Ishat Karim 0.3

Ishat Karim 0.3 Digital Content creator

08/05/2025

Samurai convert

03/05/2025

“জীবনটা খুব ছোট—কিন্তু হাসি, ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরিয়ে তুললে সেটা অসাধারণ হয়ে ওঠে। আজকে একটু থেমে নিজেকে ভালোবাসুন।”

03/05/2025

“বৃষ্টি, এক কাপ চা, আর প্রিয় কোনো গান—এর চেয়ে সুন্দর সকাল আর কী হতে পারে!”

03/05/2025

“বৃষ্টি যেমন ধুয়ে দেয় ধুলো, তেমনি কিছু কিছু মুহূর্ত আমাদের ভেতরের ক্লান্তিও দূর করে দেয়।”

03/05/2025

“বৃষ্টির শব্দে মনটা শান্ত হয়ে যায়, যেন প্রকৃতি নিজেই গাইছে কোনো পুরনো গান।”

07/12/2023

যে টেবিলে বসে একটা চুমু কফিতে আরেকটা চুমু তোমার ঠোঁটে দিয়েছিল প্রেমিকা, সেই প্রেমিকা ওই একই টেবিলে বসে তুমুল রাগে কফির কাপ ভেঙে মুখের উপর ঠেসে দিতে পারে একগাঁদা অভিযোগ। ওই রাগে কফির কাপের চেয়েও বেশি চূর্ণচূর্ণ হতে পারে তোমার হৃদয়।

যেই প্রেমিকার মায়াভরা কাজল চোখের ত্রিশ ডিগ্রী এঙ্গেলে তাকানো দেখে রোমান্টিক কবিতা লিখেছো, সেই প্রেমিকার চোখেই তোমার জন্য জমা হওয়া ঘৃণা দেখে তুমি হতে পারো জলেপুড়ে ছাই।

যেই প্রেমিকার লাজুক লাজুক মুখে ভালোবাসি শুনে প্রতিবার তুমি মুগ্ধ হয়েছো, সেই প্রেমিকাই ওই মুখে উৎকৃষ্ট কথার কাটাকুটিতে তোমাকে করতে পারে ভীষণ জর্জরিত।

নারী আজন্মকাল ধনুকের মতো বাঁকা। রাগ করা নারীর ধর্ম। নারীকে পুরুষ সামলাবে ঠাণ্ডা মেজাজে এটাই নিয়ম। চুমু খাওয়া ঠোঁটে অভিযোগ ঠেসে দেওয়া, মায়ার চোখে ঘৃণা জমা করা, আদুরে করে ভালোবাসি বলা মানুষটাকে বিচ্ছিরি রাগের কথার আঘাতে ফালাফালা করার পরে তাদেরও কষ্ট হয়। সব প্রেমিকা হৃদয়হীন নয়।

ওদের জানিনা, বলার মাঝে থাকে অনেকিছুই জানি। ভাল্লাগে বলার মাঝে থাকে, আমার মন খারাপ মন ভালো করে দাও, কিচ্ছু বলবোনা বলার মাঝে থাকে অনেক কিছু বলবো, তোমার শোনার ধৈর্য আছে? আমি রাগ করার কে? এ কথার মাঝে থাকে আমি যদি রাগ না করি কে করবে? এটা আমার অধিকার। তোমার জন্য কিচ্ছু করতে পারবো না এ কথার মাঝে গুঁজে দেওয়া থাকে, তোমার জন্য গোটা একটা যুদ্ধ বাধিয়ে দিতে পারি, তোমার সাথে যুদ্ধে যেতে না পারলেও কমরের আঁচল প্যাঁচ দিয়ে পাশে দাঁড়িয়ে তোমায় সাহস দিতে পারি।

প্রচণ্ড রাগী নারী রাগের মাথায় প্রিয়তমেষুকে কষ্ট দেওয়ার পর গোপনে অনুশোচনায় ভোগে। হুঁহুঁ করে ওঠে ওদেরও হৃদয় কোনো কোনো সন্ধ্যায়। ছটফট করে, হা-হুতাশ করে একটু কথা বলার জন্য। কোনো কোনো বিরহের গান শোনে চোখের পাতা ভিঁজে আসে। ওদেরও সেসময় ইচ্ছে করে সমস্ত ইগো, রাগ, অভিমান, দূরত্ব, নির্জনতা ভেঙেচুরে গিয়ে প্রিয়তমেষুকে গিয়ে বলতে, আমার বড্ড ভুল হয়ে গেছে, আর একবার ফিরে আসোও লক্ষ্মীটি।

