04/11/2024
🔴শুধু গার্মেন্টস নয়, সকল কারখানা গুলোতে আমার দাবী হচ্ছে অন্তত এতটুকু।
১/ কারখানায় অবস্থানকালে যতগুলো ওয়াক্ত পড়বে তার সবগুলো ওয়াক্তেই কমপক্ষে ১৫-২০ মিনিট করে সময় দিতে হবে। (এই সময় কোন প্রকার কাজ চলিবে না, হয় কেউ নামাজ পড়ুক চাই না পড়ুক।)
২/ সাপ্তাহিক বন্ধের দিন, অর্থাৎ শুক্রবার যদি জরুরী শীটম্যানের তাগিদে অফিস খোলা থাকে, তাহলে লাঞ্চ টাইম এক ঘন্টার সাথে নামাজের টাইম আধাঘন্টা দিতে হবে। উল্লেখ্য যে, এই আধা ঘন্টার জন্য কোন প্রকার বাড়তি ডিউটি করানো যাবে না।
৩। রোজার সময় যোহরের ওয়াক্তে আধাঘন্টা নামাজের সময় দিতে হবে। এবং ইফতারের এক ঘন্টা আগে অফিস টোটালি ছুটি দিতে হবে। তবে রোজার মাসে যতগুলো শুক্রবার পড়বে তার একটাতেও কোন তাগিদেই অফিস খোলা থাকিবে না।
বিশেষ দ্রষ্টব্যঃ যেহেতু রোজার মাসে রোজা নিয়ে ডিউটি করতে হয়। অন্যান্য দিনের থেকে এই দিনগুলোতে কষ্টটা বেশী হয়, এবং এই দিনে ওভারটাইম করাও তেমন সম্ভব নয়, সেহেতু এই বিষয়টা সুবিবেচনা করে রোজার ঈদ বোনাস এর সাথে বার্তি বোনাস যোগ করা আবশ্যক বা করতে হবে।
নামাজের ব্যাপারে আপনাদের কাছে এই দাবী কি যৌক্তিক মনে হয়? নাকি কিছু বাদ দিতে বা যুক্ত করলে ভালো হয় বলতে পারেন। ধন্যবাদ🥰🥰🥰🥰