ঘরনুপুর - Ghornupur

ঘরনুপুর - Ghornupur Hello peoples. This page contains videos of my daily life scenario. Hope you guys support me. Thanks.
(30)

নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে,প্রতিটা মানুষই সুখী। 🌼🌺
09/10/2025

নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে,
প্রতিটা মানুষই সুখী। 🌼🌺

Big thanks to Shahinur Rahman, Najumfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
08/10/2025

Big thanks to Shahinur Rahman, Najum

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

08/10/2025

মাটির চায়ের কাপ গুলোকে একটু রঙ্গিনের ছোঁয়া দিলাম 🌈 পার্ট- ১

এই মাটির চায়ের কাপ দিয়ে দারুন কিছু ক্যান্ডেল মেকিং আইডিয়া মাথায় ঘুর পাক করছে। তবে তার আগে তাদের যে এত কিউট করে সাজাল...
08/10/2025

এই মাটির চায়ের কাপ দিয়ে দারুন কিছু ক্যান্ডেল মেকিং আইডিয়া মাথায় ঘুর পাক করছে। তবে তার আগে তাদের যে এত কিউট করে সাজালাম তার ভিডিও কিছু সময়ের মধ্যেই শেয়ার করব আপনাদের সাথে।
আশা করছি আপনাদের ভালো লাগবে ।🥰
゚viralシ

চার দিকে কেকির এতো এতো ভিডিও, এতো এতো স্টল, প্লাস এতো এতো কথা শুনে আর দেখে মনে হচ্ছে। দুইদিন পর মানুষ এত কেক খেয়ে পরবর্...
06/10/2025

চার দিকে কেকির এতো এতো ভিডিও, এতো এতো স্টল, প্লাস এতো এতো কথা শুনে আর দেখে মনে হচ্ছে। দুইদিন পর মানুষ এত কেক খেয়ে পরবর্তীতে কেক খাওয়ার রুচিটাই হারিয়ে ফেলবে। 🤦🏻‍♀️
যাই হক আমি আর আমার প্রোডাক্ট কিন্তু এখন এভেলেবেল আছি। তাই যারা যারা আমার জিপসাম প্রোডাক্ট আর ক্যান্ডেল নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করুন।
゚viralシ

05/10/2025

Redmi 15 Unboxing...😍 ゚viralシ

As Salamu Alaikum.Ami besh kichu din jabot kono product pic konta Video upload korte parchi na.😥 karon amar je phone diy...
30/09/2025

As Salamu Alaikum.
Ami besh kichu din jabot kono product pic konta Video upload korte parchi na.😥 karon amar je phone diye ami apnader sundor sundor video upohar ditam se phoneta dur vaggo bosoto nosto hoye jay.😢
In Sha Allah kichu diner moddhei ami abr back korbo. Toto din porjonto sobai amar r amader pager sathei thakben.
Jara jara amader candle ba gypsum product nite cacchen tara inbox e knock diben amra order nicchi.
R hea apnader kintu same sundor ekta video share korbo ''In Sha Allah" .

BTW pic for attention only 😁

26/09/2025

তার দেয়া প্রথম গিফট ছিলো এই "Churi"

25/09/2025

Amader page e gypsum product and candle e big offer colche. Tai offer lufe nite joldi order korun.
Order korte amader inbox/ WhatsApp korun 👉01344089629


゚viralシ

Amader ei offer kintu r beshi din thakche na. Tai jar jar pochondo hoy order kore felun. Thank you 😊
24/09/2025

Amader ei offer kintu r beshi din thakche na. Tai jar jar pochondo hoy order kore felun. Thank you 😊

