Suchi life Style

Suchi life Style একটু খুশি আর একটু আনন্দ
আর
দুস্টু জামাইর মিস্টি একটা বউ
(16)

23/09/2025

my life @ [357664493836325:49210: fans]

নদীর পারে
23/09/2025

নদীর পারে

22/09/2025

মেলা

10/09/2025

22K GOLD
প্রতি ভরি ১,৮৫,৯৪৭! 😳

থেকে যাওয়ার জন্য একটা কারণ ই যথেষ্ট, আর ছেড়ে গেলে হাজারটা অজুহাত ও কম পড়ে যাবে..!🌸🖤
09/09/2025

থেকে যাওয়ার জন্য একটা কারণ ই যথেষ্ট, আর ছেড়ে গেলে হাজারটা অজুহাত ও কম পড়ে যাবে..!🌸🖤

আমি যদি রাগের মাথায় বলি তোমাকে আমার লাগবে না, তখন মনে করে নিও সেই সময় তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। ✨️🖤🖇
08/09/2025

আমি যদি রাগের মাথায় বলি তোমাকে আমার লাগবে না, তখন মনে করে নিও সেই সময় তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। ✨️🖤🖇

- ৭০ টা মেয়ে Impress করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে ৭০ বছর থাকাটা'ই আসল পুরুষত্ব!💌✨🫶
06/09/2025

- ৭০ টা মেয়ে Impress করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে ৭০ বছর থাকাটা'ই আসল পুরুষত্ব!💌✨🫶

05/09/2025

3D art galley কি সুন্দর দৃশ্য

★•হুমায়ূন আহমেদ বলেছিলেন, “অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ, যার অপেক্ষা যত দীর্ঘ তার ভালোবাসা তত শুদ্ধ, তত গভ...
05/09/2025

★•হুমায়ূন আহমেদ বলেছিলেন, “অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ, যার অপেক্ষা যত দীর্ঘ তার ভালোবাসা তত শুদ্ধ, তত গভীর।”

★•আমি আমার তুমুল প্রেম, আমার তীব্র ভালোবাসা, আমার চাওয়া–পাওয়া, আমার অনুভূতি, আমার আবেগ, আকুতি কতখানি শুদ্ধ তা বিপরীতে থাকা মানুষটাকে বোঝানোর জন্য বহুদিন অপেক্ষা করেছি।

★•আমি ততটাই ভালোবেসেছি, যতটা ভালোবাসা পেলে মানুষ নিজেকে ভাগ্যবান ভাবে, আমি ততটাই প্রেম দিয়েছি যতটা প্রেম পেলে মানুষের কাছে জীবনকে ছোট মনে হয়। আমি ঠিক ততটাই যত্ন করেছি, যতটা যত্ন পেলে আনন্দে মানুষের চোখে জল আসে, আর মানুষ নিজেকে সুখী মানুষদের একজন মনে করে।

★•আমি তাকে পেতে গিয়ে নিজেকে এমনভাবে হারিয়েছি, ইতিপূর্বে এমনভাবে পৃথিবীর আর কেউ নিজেকে হারায়নি। নিজের মূল্য বোঝাতে গিয়ে তার কাছে নিজেকে এত ছোট করেছি যে এখন নিজের দিকে তাকালে ঘৃণায় শরীর শিরশির করে ওঠে।

★•আমি ভেঙেছি প্রতিদিন। আমি ক্ষয়ে গেছি নীরবে, নিভৃতে, প্রতি মুহূর্তে। কিঞ্চিৎ ভালোবাসার লোভে, একটুখানি ভালো থাকার বাসনায় আমি নিজেকে দিনে দিনে এমন দেউলিয়া করে ফেলেছি-যে দিকে হাত বাড়িয়েছি সেদিকেই পেয়েছি বিপুল শূন্যতা।

★•“ও আমায় ভালোবাসে—না কি বাসে না?” এই জটিল ধাঁধার উত্তর খোঁজা আমি একসময় বন্ধ করে দিলাম। শামুকের মতো গুটিয়ে নিলাম নিজেকে, ফিরিয়ে নিলাম সমস্ত প্রার্থনা। আমি যেন হয়ে গেলাম সেই হৃদয়, যে হৃদয়ের কিছুই যায় আসে না। এই যে নিজেকে নিয়ে একা একা ফিরে আসা, এই ফিরে আসাটা এত সহজ ছিল না। কষ্ট হয়েছে, পাড়ি দিতে হয়েছে অসংখ্য কাঁটাভরা পথ।

★•একবার নিজেকে ভালোবাসতে শিখে গেলে আর কারও ভালোবাসা পাওয়ার লোভ হুলুস্থুল যাতনা দেয় না। নিজেকে নিয়ে ভালো থাকব, নিজেকে নিয়ে ভালো থাকা যায়, এই ধারণাটা একবার মাথায় গেঁথে গেলে আর পিছনে তাকাতে হয় না। ঠোঁটের পাশে তৃপ্তির হাসি রেখে বলা যায়, চমৎকার আছি।

★•তবুও—
কোনো কোনো উত্তরী হাওয়া বইতে থাকা হিমশীতল সন্ধ্যায় বুক ভারি হয়ে ওঠে, চোখের পাতা কেঁপে ওঠে কী যেব এক বেদনায়, একটা উত্তরহীন প্রশ্ন হৃদয়ের এফোঁড়–ওফোঁড় ছিদ্র করে চলে যায়, “ও আমায় ভালোবাসল না কেন? আমি কি ভালোবাসার মত মানুষ না? আমাকে বুঝি ভালোবাসা যায় না?...

সংগৃহীত 🥀 অঁনুঁভূঁতিঁরঁ আঁড়াঁলেঁ নিঁস্তঁব্ধঁ মঁনঁ 🥀
👉 #সবাই #স্টিকার #মন্তব্য #এড়িয়ে #চলুন 📌

- প্রিয় জিনিসগুলো সংখ্যায় খুব বেশি লাগে না, একটা হলেই যথেষ্ট! তার একটা text msg, অনেকটা মনের আনন্দ! একটা call একসাথে হাস...
31/08/2025

- প্রিয় জিনিসগুলো সংখ্যায় খুব বেশি লাগে না, একটা হলেই যথেষ্ট! তার একটা text msg, অনেকটা মনের আনন্দ! একটা call একসাথে হাসাহাসি করা!

একটা মানুষ = হাজারটা feelings.🖤
🫰🏻🫰🏻

Address

Dhaka
123456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suchi life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suchi life Style:

Share

Category