আনন্দিত হন যে, তাঁর চেহারা মোবারকে খুশির উজ্জ্বলতা দেখা যায়।

জাবের (রাঃ) আরও বলেন: এরপর থেকে আমি যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়তাম, আমি বুধবারের এই বিশেষ সময়টিকে দুয়ার জন্য নির্বাচন করতাম।
এবং আমি বুঝতাম যে, আমার দোয়া কবুল হয়েছে।

> হাদীসটি উল্লেখ করেছেন: ইমাম বুখারী (আদাবুল মুফরাদ)। ইমাম আহমাদ। আল-বাযযার। দ্রষ্টব্য: সহীহ আদাবুল মুফরাদ ১/২৪৬, হাদীস: ৭০৪; সহীহ আত-তারগীব ওয়াত-তারহীব: ১১৮৫

প্রিয় ভাই ও বোনেরা, আজ বুধবার। চলুন আমরা এই মহামূল্যবান সময়টিকে হালকাভাবে না নিয়ে, অন্তর থেকে আল্লাহর দরবারে হাত তুলে আমাদের প্রয়োজন, দুঃখ-কষ্ট, দুনিয়া-আখিরাতের কল্যাণের জন্য দুয়া করি। হয়তো আজই আমাদের কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয়ে যেতে পারে, ইন শা আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমীন।🤍🌸

> daily Deen Reminder

25/11/2025

তাওয়াক্কুল নিয়ে চমৎকার আলোচনা

25/11/2025

দুনিয়ায় সামান্য ছোট একটা বাক্য পড়ে হাশরের ময়দানে ১২ হাজার লোক জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর অনুমতি পেতে পারেন

25/11/2025

গায়রত কাকে বলে জানেন?

24/11/2025

Allahu Allahu | আল্লাহু আল্লাহু
মাওলানা মোজাম্মেল রেজা আজিজি

Address

Ramnagar, Raipura, Narshingdi
Dhaka
1630

Alerts

Be the first to know and let us send you an email when Mojammel Reza Azizi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mojammel Reza Azizi:

Share