Ruby Urmy Creativity

Ruby Urmy Creativity কুশিকাটার কাজের জন্য যাবতীয় জিনিস ও কুশিকাটার তৈরী বিভিন্ন ডিজাইনের পন্য আমাদের পেইজে সাশ্রয়ি মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ গত কিছুদিনের অর্ডার। এই মাসটা খুব ব্যস্ত যাচ্ছে পার্সোনাল কারণে। যার কারণে কম এক্টিভ থাকছি।
20/09/2025

আলহামদুলিল্লাহ গত কিছুদিনের অর্ডার।
এই মাসটা খুব ব্যস্ত যাচ্ছে পার্সোনাল কারণে। যার কারণে কম এক্টিভ থাকছি।

কুশিকাটার বিগিনার কম্বোযার যেটা লাগবে নিয়ে নিন।
10/09/2025

কুশিকাটার বিগিনার কম্বো
যার যেটা লাগবে নিয়ে নিন।

সুতার রাজ্য ❤️💚🧡💙🩵💜🤎💛🩷
08/09/2025

সুতার রাজ্য ❤️💚🧡💙🩵💜🤎💛🩷

08/09/2025

শেড লাচ্ছি সুতা

স্বপ্ন দেখতে কি দোষ আছে? আমি স্বপ্ন দেখি। অনেক বড় বড় স্বপ্ন।বাস্তবে তা কখনো হবে না জানি....
07/09/2025

স্বপ্ন দেখতে কি দোষ আছে?
আমি স্বপ্ন দেখি। অনেক বড় বড় স্বপ্ন।
বাস্তবে তা কখনো হবে না জানি....

07/09/2025

ঝুনঝুন ঝুনঝুন
মাল্টিকালার বাজনা

06/09/2025

৯ পিসের হুকসেট এসেছে।

অরিজিনাল চায়না মিল্ক কটন। এগুলো খুব সফ্ট হয়। হুক সাইজ 3.5/4
05/09/2025

অরিজিনাল চায়না মিল্ক কটন।
এগুলো খুব সফ্ট হয়।
হুক সাইজ 3.5/4

এখন থেকে প্রতি শুক্রবার পেইজের, প্রোফাইল এর কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার একটু পরিবারকে সময় দিব ভাবছি। ☺️☺️
05/09/2025

এখন থেকে প্রতি শুক্রবার পেইজের, প্রোফাইল এর কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার একটু পরিবারকে সময় দিব ভাবছি।
☺️☺️

04/09/2025

প্রতি বৃহস্পতিবার রাতে চলে গোছানোর পালা। সব ঠিক ঠাক করা। এভাবেই চলে আমার সময়....

কিছু মানুষ। এদেরকে পার্সেল দেয়ার আগেই বুঝতে পারি খুত ধরার লোক। তাও পাঠাই। এরপর ১০০ খুত ধরে।আমার সামার ইয়ার্ন সুতা প্রশ...
04/09/2025

কিছু মানুষ। এদেরকে পার্সেল দেয়ার আগেই বুঝতে পারি খুত ধরার লোক। তাও পাঠাই। এরপর ১০০ খুত ধরে।
আমার সামার ইয়ার্ন সুতা প্রশংসা কত জন যে করলো। এখনো নক করে। আর এরা বলে অন্যের সুতা ভালো আমার সুতা খারাপ। মেনে নিলাম।
জুতার সোলের মাপ দিয়েছে এখন নাকি সেটা বড়। জুতার সোল বড় হলে এটা আমার কি দোষ? মাপ দিবে যা তাই তো পাঠাব।
আরো কত কি? ভাইরে ভাই।
বলেছি পাঠিয়ে দেন। বলে পাঠিয়ে দিব টাকাটা? আমি কি উনার কাছ থেকে আগে টাকা নিয়ে জিনিস দিয়েছি? আজব পাবলিক যত্তসব।
সুতা কি শুধু চকচক করলে ভালো? সুতার কোয়ালিটি দেখবেন না?

এক আপুর চিকন মালাইকর্ড সুতা লাগবে।মোটামুটি আপু ২ কেজির উপরে সুতা নিবে। এর মধ্যে চিকন কালো মালাইকর্ড ৭০০ গ্রাম লাগবে। আমা...
04/09/2025

এক আপুর চিকন মালাইকর্ড সুতা লাগবে।
মোটামুটি আপু ২ কেজির উপরে সুতা নিবে। এর মধ্যে চিকন কালো মালাইকর্ড ৭০০ গ্রাম লাগবে। আমার কাছে আছে ৫০০ গ্রাম।
আপু বললো একটু কালেক্ট করে দিন। আমি বিকালে দোকানে গেলাম। দোকান মোটামুটি দূরে। গাড়ি ভাড়া ৫০ টাকার বেশি। এরপর দোকানে সুতা দেখলাম। 😱 ১০০ গ্রাম ৭০ টাকা। ফেরত চলে আসলাম। কারণ এই দামে সুতা কিনে আনি সেল দিব আরো কমে। এর মধ্যে গাড়ি ভাড়া... তো আছেই।...
আপুরা অনেকেই বলেন দাম বেশি দোকানে কম, এখানে কম, ওখানে কম। অথচ আমি দাম বেশিই পাই। এর মধ্যে সুতা থাকে ৯৫ থেকে ৯৮ গ্রামের মত। আর দোকানের সুতা বল একবার ছুটতে পারলে 🤣 আর এটাকে ঠিক করা যায় না। গেলেও কষ্ট হয় অনেক।..
অনলাইন এ কিছু জন আছে যারা কমে দেয় ২ দিন পরে তাদের আর পাওয়া যায় না। পেলেও সার্ভিস ভালো দিবে না।..
আমি তুলনামূলক চেষ্টা করি কমেই দিতে। সব সুতা ই।
তবুও আপুরা বলেন এত দাম এত দাম। 😭

Adres

Liège

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Ruby Urmy Creativity nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact

Stuur een bericht naar Ruby Urmy Creativity:

Delen