17/03/2024
রাতের বেলা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিলাম তখন খালাতো বোনটা হঠাৎ আমাকে বললো,,,,,,
--- ভাইয়া আমাকে প্রপোজ করো,,।
আমি তাকে জিজ্ঞেস করলাম কিসের প্রপোজ,,? জবাবে সে বললো,,,,
--- আজকে আমার বান্ধবী বলেছে যাকে ভালোবাসতে হয় তাকে নাকি প্রপোজ করতে হয়,,।আমার বান্ধবীকেও তার ভালোবাসার মানুষ প্রপোজ করেছে আজ,,।এখন তুমি আমাকে প্রপোজ করো কারন তুমি সেদিন বলেছিলে আমাকে ভালোবাসো,,।এই নাও গোলাপ এটা দিয়ে এখন আমাকে প্রপোজ করবা,,,।
আমি একবার আব্বু আর একবার আম্মুর চেহারার দিকে তাকাচ্ছি,,।শরমের কারনে কিছু বলতেও পারছি না,,,।আব্বু বললো প্রপোজ করতে তাই কোনো উপায় না পেয়ে প্রপোজ করলাম,,।তারপর কোনো মতে কেটে পরলাম তাদের সামনে থেকে,,,।
আসলে খালাতো বোনটা ছোট বেলা থেকেই আমাদের সাথে থাকে,,।ওর বয়স বেড়েছে ঠিকই কিন্তু বয়সের তুলনায় মেধা বিকাশ ঘটেনি,,। একদম বাচ্চাদের মতো,,,।সেদিন ওকে বোন হিসেবে বলেছিলাম ভালোবাসি কিন্তু আজকে ও আমাকে এভাবে সবার সামনে বাশ দিবে চিন্তা করিনি,,,।
তার পরের দিন বাসায় আব্বু আম্মুর সাথে বসে টিভি দেখছিলাম তখন জান্নাত এসে বললো,,,,,,,,,
--- ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আজকে তাকে বউ বলে ডেকেছে,,।এখন থেকে তুমিও আমাকে বউ বলেই ডাকবা,,,।
ওর কথা শুনে কাশি উঠে গেলো,,।আব্বু আম্মু দুইজনই জোরে হেসে দিলো,,।তখন জান্নাত আমাকে বললো,,,,,,
--- ভাইয়া একবার বউ বলে ডাকো তো,,,।
আমি অসহায়ের মতো আব্বু আম্মুর দিকে তাকালাম,,।এভাবে তাদের সামনে বাশটা না দিলেও পারতো,,।বাশ যখন খেয়েই গেছি তাই জান্নাতকে শান্তনা দেয়ার জন্য বললাম,,,,,
--- ও গো বউ আমার তুমি কেমন আছো গো,,,?
আব্বু আম্মু মনে হচ্ছে এখন হাসতে হাসতে নিচে গড়াগড়ি খাবে,,।তাদের হাসি দেখে মেজাজটাই খারাপ হয়ে গেলো তাই রাগ করে বাসা থেকেই বের হয়ে গেলাম,,,।
দুই দিন ধরে আব্বু আম্মুর সাথে আর খাবার খেতে বসি না কারন কখন আবার জান্নাত এসে উল্টা পাল্টা বাশ দেয়া শুরু করে দেয় তার ঠিক নেই,,।আজকে ভার্সিটি শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম তখন আমার আদরের ডাইনি খালাতো বোনটা আসলো,,।আমি যেই ভার্সিটিতে পড়ি ও সেই ভার্সিটির কলেজেই পড়ে,,।সবার সামনে এসে আমাকে সবচেয়ে সুন্দর বাশটাই দিয়ে বললো,,,,,
--- ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আজকে ওকে ঘুরতে নিয়ে গেছে,,ফুসকা আইসক্রিম খাইয়েছে,,,।তুমি তো আমার ভালোবাসার মানুষ,,।এখন তুমি
আমাকে নিয়ে ঘুরতে যাবা,,ফুসক