19/03/2023
এফিলিয়েট মার্কেটিং কি (what is Affiliate marketing) ?
Affiliate marketing এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট , অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট বা অনলাইনে কিনতে পাওয়া যায় এমন যেকোনো জিনিস, নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে পণ্যের লিংক দেওয়ার মাধ্যমে প্রচার করতে পারি। এবং আমাদের প্রদত্ত লিংক এর সাহায্যে যদি কোনো ক্রেতা তা ক্রয় করে তবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদের আয়ের উপায় হয়ে দাড়ায়
কিভাবে এফিলিয়েট প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায়( how can we join affiliate program)?
affiliates program এ সংযুক্ত হওয়ার জন্য আমরা যেই কোম্পানি বা অনলাইন স্টোর বা মার্কেট এর প্রোডাক্ট কে প্রচার করবো সেই কোম্পানির অফিসিয়াল সাইট এ গিয়ে সেই সাইটের নিচে গিয়ে join affiliate program এ ক্লিক করে নিজের প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করবো এবং একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে নিজের কাজ শুরু করতে পারবো
affiliate marketing এর জন্য কি কি দক্ষতা প্রয়োজন??
১। সঠিক এফিলিয়েট প্রোডাক্ট নির্বাচন করা
২। প্রোডাক্ট অনুযায়ী সঠিক নিশ গঠন করা
৩। এফিলিয়েট ওয়েবসাইটের জন্য যথাযথ ডোমেইন নির্বাচন করা
৪। প্রয়োজনীয় থিম এবং প্লাগিন সেট করা
৫। নিশ অনুযায়ী যথাযথ এবং ভালো মানের কনটেন্ট লিখা
৬। এনালিটিক্স সেট করা যাতে ওয়েবসাইটের সঠিক ডাটা পাওয়া যায়
কি কি প্রোডাক্ট এর উপর affiliate marketing করা যেতে পারে??
১/মোবাইল বা স্মার্টফোন
২/ডোমেইন এবং হোস্টিং
৩/বই (books).
৪/ওয়ার্ডপ্রেস থিম (WordPress theme).
৫/ল্যাপটপ (laptop)
৬/কাপড় জামা (cloths)
৭/কোর্স (course)
৮/রেফার (refer)
জনপ্রিয় সাইটঃ
১/দারাজ (daraz),
২/বিডি শপ (bd shop),
৩/টেন মিনিট স্কুল (10 minute school)
৪/অ্যামাজন (amazon)
৫/Go daddy (domain & hosting)
৬/Ebay
এছাড়াও আমরা আমাদের অজান্তেই বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং করে থাকি যেমন কোনো অ্যাপ রেফার বা কোর্স রেফার করার মাধ্যমে