হাতে তৈরি পণ্য কার না ভালো লাগে…!! আর যদি হয় সে সকল পণ্য ঘর সাজানোর জন্য তাহলে তো কথাই নেই ।
এত কম প্রাইজে আমার মতে আপনারা কোথাও পাবেন না। আমাদের প্রতিটি হাতে বানানো পণ্যে প্রাইজ ছবিতে দেয়া আছে। তাই এই সুযোগ কিউ হাত ছাড়া করবেন না।
আমাদের ঘরনুপুর - Ghornupur এর পণ্য ঘর সাজানোর জন্যই।
তাই এই সুযোগটি লুফে নিতে এখনই অর্ডার করতে ইনবক্স করুন 📥 অথবা
হোয়াট অ্যাপ করুন 01990-437134 এই নাম্বারে।

বি: দ্র : আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কালার বা পেন্ট করে নিতে পারবেন।

এই পোস্টটা প্রতিটি হাসব্যান্ডদের চোখে পড়া উচিত।শুরুতেই সরি বলে নিচ্ছি পোস্টটা অনেক বড় হবে তাই । আমার মনে হয় আমার হাসব্...
22/09/2025

এই পোস্টটা প্রতিটি হাসব্যান্ডদের চোখে পড়া উচিত।

শুরুতেই সরি বলে নিচ্ছি পোস্টটা অনেক বড় হবে তাই । আমার মনে হয় আমার হাসব্যান্ডকে নিয়ে যত বলবো ততই কম হবে। আমার চোখে দেখা পুরুষের মধ্যে আমার হাসব্যান্ড সব থেকে বেস্ট।কেনো বললাম জানেন? তাহলে বলছি আমাদের বিয়ে হয় ২৬ আগস্ট ২০২২ এ। বিয়ের আগে আমাদের পরিচয় ৪ মাসের আমাদের লাভ ম্যারেজ।
বিয়ের আগে অ্যারাউন্ড ২/৩ মাস আগে ওর প্রথম জব হয়। কিন্তু বিয়ের আগের কিছু আমি বলতে পারব না তার সম্পর্কে তবে বিয়ের পর থেকে তাঁকে যতটা কাছ থেকে দেখছি ততই মুগ্ধ হয়েছে। এমনও নিরস্বার্থ মানুষ হয় আমি আমার হাসব্যান্ডকে না দেখলে হয়তো জানতাম এই না।
আমাদের বিয়ের এখন ৩ বছর ১ মাস ১ দিন। এই ৩ বছর ১ মাস ১ দিনে আমি এখনও অব্দি দেখিনি যে সে তার নিজের জন্য নিজ ইচ্ছায় কিছু কিনেছে। বাহিরে কেনা কাটার জন্য বের হলে সে সবার জন্য কিছু কিনলেও নিজের জন্য নিজ ইচ্ছায় কিছু নেয় না যতক্ষণ না আমি জোড় করে তাঁকে দিয়ে কিনবো। শুধু যে জামা কাপড়ের বিষয় তাও না কিছু থেকে ইচ্ছে করলেও কিনবে না। এমনকি বিয়ের আগে আমার হাসব্যান্ড ফেস এ ক্রিম দিতো সে সেইটাও এখন দেয় না। কেন কিনতে বা নিতে কে না জানেন?
তার চিন্তায় আর দিয়িত্ববোধে এই চিন্তা আসে যে আমি এই টাকা টুকু নষ্ট না করলে পরবর্তীতে আমার বউ বাচ্চার প্রয়োজনে লাগতে পারে 🥺 বা সংসারের কোন ছোটখাটো প্রয়োজনে বেশি না হলেও কিছু হলেও দিতে পারে।
এমনকি এই যে দিনের পর দিন রাতের পর রাত পার করে অফিস করে একটা দিন ছুটি পান। সেদিনও যদিও যদি তার নজরে পড়ে তার বউটা টায়ার্ড কাজ করে বাচ্চা সামলে যতই তার টায়ার্ড লাগুক যতই তার ঘুম আসুক সে আমাদের বাচ্চাকে নিয়ে বলবে তুমি একটু ঘুমোও রেস্ট করো আমি আছি। আলহামদুলিল্লাহ। শুধু কি সে হাসব্যান্ড হিসেবেই এমন উম…..হুম…