05/12/2023

তুমি বেবাককিছু বুঝো, ক্যান চুল ঝইরা যায়, শীত আসলে ক্যান ঠোঁট ফাটে, তুমি কেবল বুঝো না আমার কী অসুখ করেছে। বৃষ্টি, ঝড় তুফান কিচ্ছু নাই, ডাক্তার বেটার থার্মোমিটারে জ্বরও ধরা পড়ে নাই, অথচ! অথচ আমি কেরাম থরথর কইরা কাঁপতাছি। ঠান্ডা লাগে নাই একচিমটিও কিন্তু গলা বইয়া গ্যাছে।
তুমি জানো কয় চামচ চিনিতে কফি গাঢ় হয়, কদ্দুর গরম চা এর তাপ সইবার পারে তোমার ঠোঁট, সব'ই জানো! জানো না শুধু কোন অনলে পুইড়া যাইতাছে আমার মনের দেবালয়।
তুমি জানো? বুকের বিত্তে আমার কেমন জানি হা-হুতাশ লাগে। ঘুমের মইধ্যেও আমি কেরাম হাউমাউ কইরা কাইন্ধা উঠি। রাতবিরাতে আমি কেমন ভয়ে গুটিসুটি মাইরা লুকাইবার একটা বুক খুঁজি, জানো তুমি? কিচ্ছু জানো না, কিচ্ছু না...
একদিন কইছিলা, যদি কোনো ভাঙনের স্রোতে ভাইসা যাইতেলই, সেই সময় তুমি আমার পাশে থাকবা, আমার হাতখানারে শক্ত কইরা ধইরা রাখবা। অতচ দ্যাহো, অহন যদি আইজ রাইতে মইরাও পইড়া থাকি, কেউ ট্যার'ই পাইবো না.... তুমিও না।
দুনিয়ার মানুষ কেমন জানি পাষাণ হইয়্যা গ্যাছে, চোখের সামনে ধড়ফড়াইয়া একটা মানুষ গোপন লুকাইয়া মইরা যায় আরেকটা মাইনষের অভাবে, যার লাইগ্যা মরে তার কিচ্ছু যায় আসে না। সব কেমন ফিকে, সাদা-কাল সিনেমার লাহান আন্ধাইর....
কি বিশাল এই দুনিয়া, বিশাল দুনিয়ার মইধ্যে শতো শতো মানুষ, অথচ মানুষ মাথা গোঁজার ঠাঁই খোঁজে। চোখ ভর্তি জল লইয়া জানলার কপাট খুইলা ভারি বুকে কেমন কইরা সুর তুলে, আমার একলা লাগে ভারি।
তোমারও কি একা লাগে নিজেরে? তুমিও কি আমার মতো মাথা গোঁজার ঠাঁই খোঁজো?
আমার বুকের মইধ্যে কি যে তীব্র যন্ত্রণা তা কেবল আমার চোখ জানে, তুমি জানো না। কেমন চাপা কষ্টে আমার জায়নামাজ ভিঁজা যায় তা আমার মাবুদ জানে, তুমি জানো না। এক-একটা রাইত আমার কেমন বিবৎসা ভাবে পার হয়, তা কেবল আমার কান্না ভেঁজা বালিশের সুঁতা জানে তুমি জানো না।
আমার তোমারে জানাইতে মন চায়, বুঝাইবার মন চায়, এই মইরা মইরা বাঁইচা থাকা শরীরের জবান বন্ধি দিবার মন চায়। বেবাককিছু শুইনা তুমি কি আমারে একটু কইবার পারো পরাণ? কইবার পারো? ক্যান আমাগো শুধু মানুষ হারাইয়া যায়.....

05/12/2023

আমারে কেউ একটা ঠিকানা দিবা, যেইহানে জীবন আমারে খুঁইজা পাইবো না। শুধু সুখ আর সুখ থাকবো কইতাছি না, যেইহানে সুখ, দুঃখ কোনটাই নাই- দিবা কেউ এমন একখানা ঠিকানা। আমার বড় পালাইতে ইচ্ছা করে।

ইচ্ছে করে এমন একখানা ঠিকানায় হাওয়া হইয়্যা যাইতে, যেইহানে পরিচিত কোন গন্ধ নাই। যেইহানে আমারে কেউ চিনবো না, আমি কাউরে চিনবো না। যেইহানে সমাজ সংসারের কাঁটাতার নাই, কে ধনী কে গরীব গায়ে দাগ দেওয়া কোন চিহ্ন নাই। কে কালা কে সুন্দর বাছায় করার মত কোন চোখ নাই। পিরিত পিরিত নামে কোন খেলা নাই। প্লাস মাইনাসের সমীকরণ নিয়া কোন হৈচৈ নাই। দিবা কেউ এমন একখানা ঠিকানা।

এই সমাজ সংসারের তিব্র রূপে আমার বমি আহে। আমি খুব বিরক্ত গোলাপের প্রলোভন দেখিয়ে মানুষ নষ্ট করার সংসারে। যেইহানে উপরওয়ালা নিজ হাতে রঙ কইরা পুতুল বানাইছে, পুতুল হইয়্যা সেই পুতুল রঙ লইয়্যা মশকরা করে- হাসিঠাট্টা করে। বেকারত্বের অসহায়ত্ব নিয়ে কি সব বিশ্রী মজা লুটে, মূর্খ শিক্ষিত সার্টিফিকেটে পুতুলরা মনগড়া জঘন্যভাবে বিচার কইরা দেয়।

আমার চোখ দুইহান শেষ কবে শুকায়ছে কইবার পারমো না, কেউ আমারে একখানা ঠিকানা দিবা যেইহানে চোখ দুইহান শুকায়তে পারমো। যেইহানে হগল মানুষের কান্না এক, হগল মানুষের হাসি এক বইলা নিয়ম নীতি থাকবো। মানুষের পাশে মানুষ থাকবো। একজোড়া চোখে বৃষ্টি নামলে হগল চোখ ব্যথায় কাতর হইবো, একটা ঠোঁটে হাসি ফুটলে হগল ঠোঁট সেই হাসির প্রশান্তি পাইবো। দিবা কেউ এমন একখানা ঠিকানা আমারে।

আমার খুব ইচ্ছা করে সমুদ্রের গাঁ ঘেষে হারাইয়্যা যাইতে, যদি এমন ঠিকানার দেহা মিলে। আমার খুব ইচ্ছা করে পাহাড়ের চূড়া ধরে দু’চোখ যেদিক যায় চইল্যা যাইতে, তবু যদি এমন একখানা ঠিকানার দেহা মিলে। সত্যি ই আজকাল বড় ইচ্ছা করে এমন কোথাও চইল্যা যাই, যেইহানে জীবন আমারে শালা খুঁইজাই পাইবো না।

Address

Dhaka

Telephone

+8801642419998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishat Karim 0.3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishat Karim 0.3:

Share