Attin's All

Attin's All আসসালামু আলাইকুম, ☺️☺
This is all about Attin's time.stay connected with my page following the page.

Good evening to all.. ☺️☺️এটা কি snack??  কে কে বলতে পারো? হাত তোলো...
26/10/2025

Good evening to all.. ☺️☺️

এটা কি snack?? কে কে বলতে পারো? হাত তোলো...

সহনশীলতার চর্চা করাই কঠিন, অসহনশীল হতে গুণের প্রয়োজন হয় না।  ঠিক তেমনি নেতিবাচক চিন্তা করতে কোনো নলেজের প্রয়োজন নেই কিন্...
21/10/2025

সহনশীলতার চর্চা করাই কঠিন, অসহনশীল হতে গুণের প্রয়োজন হয় না।
ঠিক তেমনি নেতিবাচক চিন্তা করতে কোনো নলেজের প্রয়োজন নেই কিন্তু অথেনটিক্যালি ইতিবাচক হতে অনেক গুণাবলির প্রয়োজন পড়ে।

জীবনে একটা বড় প্রাপ্তির সাথে সাথেই আরেকটা বড় জিনিস কম/বেশি মাইনাস হয়ে থাকে।জীবনে প্রাপ্তির খাতায় সব বড় বড় বিষয় যুক্ত করত...
18/10/2025

জীবনে একটা বড় প্রাপ্তির সাথে সাথেই আরেকটা বড় জিনিস কম/বেশি মাইনাস হয়ে থাকে।
জীবনে প্রাপ্তির খাতায় সব বড় বড় বিষয় যুক্ত করতে চাই না তাই। বড় প্রাপ্তি যেমন প্রয়োজন, তেমন অনেক কিছুতে বড় প্রাপ্তি প্রয়োজন নেই। কিছু থাকুক, আবার কিছু না থাকুক! জীবন পুরোটাই একটা প্লাস মাইনাসের কম্বিনেশনে ছুটে চলা বক্ররেখা। ভুল-ভ্রান্তিও তার ই অংশ, তবে তার পরিচ্ছেদ যতটা কম রাখা যায়!

অংকের হিসেবটা যথাযথ হওয়াই সুন্দর...

চিরাচরিত পথে সাফল্য আসার সংজ্ঞা থেকে বেরিয়ে আসা ভীষণ জরুরী। চিরাচরিত পথ কখনো কখনো মানুষের স্বীয় সত্তায় সাফল্য অর্জনের পথ...
17/10/2025

চিরাচরিত পথে সাফল্য আসার সংজ্ঞা থেকে বেরিয়ে আসা ভীষণ জরুরী। চিরাচরিত পথ কখনো কখনো মানুষের স্বীয় সত্তায় সাফল্য অর্জনের পথে পুরোপুরি ব্যর্থতার কারণ হতে পারে।
সাফল্যের সংজ্ঞায় কখনো এক পথ ধ্রুবক নয়, ধ্রুবক হতে পারে শুধু নির্দিষ্ট কিছু নীতি..

©️Fateha Balad Attin

আপনি যথাযথ মেধাবী হয়েও ভুল মানুষদের সান্নিধ্যে ভীষণ অবমূল্যায়নের স্বীকার হতে পারেন.. কারণ তারা আপনার মেধা অবধি পৌঁছার ক্...
17/10/2025

আপনি যথাযথ মেধাবী হয়েও ভুল মানুষদের সান্নিধ্যে ভীষণ অবমূল্যায়নের স্বীকার হতে পারেন.. কারণ তারা আপনার মেধা অবধি পৌঁছার ক্ষমতা রাখে না।

New different recipe is coming soon...😊😊Good afternoon to all ☺️☺️
16/10/2025

New different recipe is coming soon...😊😊

Good afternoon to all ☺️☺️

08/10/2025

কেকের হাট থেকে একদিন ঘুরে আসা যাক।

কি বলেন???

