
30/06/2025
গতকালের পো-স্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই এগিয়ে এসেছেন।
সহকর্মী জানালেন, তিনি মহিলাটিকে বাচ্চাসহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থলে গিয়ে কথা বলেছেন। NID ও টিকা কার্ড দেখে নিশ্চিত হয়েছেন, তিনিই বাচ্চার মা।
তিনি যে এক রুমের ঘরে থাকেন তার ২০০০ টাকা মাসিক ভাড়া, এবং বর্তমানে ৩০০০ টাকা বাকি পড়ে গেছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরেই রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে, বাড়ির মালিক ৩০০০ টাকা মওকুফ করে দিয়েছেন। এছাড়াও, তিনি যে বাসায় কাজ করেন, তারা প্রতিদিন ৩ বেলা খাবারের ব্যবস্থা করেছেন।
মহিলার স্বামীর সাথে বাচ্চার ৬ মাস বয়সের পর থেকে কোনো যোগাযোগ নেই, এবং তার আরেকটি ছেলে এ-তি-মখানায় থেকে মাদ্রাসায় পড়ে।
আলহামদুলিল্লাহ, তিনি এখন নিরাপদে আছেন ❤️
©