Abdul kader Anik

Abdul kader Anik I'm Learning digital marketing right now. if you want to learn about freelancing basic contact us....

এফিলিয়েট মার্কেটিং কি (what is Affiliate marketing) ?Affiliate marketing এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো ...
19/03/2023

এফিলিয়েট মার্কেটিং কি (what is Affiliate marketing) ?

Affiliate marketing এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট , অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট বা অনলাইনে কিনতে পাওয়া যায় এমন যেকোনো জিনিস, নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে পণ্যের লিংক দেওয়ার মাধ্যমে প্রচার করতে পারি। এবং আমাদের প্রদত্ত লিংক এর সাহায্যে যদি কোনো ক্রেতা তা ক্রয় করে তবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদের আয়ের উপায় হয়ে দাড়ায়

কিভাবে এফিলিয়েট প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায়( how can we join affiliate program)?

affiliates program এ সংযুক্ত হওয়ার জন্য আমরা যেই কোম্পানি বা অনলাইন স্টোর বা মার্কেট এর প্রোডাক্ট কে প্রচার করবো সেই কোম্পানির অফিসিয়াল সাইট এ গিয়ে সেই সাইটের নিচে গিয়ে join affiliate program এ ক্লিক করে নিজের প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করবো এবং একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে নিজের কাজ শুরু করতে পারবো

affiliate marketing এর জন্য কি কি দক্ষতা প্রয়োজন??

১। সঠিক এফিলিয়েট প্রোডাক্ট নির্বাচন করা

২। প্রোডাক্ট অনুযায়ী সঠিক নিশ গঠন করা

৩। এফিলিয়েট ওয়েবসাইটের জন্য যথাযথ ডোমেইন নির্বাচন করা

৪। প্রয়োজনীয় থিম এবং প্লাগিন সেট করা

৫। নিশ অনুযায়ী যথাযথ এবং ভালো মানের কনটেন্ট লিখা

৬। এনালিটিক্স সেট করা যাতে ওয়েবসাইটের সঠিক ডাটা পাওয়া যায়

কি কি প্রোডাক্ট এর উপর affiliate marketing করা যেতে পারে??

১/মোবাইল বা স্মার্টফোন
২/ডোমেইন এবং হোস্টিং
৩/বই (books).
৪/ওয়ার্ডপ্রেস থিম (WordPress theme).
৫/ল্যাপটপ (laptop)
৬/কাপড় জামা (cloths)
৭/কোর্স (course)
৮/রেফার (refer)

জনপ্রিয় সাইটঃ
১/দারাজ (daraz),
২/বিডি শপ (bd shop),
৩/টেন মিনিট স্কুল (10 minute school)
৪/অ্যামাজন (amazon)
৫/Go daddy (domain & hosting)
৬/Ebay

এছাড়াও আমরা আমাদের অজান্তেই বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং করে থাকি যেমন কোনো অ্যাপ রেফার বা কোর্স রেফার করার মাধ্যমে

বাংলাদেশের বাড়তি জনসংখায় বেকারত্ব এবং এর সমাধান !!আস-সালামু আলাইকুম | বর্তমান সময়ে আমরা একটা উন্নয়নশীল দেশের নাগরিক ।আমা...
08/01/2023

বাংলাদেশের বাড়তি জনসংখায় বেকারত্ব এবং এর সমাধান !!

আস-সালামু আলাইকুম | বর্তমান সময়ে আমরা একটা উন্নয়নশীল দেশের নাগরিক ।
আমাদের এই দেশটি অসংখ্য অসুবিধা নিয়ে এগিয়ে চলছে । এই সমস্যা সমাধানে যেমন বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে আসছে ঠিক তেমনি সরকারি প্রতিষ্ঠান ও এগিয়ে আসছে । কিন্তু এত টুকুই কি যথেষ্ট ???
অবশ্যই যথেষ্ট নয় আমাদের কেও এগিয়ে আস্তে হবে ।
বর্তমান সময়ে জনসংখ্যা একটি গুরুত্বপূর্ন অসুবিধা,এর ফলে যেমন নতুন ভুমিষ্ঠ শিশুর প্রয়োজন মেটাতে হিম সিম খেতে হচ্ছে ঠিক তেমন সেই শিশুটি বড় হলে তার প্রয়োজন হয় নিজস্ব পরিচয়। নিজস্ব পরিচয় গঠনে চাকড়ির গুরুত্ব অপরিসীম। কিন্তু আমাদের ভুমির তুলনায় জনসংখ্যা এত বেশি তাদের জন্যে নির্দিষ্ট কর্মসংস্থান এর অভাব । যার ফলে বেড়ে চলেছে বেকারত্বের হার নিচে প্রদত্ত গ্রাফ টিতে খেয়াল করলে দেখা যাবে যে জনসংখ্যা যেমন বৃদ্ধি হচ্ছে একই হারে বেড়ে চলেছে বেকারত্বের হার ।
এক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রন ই শুধু যথেষ্ট নয় বড়ং সকলের জন্য গড়ে তুলতে হবে চাকড়ির বাজার , যেন আমাদের সমাজের যুবক কিংবা প্রাপ্ত বয়স্ক মানুষ বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে পারে। কিন্তু শুরু তেই জানালাম ভুমির অভাবে কর্মসংস্থান প্রতিষ্ঠা সম্ভব নয় । এই ক্ষেত্রে এই বেকারত্বের হার কমাতে এক নতুন দ্বার খুলে দিয়েছে ফ্রিলেন্সিং।

প্রশ্নঃ ফ্রিলেন্সিং কি??

উত্তরঃফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

প্রশ্নঃ ফ্রিলেন্সিং করতে কি কি যোগ্যতা প্রয়োজন?

উত্তরঃ ফ্রিল্যান্সিং করার জন্য আপনার আ্যাকডেমিক যোগ্যতার কোন প্রয়োজন নেই যা প্রয়োজন সেটা হচ্ছে কোন বিশেষ কাজে দক্ষতা
যেমনঃ ১/ ডিজিটাল মার্কেটিং
২/ গ্রাফিক্স ডিজাইনিং
৩/ কন্টেন্ট রাইটিং
৪/ ডাটা এন্ট্রি
৫/ ভিডিও এডিটিং
৬/ প্রোগ্রামিং এন্ড টেক
৭/ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট
৮/ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি

প্রশ্নঃ কোথায় করতে পারবো ??

উত্তরঃ Fiverr,Toptal,Jooble,Freelancer.com,Upwork,Flexjobs,SimplyHired,Guru ,LinkedIn,Behance,99design,Dribbble,People Per Hour,ServiceScape,DesignHill,TaskRabbit ইত্যাদি। এগুলো গুগলের কিছু জনপ্রিয় ওয়েভসাইট ফ্রিল্যান্সিং করার জন্য

ফ্রিল্যান্সিং করার মাধ্যমে দেশের বেকারত্বের হার যেমন কমানো সম্ভব ঠিক তেমনি যুবকদের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা হয় এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে ফলে দেশের অর্থনৈতিক ভাবে উন্নত হবে। তাই আমাদের উচিত কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করা। এবং অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাওয়া এবং কঠোর পরিশ্রম করা । ইন শা আল্লাহ্‌ সফলতা আসবেই

Address

Koshai Bazar, Uttara
Dhaka
1230

Telephone

+8801880807633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul kader Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul kader Anik:

Share