"আপনি আচরি ধর্ম শিখাও অপরে"কোনো উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। উপদেশ দেওয়া আর উপদেশ পালন করা এক কথা নয়...
08/10/2025

"আপনি আচরি ধর্ম শিখাও অপরে"

কোনো উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। উপদেশ দেওয়া আর উপদেশ পালন করা এক কথা নয়। উপদেশ দেওয়া যত সহজ, উপদেশ পালন তত সহজ নয়। কারণ উপদেশদাতাকে আগে উপদেশটি পালন করে দৃষ্টান্ত স্থাপন করতে হয়।

প্রতিনিয়তই আমরা নিজ পরিবার থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ, বন্ধু-বান্ধব একে অন্যকে নানা বিষয়ে উপদেশ দিই। যে উপদেশ দেওয়া হলো কিংবা যে নীতির কথা বলা হলো সেই গুণাবলি নিজের মধ্যে রয়েছে কি না তা আমরা খুব কমই বিবেচনা করি।

একটি শিশুকে মিষ্টি না খাওয়ার উপদেশ দেওয়ার জন্য ১৫ দিন চেষ্টা করে তিনি মিষ্টি খাওয়া ত্যাগ করেছিলেন-এ কথা কে না জানে। বস্তুত, যা উপদেশ দিতে চায় কেউ, নিজের জীবনে সেই গুণাবলি অর্জন করতে পারলেই অন্যকে উপদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করা যায়।

আমাদেরও উচিত অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে সে বিষয়ে যোগ্য করে তোলা।

নিজের মনে বা মাথায় নেগেটিভ কিছু আসা মাত্রই কাউকে ধুপধাপ করে কিছু বলতে যাওয়াটা খুব বোকামোর পরিচয়.. কারণ এভাবে হঠাৎ করে মা...
08/10/2025

নিজের মনে বা মাথায় নেগেটিভ কিছু আসা মাত্রই কাউকে ধুপধাপ করে কিছু বলতে যাওয়াটা খুব বোকামোর পরিচয়.. কারণ এভাবে হঠাৎ করে মাথায় আসা অধিকাংশ নেগেটিভ চিন্তাই ভুল হয়ে থাকে, যা আপনি সময় নিয়ে ভেবে বললে হয়তো বুঝতে পারতেন এবং তখন আর এটা বলতেন ই না আরেকজনকে।

তাই অনেক কিছু ভেবে,যৌক্তিকতা বুঝে,চিন্তা করে কথা বলার চর্চা থাকা উচিত সবসময় সবার।

এই জিনিসগুলোর প্রয়োগ থাকলে অনেক অপ্রয়োজনীয় নেগেটিভ কথার বিচরণ কমে যাওয়ার কথা সমাজ বা একজন মানুষের জীবন থেকে।

এগুলো কি পিঠা?  কে কে চেনো হাত তোলো দেখি.. 😁😁 কার কার এই পিঠা পছন্দ তাও জানিয়ো কিন্তু। Mamma's making.. 😍😍
03/10/2025

এগুলো কি পিঠা? কে কে চেনো হাত তোলো দেখি.. 😁😁
কার কার এই পিঠা পছন্দ তাও জানিয়ো কিন্তু।

Mamma's making.. 😍😍

Mamma's cooking.. 😋😋😋 অনেকদিন পর আম্মুর হাতের পায়েস রান্না। 🥰
01/10/2025

Mamma's cooking.. 😋😋😋

অনেকদিন পর আম্মুর হাতের পায়েস রান্না। 🥰

29/09/2025

প্রতিযোগিতা করে সেবার সঠিকতা আসে না...

সেবার উদ্দেশ্য হতে হয় পারমার্থিক, পবিত্র।
তবেই তাতে শান্তি নিহিত থাকে এবং
এগুলো মূলত আমাদের পারলৌকিক অর্জন।

©️Fateha Balad Attin

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Attin's All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category