
07/06/2025
_প্রবাসীর ঈদ....
পরিবার ছাড়া ঈদের সকাল..
ঘুম ভাঙে ফোনের অ্যালার্মে, না মায়ের ডাক নয় আজ।
ঈদের সকালটা যেন কেমন ফাঁকা লাগে এখানে।
না আছে বাবার সেই তড়িঘড়ি করে গোসল সেরে নতুন পাঞ্জাবি পরা,
না আছে মায়ের হাতে বানানো সেমাইয়ের সেই স্নিগ্ধ গন্ধ।
ঘরের কোণে কোণে কেবল নিঃসঙ্গতা,
আর ক্যালেন্ডারে লাল বৃত্তে বন্দী একখানা দিন-ঈদ।
ফোনে ভিডিও কলে মা হাসে ঠিকই,
কিন্তু চোখের কোণ ভিজে থাকে, আমিও লুকিয়ে ফেলি নিজেরটা।
ভাই-বোনেরা নতুন জামা পরে ছবিতে হাসে, আর আমি আমার পর্দার এপাশে শুধু দেখেই যাই।
বন্ধুরা দল বেঁধে কোলাকুলি করে,
আর আমি কেবল মনে মনে কোলাকুলি করি আমার দেশের আকাশকে।
যে ঈদে একসময় উঠোন কাঁপত হাসিতে,
আজ সেই ঈদ নিঃশব্দে পেরিয়ে যায় চার দেওয়ালের মাঝে।
তবু-প্রতিবারই মনে হয়,
এই কষ্টটাই তো প্রবাসের ঈদ,
এই না-পাওয়াটাই ভালোবাসার প্রমাণ।
একদিন এই সব অভাবই হয়তো গড়বে আমার সবচেয়ে প্রিয় স্মৃতির অ্যালবাম,
যেখানে ঈদ মানেই হবে ফিরে যাবার অপেক্ষা,
আর সেই প্রতীক্ষায় বেঁচে থাকা-একটা নতুন আশার নাম।
#সংগৃহীত