
30/05/2023
আওয়ামী লীগ সরকার সাধারণত দেশের উন্নয়ন করেছে। কিন্তু এদের মধ্যে কিছু চোর সম্পদ নিজের করতে চায় এরকম কিছু কিছু হয়েছে। এদেরকে অনেক শাস্তি প্রদান করেছে। তবে একটা দেশ চালাতে গেলে নানান দিক বিবেচনা করে চালাতে হয়। তোমার ভাই একটা চোর 5 টা ভালো এখন তোমরা কি চাইলে ই সরাসরি ওকে বের করে দিতে পারো ? অথবা অন্যের হাতে জবাই করতে দিতে পারো? পারো না। তবে নিজেরা চুপিচুপি তাকে নিষেধাজ্ঞা দিয়েছ। নিজেরাই শাস্তি প্রদান করতে চাও কিন্তু অন্যের হাতে তুলে দিতে চাওনা। এই আওয়ামী লীগের অবস্থা এমন ই , স্বাভাবিক হতে ই পারে। আওয়ামীলীগের যদি কাজের দিক বিবেচনা করা হয় তাহলে আমি মনে করি অনেক অনেক কাজ হয়েছে। যেমন হিসাব করে দেখো 5 থেকে 10 টা মেগা প্রজেক্ট কিভাবে কমপ্লিট করল? রূপপুর পারমাণবিক কেন্দ্র, পদ্মা সেতু ,কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এরকম দিয়ে দেখলে অনেক করেছে। বিএনপি যদি থাকতো এরকম হতো ?? সন্দেহ?? কোন দল সাপোর্ট করবে গ্যারান্টি দিতে পারবেন আসলে ভালো হবে? তবে আমেরিকা যা চাইছে এক সরকার যাতে না থাকে। আমাদের সমুদ্র বন্দর যেটাকে তারা দখল করতে চায়। তাদেরকে ঘাটি করতে চায়।এ দেশটা ঘাটি করতে চায়। যেখানে দিতে নারাজ এই সরকার। তাই এই সরকার মানে না আর আমেরিকা । বুঝছো বাঙ্গালি ?