Mojammel Reza Azizi

Mojammel Reza Azizi "আমার যে হৃদয় বুঝে গেছে, আসল প্রশান্তি একমাত্র আল্লাহর স্মরণেই। সে জীবনে আর কিছুই অপুর্ণ থাকেনা"....
Email - [email protected]
WhatsApp - 01774945962

10/10/2025
09/10/2025

⭕️ নবীজির দিদার কিভাবে পাবেন
মাওলান মোজাম্মেল রেজা আজিজি

07/10/2025

ইলমে হাদিসের জগতে একটি উজ্জ্বল নক্ষত্রের বিদায়।
موت العالم موت العالم একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু।
(إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)
দুনিয়া ছেড়ে চলে গেলেন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ,হাফেজুল হাদিস, ইলমের ভান্ডার,মিসর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.আহমদ উমর হাশেম।
জ্ঞানের জগতে আল্লাহ পাক ওনার বিশাল খিদমত কবুল করুন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।পৃথিবীর ইলম ও নূরের আকাশ থেকে এক উজ্জ্বল তারা আজ হারিয়ে গেল।গভীর শোক ও বেদনার স...
07/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
পৃথিবীর ইলম ও নূরের আকাশ থেকে এক উজ্জ্বল তারা আজ হারিয়ে গেল।
গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি—
বিশ্ববরেণ্য হাদীস বিশারদ, জ্ঞানের সমুদ্র, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর, প্রফেসর ড. আহমদ উমর হাশেম (রহ.) দুনিয়ার পর্দা ভেদ করে আল্লাহর ডাকে অনন্ত জীবনের পথে পাড়ি জমিয়েছেন।

তিনি ছিলেন এমন এক আলেমে দ্বীন, যাঁর মুখে ছিল কুরআনের তিলাওয়াত, হাতে ছিল হাদীসের আলো,আর হৃদয়ে ছিল উম্মাহর প্রতি অফুরন্ত মমতা।

জীবনের প্রতিটি নিঃশ্বাসে তিনি নবীজির (ﷺ) প্রেম ও সুন্নাহর খেদমতে নিজেকে উৎসর্গ করেছিলেন।
যে আল-আযহার মদিনাতুল ইলমের মতো দীপ্ত প্রতিষ্ঠান, তার প্রাঙ্গণে তিনি জ্ঞানের শিখা প্রজ্বলিত করে গেছেন প্রজন্মের পর প্রজন্মে।

আজ তাঁর চলে যাওয়ায় আসমান কাঁদছে ইলমের জন্য,আর যমীন কাঁদছে তাঁর বিনয় ও আল্লাহভীতির স্মৃতিতে।তাঁর কিতাব, বক্তৃতা ও দোয়ার প্রতিধ্বনি রবে কিয়ামত পর্যন্ত জীবন্ত।
যেমন নবীজির (ﷺ) হাদীস তিনি আমাদের হৃদয়ে জীবন্ত করে গেছেন।

আল্লাহ তাআলা তাঁকে তাঁর অসীম রহমতের ছায়ায় স্থান দিন,
তাঁর কবরকে নূরে ভরে দিন,
এবং তাঁর রেখে যাওয়া ইলমকে উম্মাহর জন্য চিরস্থায়ী সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। আমিন

06/10/2025

সাহাবীরা একে অপরের সাথে দেখা হলে যা করতেন

06/10/2025

যে দলটি আরশের ছায়া পাবে

Address

Ramnagar, Raipura, Narshingdi-1630
Dhaka
1630

Alerts

Be the first to know and let us send you an email when Mojammel Reza Azizi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mojammel Reza Azizi:

Share