BatMan RiderZ

BatMan RiderZ at Moto City BD
Content Creator at BikeBD
& President at Uttara Bike RiderZ-(UBRZ)

 #মর্মান্তিক_সড়ক_দূর্ঘটনাখুলনা থেকে স্ত্রী-সন্তান নিয়ে  বান্দরবানের উদ্দেশ্য আসা দম্পতির হঠাৎ পটিয়া দক্ষিণ হুলাইন নয়...
03/11/2025

#মর্মান্তিক_সড়ক_দূর্ঘটনা
খুলনা থেকে স্ত্রী-সন্তান নিয়ে বান্দরবানের উদ্দেশ্য আসা দম্পতির
হঠাৎ পটিয়া দক্ষিণ হুলাইন নয়হাটে কক্সবাজার থেকে আসা লন্ডন এক্সপ্রেস সাথে ধাক্কা লেগে স্ত্রী স্পষ্ট ডে*ড হয়েছে।আহ-ত বাবা ছেলে বেঁচে য়ায়। শোকের মাতম হাওয়ায় উড়ছে কাঁদছে সাধারণ মানুষ। বাচ্চা ছেলেটি জানেনা তার মা এই পূথিবীর মায়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন-আমীন।
দম্পতির বাড়ি( #মাগুরা_জেলার_মোহাম্মদ_থানার_মহেশপুর)

কেউ বাইকটি চিনে থাকলে- তার পরিবার কে জানান অতি দ্রুত (তার অবস্থা বেশ গুরুতর)- হাতির ঝিলে মধুবাগ জোনে - MyTV office এর বা...
28/10/2025

কেউ বাইকটি চিনে থাকলে- তার পরিবার কে জানান অতি দ্রুত (তার অবস্থা বেশ গুরুতর)
- হাতির ঝিলে মধুবাগ জোনে - MyTV office এর বাইকটি মারাত্মক ভাবে দু*র্ঘট*নায় পতিত হয়!
- তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে!
পরিবারের কারও সাথে যোগাযোগ করা যায়নি!
- ছেলেটি ঢাকা কাঁটাবন এরিয়াতে থাকে!
- নাম জুনায়েদ (সম্ভবত)
এই বাইক এবং তার বন্ধুর বাইক Yamaha R15 হাতিরঝিল থানায় রয়েছে!

23/10/2025

পৃথিবীর ৭০ ভাগ পানি আর ৩০ ভাগ অটোরিক্সা !!!

যেখানে পথ শেষ, পাহাড়ের সৌন্দর্য সেখান থেকেই শুরু!
23/10/2025

যেখানে পথ শেষ, পাহাড়ের সৌন্দর্য সেখান থেকেই শুরু!

23/10/2025

তিন পুরুষ বসে খাওয়া যাবে এমন ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর যখন জানতে পারি, আমি চতুর্থ পুরুষ।🙂

Pookie is coming! 🤤🫦
22/10/2025

Pookie is coming! 🤤🫦

প্রবাসীর লাশ...💔একজন কে বলছিলাম,ভাই লাশগুলো  পুড়ে যাবে,উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"কি...
18/10/2025

প্রবাসীর লাশ...💔

একজন কে বলছিলাম,ভাই লাশগুলো পুড়ে যাবে,
উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"

কিন্তু বিশ্বাস করেন,হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নিথর দেহ আমাকে অস্থির করে তুলছিল। বাক্সবন্দি যে লাশের অপেক্ষায় তার এতিম বাচ্চা,বিধবা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লাশ তারা শেষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না।
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না। এর চেয়ে বিষাদের বেদনা আর কি হতে পারে.?
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি।চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি।তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার।হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার রক্তাক্ত কফিন আমার চোখে ভেসে উঠে।

17/10/2025

বড়লোক আর বড় আত্মার মানুষ কিন্তু এক নয়।

বন্ধ হয়ে গেলো fusionbd সাইড 🥲 Fusionbd.com - আমার পুরো কৈশোরকে রঙিন করে রাখা একমাত্র ওয়েবসাইট।এই একটা ওয়েবসাইট যতবার সা...
14/10/2025

বন্ধ হয়ে গেলো fusionbd সাইড 🥲

Fusionbd.com - আমার পুরো কৈশোরকে রঙিন করে রাখা একমাত্র ওয়েবসাইট।

এই একটা ওয়েবসাইট যতবার সার্চ করছি, জীবনে ততোবার বই খুলি নাই আমি।

একুশ শতকের পোলাপান হয়তো এই ওয়েবসাইটের নামও শুনে নাই। ওরা এটা বিশ্বাসও করবে না যে, আমাদের কাছে এই Fusionbd.com একটা আবেগের নাম।

আমাদের কত আবেগ, কত স্মৃতি জড়িয়ে আছে এই একটা ওয়েবসাইটের সাথে তা কেবল আমরাই জানি।

এই ওয়েবসাইটের কথা মনে আছে আপনাদের?

জীবন একটা ক্যামেরা, ফোকাস ঠিক রাখলে সব ছবি সুন্দর আসে!
12/10/2025

জীবন একটা ক্যামেরা, ফোকাস ঠিক রাখলে সব ছবি সুন্দর আসে!

09/10/2025

উরি উরি বাবা, উরি উরি বাবা 💦

07/10/2025

Bujhsi comeback ar hobe na. Agargaon jeye cake bechte hobe!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BatMan RiderZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BatMan RiderZ:

Share