সে একজন সন্তান হিসেবেও বেস্ট। অফস করে এসে যদি দেখে আমাদের বাচ্চার দাদাভাই কোন কারণে অসুস্থ ফিল করছে বা টায়ার্ড তার ক্লান্তি থাকুক আমাদের বাবার মাথা বানিয়ে দেয়া থেকে শুরু করে পুরো শরীর ম্যাসেজ করে দিবে ঐদিকে কিন্তু তারও শরীর হাত পা ব্যথা কিন্তু কাউকে বুজতে দিবে না। এমনকি মায়ের বেলাও সে সেম কোনভাবে যদি সে শুনতে বা বুঝতে পায় আমার শাশুড়ি মায়ের হাতে ব্যথা বা সে কোনো ভাবে ব্যথা পেয়েছেন আমার হাসব্যান্ড আগে যাবেন মায়ের সেবা করতে যতটুকু তার দাড়া সম্ভব হবে করবেন সর্বোচ্চ কমফোর্ট দিবেন আমাদের।
কিন্তু নিজের কমফোর্ট, নিজের জন্য ব্যয় , নিজের বিশ্রামের কথা একবারও ভাববেন না।
আমি ওর আগে আর বাবাকেও দেখেছি এমন নিজের জন্য কিছু নিতেন না সহজে কিন্তু প্রয়োজনে নিতেন। তবে আমার চোখে দেখে আমার হাসব্যান্ডই একজন যে কিনা নিজের কথা মনে নিজের একটা সিঙ্গেল কোনও জিনিসেও সে চিন্তা করেন না।

আলহামদুলিল্লাহ আমি এতোটাই লাকি বলব নিজেকে। কারণ আমার হাসব্যান্ড যতই মেন্টালি বা ফাইনান্সিয়ালি ডিপ্রেস্ট থাকুক না কেন আমার কোন বিষয়ে কোনো কমপ্রোমাইজ করেন না। যে করেই হোক আমাদের বিপদে আপদে সে ঢাল হয়ে আমার পাশে থাকেন। দুনিয়ার যদি সবাই একদিকে থাকেন তো আমার হাসব্যান্ড থাকেন আমার দিকে। পিছুফিরে আমার দেখতেও হয়না কি হচ্ছে। সে জাস্ট বলে সব টেনশন আমার তুমি টেনশন ফ্রি থাকো তোমার মতো করে থাকো।

আমি বলবো না সব হাসব্যান্ডরা নিজের দিকে না তাকিয়ে সবটা তার পরিবারকে দিক। না একদমই না আমার এত কিছু লিখার কারণ হচ্ছে আমি জানি এমন অনেক পরিবার আছেন বা স্ত্রীরা আছেন যে সামান্য একটু হাসব্যান্ড এর কেয়ারটুকুও পায় না। এমন কেয়ারলেস মেন্টালিটির ভাইয়ার যদি আমার হাসব্যান্ড এর এই গুণ গুলো দেখে কিছুটা হলে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন। যদিও বা সুন্দর করে গুছিয়ে লিখিতে পারিনি। গুছিয়ে লিখতে পারলে আরও ভালো করে বুঝতেন।❤️

সত্যি কথা বলতে এতকিছু বলতে চাইনি কারণ নজর জিনিষ্টাকে আমি খুব ভয় পাই। তারপরও বলা কারণ আমার এই পোস্ট কোনও একজন দেখে যদি তার পরিবারকে সময় প্লাস বেশি না হলে একটু হলেও তার ফ্যামিলিকে কমফোর্টটা দেন এইটাই তো অনেক তাই না।

আমার হাসব্যান্ড আমাদের সন্তান আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ।

Address

Shagupta City, Kalshi, Mirpur DOHS
Dhaka
1216

Telephone

+8801909033868

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘরনুপুর - Ghornupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘরনুপুর - Ghornupur:

Share