Miss You

Miss You - ''হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"🌸
- অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!'❤

গতকালের পো-স্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই এগিয়ে এসেছেন।সহকর্মী জানালেন, তিনি মহিলাটিকে বাচ্চাসহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থল...
30/06/2025

গতকালের পো-স্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই এগিয়ে এসেছেন।
সহকর্মী জানালেন, তিনি মহিলাটিকে বাচ্চাসহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থলে গিয়ে কথা বলেছেন। NID ও টিকা কার্ড দেখে নিশ্চিত হয়েছেন, তিনিই বাচ্চার মা।

তিনি যে এক রুমের ঘরে থাকেন তার ২০০০ টাকা মাসিক ভাড়া, এবং বর্তমানে ৩০০০ টাকা বাকি পড়ে গেছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরেই রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে, বাড়ির মালিক ৩০০০ টাকা মওকুফ করে দিয়েছেন। এছাড়াও, তিনি যে বাসায় কাজ করেন, তারা প্রতিদিন ৩ বেলা খাবারের ব্যবস্থা করেছেন।

মহিলার স্বামীর সাথে বাচ্চার ৬ মাস বয়সের পর থেকে কোনো যোগাযোগ নেই, এবং তার আরেকটি ছেলে এ-তি-মখানায় থেকে মাদ্রাসায় পড়ে।

আলহামদুলিল্লাহ, তিনি এখন নিরাপদে আছেন ❤️

©

ছবির মেয়েটিকে অনেকেই চিনে থাকবেন। মেয়েটি ১৯৯৩ সালে এক স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বক্তৃতা দেওয়া রেবেকা শফি।রেবেকা ...
12/05/2025

ছবির মেয়েটিকে অনেকেই চিনে থাকবেন।
মেয়েটি ১৯৯৩ সালে এক স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বক্তৃতা দেওয়া রেবেকা শফি।
রেবেকা শফির বাবা ঢাবির অধ্যাপক আহমেদ শফি এবং মা অধ্যাপিকা সুলতানা শফি। তিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স নিয়ে পোস্ট ডকটরাল রিসার্চ করছেন।
রেবেকা শফির দাদা আবদুস সালাম ছিলেন ডেইলি অবজারভারের সম্পাদক এবং তার বড় বোন ফারিয়াল শফি পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষার্থী।
বর্তমানে রেবেকা শফি জেনেটিকসের একজন রিসার্চ ফেলো। এনডিমিয়া নামে এক কন্যাসন্তানের মা তিনি। নিউরোসায়েন্সের ইন্টারসেকশন নিয়ে তিনি কাজ করছেন হার্ভার্ড মেডিকেল স্কুলে।❤️
©️

কি নাম রে বা বাহ!😒
06/05/2025

কি নাম রে বা বাহ!😒

09/04/2025

জীবনে একটু আগায় গেলেই দেখি সামনে আরেকটা পরীক্ষা🙂

06/04/2025

রা/গ করে ৩ দিন কথা বন্ধ ছিল। এরপর শুনলাম তার নতুন রিলেশনের ১ মাস পূর্ণ হলো! 🙂

06/04/2025

তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং সেই দুর্বল, নিপীড়িত পুরুষ, না*রী ও শি*শুদের (মুক্তির) জন্য যু*দ্ধ করো না?

—সুরা আন নিসা: ৭৫

Gavi 🫰🌻
05/04/2025

Gavi 🫰🌻

05/04/2025

আমরা মাঝে মাঝে মানুষ গুলোর থেকেও স্মৃতি গুলোকে বেশি ভালোবেসে ফেলি!'🖤

05/04/2025

নিজের কার্টুন বানানো ছবি পোস্ট করে নাই এমন একজন মানুষকে দেখান।

05/04/2025

আরেকটু গরম পড়লেই উট নিয়ে বেরিয়ে পড়বো!🙂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Miss You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category