Iqbal H.A

Iqbal H.A Pain

make You Stronger

─༅༎ -আলহামদুলিল্লাহ 🤲

বিজনেস ক্লাস Tesla 🫵🫨
11/05/2025

বিজনেস ক্লাস Tesla 🫵🫨

এটা কোন বন্ধু শুভযাত্রা না এটা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ।মেসেজটি হচ্ছে এরকম ‌।এই ছবিটা নিয়ে যাদের খুব মাথা ব্য...
01/04/2025

এটা কোন বন্ধু শুভযাত্রা না এটা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ।
মেসেজটি হচ্ছে এরকম ‌।
এই ছবিটা নিয়ে যাদের খুব মাথা ব্যথা তাদের জন্য ….

এটাই বাঙালীর চরিত্রের জন্য পারফেক্ট গল্প। গল্পটি নাসির উদ্দিন হোজ্জারঃ

একদা হোজ্জা তার ছেলেকে নিয়ে কোথাও চলেছেন, সামনে হাঁটছে তার গাধাটা। পথে লোকজন বলল, কেমন বোকা দেখ, গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে।

সমালোচনা শুনে হোজ্জা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে চললেন। একটুখানি যেতেই তার কানে এলো আরেক পথচারীর মন্তব্য, দেখ কেমন ছেলে, বাপ হেঁটে যাচ্ছে, আর ছেলে গাধার পিঠে চড়েছে।

এবার হোজ্জা ছেলেকে নামিয়ে নিজেই উঠলেন গাধার পিঠে। এরপরও রক্ষা নেই। কানে এলো আরেক পথচারীর বক্রোক্তি, কেমন আক্কেল বাপটার, ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে, আর নিজে আরাম করছে গাধার পিঠে।

লজ্জা পেয়ে ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন হোজ্জা। এবার আরো কড়া মন্তব্য- কেমন নিষ্ঠুর! গাধাটার জন্য একটু মায়া নেই, বাপ-ছেলে দুইজন উঠে বসেছে, অবলা প্রাণীটিকে কষ্ট দিচ্ছে।

অতিষ্ট হয়ে হোজ্জা ছেলেকে নিয়ে নেমে গেলেন গাধার পিঠ থেকে। এবার দুজনে মিলে গাধাটাকেই কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন।

এসব দেখে অতিষ্ঠ হয়ে পরেরদিন হোজ্জা তাঁর গ্রামে গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি গাধার পিঠে স্বাভাবিকভাবে বসেননি; বরং উল্টো হয়ে, মানে গাধার লেজের দিকে মুখ করে বসেছিলেন।

এটা দেখে গ্রামের লোকেরা হোজ্জাকে জিজ্ঞেস করল,

— হোজ্জা, তুমি উল্টো হয়ে বসে আছ কেন?

হোজ্জা মজা করে জবাব দিলেন,

— উল্টো আমি বসিনি, উল্টো তো গাধাই চলছে!

আবার কেউ কেউ বলল,

— তুমি এভাবে বসে আছ কেন? এতে তো তোমার চলতে অসুবিধা হবে!

হোজ্জা উত্তর দিলেন,

— যদি আমি সোজা হয়ে বসি, তাহলে যারা আমার পেছনে থাকবে, তারা ভাববে আমি তাদের দিকে পিঠ ফিরিয়ে বসেছি। কিন্তু আমি এভাবে বসলে, তারা ভাববে আমি তাদের দিকেই মুখ করে বসেছি। এতে তো আর কারও অসুবিধা হওয়ার কথা নয়!

হাতের রেখায় 'M' থাকা মানেই আপনি মিলেনিয়ার? – রহস্যের খোঁজে!আমরা সবাই হাতের রেখা দেখে ভবিষ্যৎ জানতে আগ্রহী, তাই না? বিশেষ...
18/03/2025

হাতের রেখায় 'M' থাকা মানেই আপনি মিলেনিয়ার? – রহস্যের খোঁজে!

আমরা সবাই হাতের রেখা দেখে ভবিষ্যৎ জানতে আগ্রহী, তাই না? বিশেষ করে যদি হাতের রেখায় স্পষ্টভাবে ‘M’ দেখা যায়, তাহলে অনেকেই বলে থাকেন—এটি বিশেষ প্রতিভার, সৌভাগ্যের কিংবা মিলিয়নিয়ার হওয়ার লক্ষণ!

আচ্ছা, সত্যিই কি এই ‘M’ চিহ্ন থাকা মানে আপনি ধনী হয়ে যাবেন?

রহস্যের পেছনের ব্যাখ্যা

হাতে যে রেখাগুলো এই ‘M’ তৈরি করে, তা আসলে হৃদয়রেখা, মস্তিষ্করেখা, জীবনরেখা এবং ভাগ্যের রেখা। এই রেখাগুলোর সংযোগে যদি 'M' তৈরি হয়, তখন অনেকেই বিশ্বাস করেন—
✔ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি বুদ্ধিমান
✔ আপনার অন্তর্দৃষ্টি (ইনটুইশন) অন্যদের চেয়ে শক্তিশালী
✔ আপনি ভালো নেতা বা উদ্যোক্তা হতে পারেন
✔ আপনার আর্থিক সাফল্যের সম্ভাবনা বেশি

বাস্তবতা কী বলে?

হাতের রেখা আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় না, কিন্তু আপনার ব্যক্তিত্ব ও স্বভাব সম্পর্কে ধারণা দিতে পারে। আসলেই যদি আপনি কঠোর পরিশ্রমী হন, বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারেন এবং সুযোগের সদ্ব্যবহার করেন—তাহলে মিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা বাড়ে।

তাহলে উপসংহার কী?

যাদের হাতে ‘M’ আছে, তারা জন্মগতভাবে সৌভাগ্যবান নন, বরং তাদের মধ্যে লুকিয়ে থাকে প্রবল আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর এই গুণগুলো থাকলে যে কেউ মিলিয়নিয়ার হতে পারে!

তাহলে আপনি কি সেই ‘M’ থাকা মানুষদের একজন? তাহলে সময় নষ্ট না করে কাজে লেগে পড়ুন, কারণ সাফল্য অপেক্ষা করছে আপনার জন্য!

রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়ি ফেরার আর্তনাদ!
14/03/2025

রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়ি ফেরার আর্তনাদ!

Village environment
14/03/2025

Village environment

12/03/2025

Raihan is fishing.

12/03/2025

update machinery print machine

12/03/2025

"ফোন আরেকটু টিপেন, সকালে ঘুম থেকে উঠার দরকারই হবে না!"

🌙 রমজান মোবারক!আলহামদুলিল্লাহ, রহমতের মাস আমাদের মাঝে ফিরে এসেছে। রমজান হলো আত্মশুদ্ধি, ইবাদত ও দোয়ার মাস। আসুন, এই পবিত...
01/03/2025

🌙 রমজান মোবারক!

আলহামদুলিল্লাহ, রহমতের মাস আমাদের মাঝে ফিরে এসেছে। রমজান হলো আত্মশুদ্ধি, ইবাদত ও দোয়ার মাস। আসুন, এই পবিত্র মাসে বেশি বেশি ইবাদত করি, সংযম পালন করি এবং গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই।

আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন। আমিন!

#রমজান_মোবারক

Good morning
28/02/2025

Good morning

Address

Dhaka
Dhaka
1216

Telephone

+8801920336171

Website

https://www.youtube.com/@IqbalH.A

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal H.A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqbal H.A:

Share