
15/10/2022
প্রশ্নঃ ফাইবারে ফেসবুপ পেজ তৈরী কাজগুলো করতে বায়ারের ফেসবুক প্রয়োজন হলে কিভাবে নেব?
উত্তরঃ ফাইভারে বায়ারের ফেসবুক একাউন্ট, ই-মেইল, ফোন নম্বর বা অন্য কোন যাবতীয় তথ্যের দরকার হলে সরাসরি Order Page এ গিয়ে চাইবেন। তাহলে কোন সমস্যা হবেনা।
অনেকে আবার মেসেজে এসব Personal Information সমূহ .txt বা .doc আকারে পাঠায় তবে এতে ঝুকি থাকে। অনেক সময় ফাইভার এসব File অপেন করে দেখতে পারে, যা ফলে একাউন্ট ব্যান হবার সম্ভাবনা থাকে। তবে Order Page থেকে নিলে সমস্যা হয় না।