Dream Decor

Dream Decor Creating Home Decor & Lifestyle Content. Unboxing a piece of my life….DIY 🪩Home Decor 🏠Art 🎨Cooking👩‍🍳Content Creator.. DM for any kind of PR Or collabs

লক্ষ্যে না পোঁছানো পর্যন্ত পরিকল্পনা গোপন রাখবেন। কারন বদ'ন জ র সত্য।
30/10/2025

লক্ষ্যে না পোঁছানো পর্যন্ত পরিকল্পনা গোপন রাখবেন। কারন বদ'ন জ র সত্য।

আমার ছোট্ট ছিমছাম ঘর, আপনারা এই সাদামাটা ঘরটাকে এত ভালোবাসেন, এটা আমাকে খুব মুগ্ধ করে….♥️এই ঘরের প্রতিটি কোণ আমি  যত্ন ক...
30/10/2025

আমার ছোট্ট ছিমছাম ঘর, আপনারা এই সাদামাটা ঘরটাকে এত ভালোবাসেন, এটা আমাকে খুব মুগ্ধ করে….♥️
এই ঘরের প্রতিটি কোণ আমি যত্ন করে সাজিয়েছি ।
সরকারি বাসাগুলো পরিপাটি করে গোছানো এত সহজ কাজ ছিলো না,
যারা কোয়াটারে থাকেন তাঁরা বুঝতে পারবেন ।
কিন্তু সেই কঠিন কাজটাকেই আমি সহজ করে নিয়েছি………🔆

যদিও আহামরি কিছু না, কিন্তু আমার কাছে আমার শান্তির জায়গা 😌
Keep me in your prayers…..❤️

30/10/2025

সম্মানিত পুরুষ সবার সাথে লড়াই করে নিজের নারীর জন্য এবং দুর্বল পুরুষ তার নারীর সাথে লড়াই করে সবার জন্য🥺

30/10/2025

কিচেন ডেকোরেশন এর জন‍্য এই ওয়ালবোর্ড গুলো খুবই ইউনিক লাগে০। aesthetic wall Decor items from: Dream Town Fashion.

কাজের একটা জিনিস নিয়েছি অনেকদিন পর॥ তরকারি ধোয়া এবং সংরক্ষণ করা হবে আরও সহজ। -১ টা জিনিসের একাধিক ব‍্যব্যবহার
29/10/2025

কাজের একটা জিনিস নিয়েছি অনেকদিন পর॥ তরকারি ধোয়া এবং সংরক্ষণ করা হবে আরও সহজ। -১ টা জিনিসের একাধিক ব‍্যব্যবহার

Beautiful Morning………..🌅 My easy busy days
29/10/2025

Beautiful Morning………..🌅 My easy busy days

28/10/2025

আমি ভাবতেছি যারা ২ লাখ ১৬ হাজার টাকা দিয়ে গোল্ড কিনছে তাদের মনের অবস্থা কি..

আজ গোল্ড ১ লাখ ৯৩ হাজার 🙃

কথার আঘাত মানুষের রূহ অবধি পৌঁছায়,এমন কথা কাউকে বলা উচিত না, যে কথায় সে কস্ট পায় ॥🙂দুইদিনের দুনিয়ায় আমরা অতিথি মাত্র...
28/10/2025

কথার আঘাত মানুষের রূহ অবধি পৌঁছায়,
এমন কথা কাউকে বলা উচিত না, যে কথায় সে কস্ট পায় ॥🙂

দুইদিনের দুনিয়ায় আমরা অতিথি মাত্র ।

টিউলিপ তো অনেক রকম দেখেছেন , এবার এই প্রিমিয়াম টা দেখুন।🌷High quality tulips with vase…..এই কম্বো টায় অফার চলতে চলতে জল...
28/10/2025

টিউলিপ তো অনেক রকম দেখেছেন , এবার এই প্রিমিয়াম টা দেখুন।🌷

High quality tulips with vase…..

এই কম্বো টায় অফার চলতে চলতে জলদি নিয়ে ফেলুন 𝗡𝗔𝗞𝗦𝗛𝗘𝗘 :: নকশী থেকে।

আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি।আমার এই যে ছবিগুলো দেখছেন , এইখানের সবগুলো প্রোডাক্ট Green House.Bd এর।আমি অনেক ...
27/10/2025

আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি।
আমার এই যে ছবিগুলো দেখছেন , এইখানের সবগুলো প্রোডাক্ট Green House.Bd এর।
আমি অনেক লম্বা সময় ধরে ওনাদের সাথে কাজ করে আসছি ।

এই ছবিগুলো দিয়ে অন‍্য পেইজে প্রোডাক্ট সেল করার জন‍্য বিজ্ঞাপন দেখে ভুল জিনিস কিনে প্রতারিত হবেন না॥
আমার মেনশন করা পেজ থেকে জিনিস কেনার চেস্টা করবেন।

একটা মানুষ কতগুলো টাকার জিনিস পাঠাচ্ছেন , তাদের কস্টের উপার্জিত ।

আর অন‍্য পেইজ, যারা কিনা অরেক জনের পেজ থেকে প্রমোশন এর ছবি চুরি করে নিয়ে নিজেদের পেইজে আপলোড দিচ্ছে, নিজেদের সেল বাড়াচ্ছে। কতটা জগন‍্য চিন্তা করা যায় ।

গতকাল দেখলাম বেশ বড় একটা পেজ আমার এই ছবিগুলো নিজেদের পেজ এ কি সুন্দর বিজ্ঞাপন দিচ্ছে, অথচ এইগুলো একটাও ওনাদের থেকে নেওয়া না।
কমেন্ট করলাম , শুধু ওই পোস্টের ছবি ডিলিট করেছে বাদ বাকি আরও এখনও আছে । আজকে দেখলাম আমার কমেন্ট ও ডিলিট 🙂
দেখাবেন অন‍্যজনের প্রোডাক্টের ছবি , কাস্টমার পাবে অন‍্য জিনিস🙂

কিচেনের যাবতীয় সুন্দর জিনিস…….👌🔆পেয়ে যাবেন Dream Town Fashion তে
27/10/2025

কিচেনের যাবতীয় সুন্দর জিনিস…….👌🔆
পেয়ে যাবেন Dream Town Fashion তে

আমার Pinterest inspired ড্রয়িং রুমের এমন একটা জুট কার্পেট দরকার ছিলো………🔆♥️ Ethnic & Elegant এর কার্পেট মানেই অসাধারণ সুন...
26/10/2025

আমার Pinterest inspired ড্রয়িং রুমের এমন একটা জুট কার্পেট দরকার ছিলো………🔆♥️ Ethnic & Elegant এর কার্পেট মানেই অসাধারণ সুন্দর 🌿

কি যে সুন্দর মানিয়েছে, এখন মনে হচ্ছে আমার মিনিমল ড্রয়িং রুম ডেকোর পূর্নতা পেলো………॥

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Decor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Decor:

Share