Juti-জ্যোতি

Juti-জ্যোতি GOD is Almighty. He is one. He has no physical.
(2)

Who prefer the obedience of God.
আমার আইডিতে আপনাকে স্বাগতম ,অবশ্যই ফলো দিয়ে যাবেন ,লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এটুকুই তো আশা করতে পারি । অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়া ❤️।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্ষতিকর কথার বিরুদ্ধে আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। তিনি তাদের কাছ থেকে শুনেন যাদের তা...
10/10/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্ষতিকর কথার বিরুদ্ধে আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। তিনি তাদের কাছ থেকে শুনেন যাদের তারা তাঁর সন্তান বলে, তবুও তিনি তাদের সুস্থতা এবং রিযিক দান করেন।"

যে মানুষ গুলো বেশি বলে 'এটা চাই, ওটা চাই, এমন চাই, এরকম না হলে হবে না। দেখবেন ঐ মানুষ কখনো সুখী হয় না, এদের জীবনটাই চলে ...
10/10/2025

যে মানুষ গুলো বেশি বলে 'এটা চাই, ওটা চাই, এমন চাই, এরকম না হলে হবে না। দেখবেন ঐ মানুষ কখনো সুখী হয় না,
এদের জীবনটাই চলে যায় আফসোস করতে করতে।

জীবনে যা-ই করেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবে...
09/10/2025

জীবনে যা-ই করেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবেন না। নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না। কারো জন্য নিজের জীবন বাজি রাখবেন না।
বিশ্বাস করুন! মানুষ এগুলোর মূল্য দিতে পারে না। কেউ আপনাকে বুঝবেও না। আপনি তার জন্য কী কী করছেন এটা সে কোনেদিনও স্বীকার করবে না। উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করছেন, সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্য সবটাই করবেন। কিন্তু, দিনশেষে আপনার অবস্থান হবে আস্তাকুঁড়ে। কেউ আপনাকে ফিরেও দেখবে না। 🖤🙂

এই পৃথিবীতে মৃত্যুর স্বাদ সবাই পায়, কিন্তু জীবনের স্বাদ পায় মাত্র কয়েকজন।
09/10/2025

এই পৃথিবীতে মৃত্যুর স্বাদ সবাই পায়, কিন্তু জীবনের স্বাদ পায় মাত্র কয়েকজন।

পড়ালেখা এমন একটা জিনিস, যেটা আপনার কাছ থেকে কখনো যাবে না৷ আপনি পেশাগত কাজ করেন, পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান৷ আপনি অবশ্যই...
08/10/2025

পড়ালেখা এমন একটা জিনিস, যেটা আপনার কাছ থেকে কখনো যাবে না৷ আপনি পেশাগত কাজ করেন, পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান৷ আপনি অবশ্যই উপকৃত হবেন৷

আমি যেটা নিয়ে কথা বলি, একটা দল এর মধ্যে ভালো খোঁজে, একটা দল এর মধ্যে খারাপ খোঁজে।
08/10/2025

আমি যেটা নিয়ে কথা বলি, একটা দল এর মধ্যে ভালো খোঁজে, একটা দল এর মধ্যে খারাপ খোঁজে।

মানুষ সংক্ষিপ্ত জীবনে যা পায় সেটা কেবল সাময়িক,মানুষ মূলত একা!যার যার অবস্থানে রয়েছে অপ্রকাশিত কিছু শূন্যতা,বলতে না পা...
08/10/2025

মানুষ সংক্ষিপ্ত জীবনে যা পায় সেটা কেবল সাময়িক,মানুষ মূলত একা!
যার যার অবস্থানে রয়েছে অপ্রকাশিত কিছু শূন্যতা,বলতে না পারার মত কিছু দুঃখ।তবুও আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে হয় বলে!
মানিয়ে নিতে নিতে আমরা যখন অভ্যস্ত হয়ে যাই,তখন আর কোন কিছু আমাদেরকে গ্রাস করতে পারে না।
যদি ফুরিয়ে যায় জীবনের আলো
হারিয়ে যাবে সব কিছু,
রেখে আসবে একলা ঘরে
যেখানে রয়েছে ঘোর অন্ধকার সব যেন কালো!

Shout out to my newest followers! Excited to have you onboard! Tomal Hossain, Md Noorul Islam, দীপ্ত গোপ, Md Alamgir, জু...
08/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Tomal Hossain, Md Noorul Islam, দীপ্ত গোপ, Md Alamgir, জুয়েল মিয়া, Jafar Madinah, MD Ibrahim, Md Jusime Khan, Md Mamun, Md Razzaq, Md Khobir Md Khobir, Md Alamin, Abdur Rahim Abdur Rahim, Shakib Alhasan, H MD Adnan, Mohammad Atiqur Rahman, Mahabubur Rahman, Md Amir Hossain, মোহাম্মদ ইকবাল হোসেন নাহিদ, Shahin Khan, Md Ãbïd Khâñ, Asik Khan, Md Sahabuden, MiZanur Rhaman Mizan, إس بي بيكر الإسلام, Md Abu Taher Sr., Alim Hossain, Md Somon, Hanif Sojan Sojan, Kowchar Hamid, Md Rubel Hossen, Md Reaz Vii, Kazi Kazi, As Shakhawat Videshe, প্রেম হিনজীবন আমার ছাত্র, Nuru Jamal, Md Masud Masud, Alom Sorker, Sojolk Hdhdh, Md Hridhoy Khan Babu, Md Jiarul Islam, Md Motalab, Ismail Hossain, Md. Arif, Simya Islam, Bawaji Mamun, Sagar Mohammed Sagar, Mohammad Alamin, আকাশ খান, Raza Islam সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

যে পরাজয় আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, যে বিপদ আপনার সামনে উ ন্মু ক্ত করে দেয় সত্যের পথ, মনে রাখবেন-সেটা কখনোই পরাজয়...
08/10/2025

যে পরাজয় আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, যে বিপদ আপনার সামনে উ ন্মু ক্ত করে দেয় সত্যের পথ, মনে রাখবেন-সেটা কখনোই পরাজয় নয়। পরাজয়ের আবরণে সেটা আল্লাহর দয়া আর রহমত। এমন পরাজয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না।

07/10/2025
সুখ বিলাসের সময় মানুষের অভাব হয় নাহ্, আর দুঃখ বিলাসের সময় ছেলেদের পাশে কেউ থাকে নাহ্.!😥💔🥀
07/10/2025

সুখ বিলাসের সময় মানুষের অভাব হয় নাহ্, আর দুঃখ বিলাসের সময় ছেলেদের পাশে কেউ থাকে নাহ্.!😥💔🥀

দুনিয়ায় মানসিক 'শান্তি'র থেকে বড় কিছু নেই! যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই ন...
07/10/2025

দুনিয়ায় মানসিক 'শান্তি'র থেকে বড় কিছু নেই!
যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই !🖤

Address

Dhaka

Telephone

+8801822322077

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juti-জ্যোতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share