The Daily Puja

  • Home
  • The Daily Puja

The Daily Puja হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ��পেইজটি ফলো করে রাখুন �

17/08/2025

সকাল ৬ :৩৫ মধ্যে কে কে ২ টি দানা পারণ করে
শ্রীল প্রভুপাদ আর্ভিবাব তিথি পালন করছেন দুপুর ১২ পযন্ত উপবাস 🙏

16/08/2025

কৃষ্ণ জন্মাষ্টমী লাইভ
অভিষেক ২০২৫

16/08/2025
16/08/2025

মাতাজ্বী নিয়ে কথা

16/08/2025

জয় রাধামাধব জয় কুঞ্জবিহারিনি

16/08/2025

আমাদের হৃদয় প্রভু গান করছে
জন্মাষ্টমী অনুষ্ঠান 🙏🥰

16/08/2025

জন্মাষ্টমী অনুষ্ঠান
জব মানে কি..??

শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি 🌸🙏শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।“যেখানে...
16/08/2025

শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি 🌸🙏

শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।

“যেখানে ধর্ম, সেখানেই জয়” — এই বাণী যেন আমাদের সকলের জীবনে পথপ্রদর্শক হয়। 💙✨

কোন‌ কাজের সিদ্ধান্ত নেয়ার আগে ভালো জেনে নেওয়া উচিত.....!!!! তিনটে ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল। ত...
15/08/2025

কোন‌ কাজের সিদ্ধান্ত নেয়ার আগে ভালো জেনে নেওয়া উচিত.....!!!!

তিনটে ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল। তিনি স্বেচ্ছায় তাদের কিছু রুটি এবং কিছু চিজ দিলেন। তেলাপোকারা এগুলো তৃপ্তির সাথে খেলো এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিল।
যাওয়ার আগে কৃষক তাদের বললেন,
"শুন তেলাপোকারা, খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমার খামারে কাজ করতে পার, এতে করে তোমাদের ভাল বেতন, খাবার এবং সুরক্ষা দিতে পারি।"
তেলাপোকারা জিজ্ঞেস করল,
"আমাদের কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি?"
কৃষক উত্তর দিল,
"আমার খামারে চারটি পদ খালি আছে, যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তাদের মধ্যে তোমরা কে কোনটি পছন্দ কর তা বেছে নেওয়া তোমাদের উপর নির্ভর করে! যে শ্রমিকের কাজ হল আমার মুরগিকে জানানো যে খাবার তৈরি আছে তাকে প্রতি মাসে ৩,০০০ টাকা বেতন দেওয়া হবে। যার কাজ হল আমার রসুনের খোসা ছাড়ানো সে মাসিক ৫,০০০ টাকা পাবে, যার কাজ খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়ানো, সে প্রতি মাসে ৪,০০০ টাকা পায় এবং সবশেষে, যার কাজ আমার ছাগলের জন্য নাচ গান করা সে মাসিক ২৫০ টাকা পায়। তোমরা এখন নিজেদের পছন্দমত পদ বেছে নিতে পার।"
প্রথম তেলাপোকা চিৎকার করে বললো,
"আমি ৫,০০০ টাকার পদ নিতে চাই। আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই!"
দ্বিতীয় তেলাপোকা বলে উঠলো,
"আমি ৪,০০০ টাকার চাকরি চাই! আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও!
তৃতীয় তেলাপোকা অনেকক্ষণ ভাবল, তারপর অবাক হয়ে বলল,
"আমি ২৫০ টাকার চাকরিই করব! আমি আপনার ছাগলের জন্য গান গাইতে এবং নাচতে চাই!"
কিছুক্ষণের জন্য, অন্য দুটি তেলাপোকা তার দিকে তাকালো এবং ভাবল সে খুব বোকা।
"কিভাবে সে ফার্মে সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে? সে কি এতটাই মূর্খ এবং অযৌক্তিক? " তারা নিজেদের মধ্যে চিন্তা করতে লাগলো।
পরের দিন সকালে, তিনটি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো। যাইহোক, তারা তাদের দায়িত্ব শুরু করার সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা যায়।
কৌতূহলী কৃষক তখন তৃতীয় তেলাপোকাটিকে ডেকে জিজ্ঞেস করলেন,
"আমাকে বলতো, কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে?"
সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল,
"প্রথমত, মুরগির প্রিয় খাবার হল তেলাপোকা- কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকাকে দ্রুত মেরে ফেলতে পারে- কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে? তৃতীয়ত, তেলাপোকা হলো টিকটিকির শিকার এবং প্রিয় খাদ্য , তাহলে কেন আমি খামার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি নিব?"
অর্থ এবং বস্তুগত প্রাপ্তির আশায় অন্ধ সিদ্ধান্ত নেওয়ার আগে এর সুদূর প্রসারি প্রভাব সাবধানে বিবেচনা করা উচিৎ।

সংগৃহীত....

Address

Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Puja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Puja:

  • Want your business to be the top-listed Media Company?

Share