Wadudur Rahman high school Balia SSC batch 2006

Wadudur Rahman high school Balia SSC batch 2006 Shafik Shahriar

এই তীব্র গরমে এই লোকটা হিট স্ট্রোক করেছেন। সবাই একটু সাবধানে থাকবো। লোকটার মোবাইল আর ৩০ হাজার টাকাও গায়েব।
14/06/2025

এই তীব্র গরমে এই লোকটা হিট স্ট্রোক করেছেন। সবাই একটু সাবধানে থাকবো। লোকটার মোবাইল আর ৩০ হাজার টাকাও গায়েব।

ধামরাইয়ের মানচিত্র
14/06/2025

ধামরাইয়ের মানচিত্র

পুরুষ মানুষ কে যত যত্ন করবেন ততই আপনাকে আকড়ে ধরে রাখবে💚 এটাই পুরুষ মানুষের চরিত্র
16/02/2025

পুরুষ মানুষ কে যত যত্ন করবেন ততই আপনাকে আকড়ে ধরে রাখবে💚 এটাই পুরুষ মানুষের চরিত্র

12/10/2024

টাকা পয়সা, ক্ষমতা, সংসার এগুলো নিয়েই সবার ব্যাস্ততা। সময় বের করে দেখা করার সুযোগ কিংবা ইচ্ছে কোনটিই নেই কারো মধ্যে। যদি দেখা হয়ও কেমন যেন দুরত্ব দুরত্ব লাগে। মন খোলে আগের মত আড্ডা দেওয়া হয় না। যারা ভাল চাকরি করে তারাই কেমন যেন একটা ভাবে চলে। ভুলে যাইস না বন্ধুর সাথে ভাব নিতে হয় না, নিয়েও লাভ নেই। এতে ছোট ছাড়া বড় হওয়া যায় না। আয় আমরা সবার মন ফ্রেশ করে আগের মত হওয়ার চেষ্টা করি। এই টাকা পয়সা কয়দিনের। কিছুদিন পরে এই টাকা পয়সা, ছেলে মেয়ে কেঊ পাশে থাকবেনা। তখন একজন বন্ধুর খুব দরকার হবে। যদি থাকে ভাল আর না থাকলে বুঝবি একাকিত্ব কি জিনিস। ভুল হলে👏

আমার জেনারেশন যে বয়সে ( 35+) এসে পড়েছে এই বয়সে- # ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভাল লাগে না। কাম টু দা আসল পয়েন্ট। # তিন দি...
14/09/2024

আমার জেনারেশন যে বয়সে ( 35+) এসে পড়েছে এই বয়সে-

# ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভাল লাগে না। কাম টু দা আসল পয়েন্ট।
# তিন দিন বন্ধ পাইলে সুন্দরবন- বান্দরবান ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মত ঘুমাইতে ভাল লাগে।
# কারো সাথে তর্ক করার এনার্জি নাই। "জ্বী আপনেই সেরা" বলে তর্কে হার মেনে নিই।
# পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না।
# অন্যের সাফল্য-ব্যর্থতার গাল-গপ্প শুনতে আর ভালো লাগে না।
# এখন কাউকে জাজ করতে ভাল লাগে না।
# "আইজ আছি কাইল নাই" মুড অলওয়েজ এক্টিভেট।
# রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম-বিপ্লব কোন কিছুই এখন আর উত্তেজিত করেনা। প্রায় মনে হয় " যাহাই লাউ তাহাই পটল"।
# ফোনের রিংটোন আর ভাল লাগে না। সাইলেন্ট ভাইব্রেশনে থাকে সারা বছর।
# রোমান্টিক মুভি দেখলে হাসি পায়। ভুতের মুভি দেখে বিরক্ত লাগে।
# পকেটে টাকা থাকলে মন ভালো থাকে।
# সরাসরি গালি দেওয়ার চাইতে মনে মনে গালি দিতে শান্তি লাগে।
# সেল্ফ রেসপেক্ট বাড়তেছে।
# ক্ষমা করার প্রবনতা বাড়তেছে।
# হৈচৈ নাচা-গানা পার্টি ভালো লাগে না। চুপচাপ এক কোনে দাড়ায়া অন্যদের রঙ-তামসা দেখতে ভাল লাগে।
# চুল-দাড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না।
# নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দ অধিক সুখ দেয়।
# আত্মীয়-স্বজন্দের বড় একটা অংশ যাদের ভাল মানুষ জানতাম,তাদের এখন শয়তান মনে হয়।
# নতুন করে পড়াশোনা আর ভাল লাগে না।
# পথে ঘাটে হঠাৎ করে কেউ যখন বলে, আমারে চিনছেন? তখন বিপদে পড়ি। চেহারা চিনা চিনা লাগে, মাগার নাম ইয়াদ আসে না।
# স্কুল-কলেজের বেশির ভাগ বন্ধু বান্ধবের চেহারা মনে আছে, নাম ভুইলা গেছি।
# স্কুল-কলেজ-ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইতো তাদের এখন দেখলে বুঝতে পারি, ঐ বয়সে সবার চোখেই সমইস্যা থাকে। আহামরি কিছু ছিল না।
# বাংলা টয়লেট আর ভালো লাগে না, ইংলিশ টয়লেট ভালো লাগে। কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়.....🌿🌿🌿

আহারে জীবন...😭😭😭

Copied.

এই মিষ্টির নাম কি বলেন দেখি কে পারেন?? আজকে প্রথম দেখেই ভাল লাগলো তাই নিয়ে নিলাম💯💚
13/09/2024

এই মিষ্টির নাম কি বলেন দেখি কে পারেন?? আজকে প্রথম দেখেই ভাল লাগলো তাই নিয়ে নিলাম💯💚

13/09/2024

Address

BALIA, DHAMRAI
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wadudur Rahman high school Balia SSC batch 2006 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share