14/09/2025
জীবনে কিছু জিনিস মেনে চলা নিজের,দেশ ও দশের জন্য ভীষণ উপকারী ও গুরুত্বপূর্ণ।
১. শিশুকাল থেকেই দায়িত্ববোধের চর্চা থাকা। বড় হওয়ার সাথে সাথে পড়ালেখার পাশাপাশি অল্প হোক যতটা পারা যায় দায়িত্ব নিতে শেখা। ক্যারিয়ারের পাশাপাশি একইভাবে যতটা সম্ভব দায়িত্ব নেওয়া। ক্যারিয়ারের পাশাপাশি অবশ্যই আরো কঠিন এ কাজটা, তবে অল্প অল্প করে গুছিয়ে নিলে সবকিছু না হলেও অনেক কিছু পারা অবশ্যই সম্ভব।
সবকিছু কেউই কখনো পারে না, এটা অসম্ভব।
২. চরম শত্রু হলেও আত্নীয় ও প্রতিবেশীর অসুস্থতায় দায়িত্বের সাথে মানবিকতা বজায় রেখে যতটা সম্ভব পাশে থাকা। হোক কোনো তথ্য দিয়ে, হোক ঐ মুর্হূতে পাশে অবস্থান করে, হোক ইর্মাজেন্সি
লোকবল বাড়িয়ে, হয়তোবা কিছুটা আর্থিক ঋণের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি।
আপনি/আমি জীবনে যাই হই না কেন, আপনার/আমার যত গুণাবলিই থাকুক না কেন, আপনি/আমি যে অবস্থান বা আসনের অধিকারীই হই না কেন! সবকিছুর খোলস থেকে বেরিয়ে এসে একদম সাদাসিধে একটা মানুষ হয়ে যান তখন, আর পাশের বা আত্নীয় হওয়া ওই অসুস্থ মানুষটার পাশে দাঁড়ান। এটাই ওইটুকু সময়ে আপনার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে মানবীয় পরিচয়। সবসময় আপনিই শুধু করবেন তা নয়, আবার একাই সব করতে হবে এমনটাও নয়, যতটা পারছেন ততটা করুন। আপনি/আমি সবাই যখন অল্প করেও এভাবে পাশে থাকবো, তখন অল্প নয়, অল্প অল্প করে ওই অসুস্থ মানুষটার অনেকটাই হবে ইনশাআল্লাহ্। আর জীবনের একদম শেষে এটুকুই শুধু থাকবে আমাদের। আর কিছুই আমরা নিয়ে যেতে পারব না চিরতরে আমাদের সাথে।
অনেক কিছুর ভীড়ে, জীবনের ব্যস্ততায় এভাবেই ছোট ছোট করে বড় বড় কাজের পাশে থাকার পদক্ষেপগুলোই একদিন আমাদের প্রাপ্তিকেও আকাশচুম্বী করে তুলবে ইনশাআল্লাহ্।
আজ থেকেই শুরু করি, চলুন না! 😊😊