17/08/2025
--------“জীবন এক অদ্ভুত যাত্রা—কখনো রোদ, কখনো ঝড়। স্বপ্নের পথে যত বাধাই আসুক না কেন, থেমে গেলে হবে না। প্রতিটি পতন আসলে নতুন করে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ। আজকের কষ্টই আগামীকালের শক্তি গড়ে তোলে। তাই জীবনকে ভালোবাসো, হাসি মুখে লড়াই করো, কারণ প্রতিটি মুহূর্তই একদিন গল্প হয়ে থাকবে।”💌
জীবন কারো জন্যই মসৃণ নয়। এখানে সফলতার সিঁড়ি তৈরি হয় চেষ্টা, ব্যর্থতা আর ধৈর্যের ইট দিয়ে।
কষ্টের দিনগুলোকে ঘৃণা নয়, বরং শিক্ষক হিসেবে গ্রহণ করো। কারণ যেদিন তুমি পেছনে তাকাবে, বুঝতে পারবে—কঠিন সময়ই তোমাকে সবচেয়ে বেশি শক্ত করেছে।” 🤩