17/10/2025
এক সাপ্লাইয়ারের কাছ থেকে সুতা আনি। সে প্রায়ই খারাপ সুতা, ময়লা সুতা ধরিয়ে দেয়। এত এত সুতার মধ্যে ২/৩ টা পঁচা সুতা ধরিয়ে দিবেই। জিজ্ঞেস করলে এই সেই কথা বলে কাঁটিয়ে দেয়। গতকাল সুতা আনলাম। একই অবস্থা। বিশেষ করে সাদা সুতা গুলো পুরা ময়লা, সুতার কোয়ালিটি ও খারাপ। এবার সব রিটার্ন করে দিব। আসলে মন নরম করে বিজনেস করা যায় না। ক্ষতির সম্মুখীন হতে হয়। ..
এদিকে আপুরা একটু সমস্যা হলেই আমাদের কত কথা শোনায়। পার্সেল রিটার্ন করে দেয়।
আর এই সব সাপ্লাইয়ার রা বসে বসে আমাদের বাঁশ দেয় 😵💫😵💫...
অনেকদিন বিজনেস অফ। পুরাতন আপুদের অর্ডার গুলো নিচ্ছি। আবার শুরু করব। মন টা ই খারাপ হয়ে গেল।
বিজনেস তো ২/১ দিনের জন্য না। তাহলে এত লোক ঠকানোর কি দরকার। ..
এই সব সাপ্লাইয়ার দের কারণে আমরা বিজনেস করতে গিয়ে কি যে সমস্যায় পড়ি। আমাদের তো দোষ থাকে না। এর উপরে লাখ লাখ টাকা ইনভেস্ট করে রাখি 😭😭😭..
ছবির সুতাগুলো ভালো সুতা। একজন আপুর অর্ডার সবগুলো।