The Daily Puja

The Daily Puja হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ��পেইজটি ফলো করে রাখুন �

ভগবানের ভোগ দর্শন করা অত্যন্ত শুভ ও পবিত্র কাজ বলে শাস্ত্রে বলা হয়েছে। 🌸🔹 ভোগ দর্শনের অর্থ:যখন ভগবানের সামনে নৈবেদ্য (ভ...
07/11/2025

ভগবানের ভোগ দর্শন করা অত্যন্ত শুভ ও পবিত্র কাজ বলে শাস্ত্রে বলা হয়েছে। 🌸

🔹 ভোগ দর্শনের অর্থ:
যখন ভগবানের সামনে নৈবেদ্য (ভোগ) নিবেদন করা হয় — অর্থাৎ ভগবানকে আহার নিবেদন করা হয় — তখন সেই সময় ভগবানের দর্শন করাকে “ভোগ দর্শন” বলা হয়।

🔹 ভোগ দর্শন করলে যা হয়:

1. 🌼 অপরিমেয় পুণ্য লাভ হয় – ভগবানের ভোগ দর্শন করলে বহু জন্মের পাপ নাশ হয় বলে পুরাণে উল্লেখ আছে।

2. 🌼 ভক্তি বৃদ্ধি পায় – ভগবানের প্রতি প্রেম ও ভক্তির অনুভূতি গভীর হয়, কারণ ভক্ত তখন ভগবানের যত্ন, ভালোবাসা ও ঐশ্বর্য উপলব্ধি করতে পারে।

3. 🌼 চিন্তা ও দুঃখ দূর হয় – যে ব্যক্তি ভোগ দর্শন করে, তার মনের অশান্তি দূর হয় এবং শান্তি অনুভূত হয়।

4. 🌼 ভোগ-প্রসাদ প্রাপ্তি মহান সৌভাগ্য – ভগবানের ভোগ শেষে প্রসাদ পাওয়া মানে সেই ভগবানের অনুগ্রহ প্রাপ্তি।

5. 🌼 ভগবানের সান্নিধ্য লাভ – ভোগ দর্শনের সময় ভগবানের সঙ্গে আত্মিক যোগ ঘটে। ভক্ত মনে করেন, “আমি নিজে নয়, ভগবানই সর্বভোক্তা।”

🔹 শাস্ত্রীয় উল্লেখ:
স্কন্দ পুরাণে বলা হয়েছে —

> “যে ভক্ত ভগবানের ভোগ দর্শন করে, সে স্বর্গ ও মোক্ষ দুই-ই লাভ করে।”

🌷 সারসংক্ষেপে:
ভগবানের ভোগ দর্শন মানে কেবল দেখা নয় — এটি ভক্তি, কৃতজ্ঞতা ও ভগবানের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ।🙏🙏
#হরে #কৃষ্ণ #পোস্ট #ভগবান

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 7

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 6

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 5

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 4

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 3

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 2

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏 Part 1

06/11/2025

এই সেই গৌর মন্দির ব্রাহ্মণ্য বাড়ীয়া নাসিরনগর 👉
আজ হাজারও ভক্ত নিয়ে ইসকন দ্বীপ দান অনুষ্ঠান করছে 🪔🙏 সবাই হরে কৃষ্ণ না লিখে যাবেন না 🙏

দামোদর মাসে (অর্থাৎ কার্তিক মাসে) একটিমাত্র প্রদীপ (দ্বীপ) ভগবান দামোদর (শ্রীকৃষ্ণ) কে নিবেদন করলে তার ফল অসীম হয় — শাস্...
06/11/2025

দামোদর মাসে (অর্থাৎ কার্তিক মাসে) একটিমাত্র প্রদীপ (দ্বীপ) ভগবান দামোদর (শ্রীকৃষ্ণ) কে নিবেদন করলে তার ফল অসীম হয় — শাস্ত্রে এই মাসকে “ভগবানের প্রিয়তম মাস” বলা হয়েছে।

পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে বলা আছে —
👉 “যে ব্যক্তি দামোদর মাসে শ্রীদামোদর ভগবানের সম্মুখে একটি দীপ জ্বালায়, সে কোটি যজ্ঞ করার সমান ফল লাভ করে।”
👉 “এই দীপদানের ফলে তার পাপ নাশ হয়, এবং মৃত্যুর পর সে বৈকুণ্ঠ ধামে (ভগবানের ধামে) গমন করে।”

সংক্ষেপে একটিমাত্র দ্বীপ দানেও যা হয়:
🌼 সব পাপ ধুয়ে যায়
🌼 ভগবানের অশেষ কৃপা লাভ হয়
🌼 পরিবারে শান্তি ও সুখ আসে
🌼 মৃত্যুর পর ঈশ্বরধামে যাত্রা নিশ্চিত হয়
🌼 ভক্তির প্রতি গভীর আকর্ষণ জন্মায়

ভগবানের সামনে “দামোদরাশ্টকম” পাঠ করে একটি প্রদীপও যদি প্রেমভরে নিবেদন করা হয় — সেটি ভগবানের কাছে অমূল্য ভক্তি হিসেবে গৃহীত হয়।

#হরে #কৃষ্ণ #পোস্ট #ভগবান 🙏🙏

ভগবানকে মন থেকে ভালোবাসলে মানুষের জীবনে গভীর পরিবর্তন আসে। নিচে সহজভাবে তা বোঝানো হলো 👇🌼 ১. অন্তরে শান্তি আসে:ভগবানকে ভা...
06/11/2025

ভগবানকে মন থেকে ভালোবাসলে মানুষের জীবনে গভীর পরিবর্তন আসে। নিচে সহজভাবে তা বোঝানো হলো 👇

🌼 ১. অন্তরে শান্তি আসে:
ভগবানকে ভালোবাসলে মন থেকে ভয়, দুঃখ, হিংসা, ক্রোধ দূর হয়ে যায়। এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়।🙏🙏

🌼 ২. জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়:
মানুষ বুঝতে শেখে যে জীবনের প্রকৃত লক্ষ্য শুধু ভোগ নয়—ভগবানের সেবা ও প্রেমই আসল অর্থ।🙏🙏

🌼 ৩. দুঃখেও আশার আলো দেখা যায়:
যখন ভগবানের প্রতি প্রেম থাকে, তখন কষ্টও মানুষ সহ্য করতে পারে, কারণ সে জানে—সবই ভগবানের ইচ্ছা।🙏🙏

🌼 ৪. অহংকার কমে যায়:
ভগবানের প্রেম মানুষকে নম্র করে তোলে। “আমি করি” না ভেবে “সব ভগবানের কৃপা” মনে করে।🙏🙏

🌼 ৫. ভক্তি ও করুণার হৃদয় জাগে:
ভগবানকে ভালোবাসা মানে সব জীবের মধ্যে ভগবানকে দেখা—তাতে মানুষ দয়ালু, সহনশীল ও প্রেমময় হয়।🙏🙏

🌼 ৬. জীবনে আনন্দ আসে:
ভক্তির আনন্দ সংসারের আনন্দের চেয়ে অনেক গভীর। ভগবানের নাম স্মরণে মন আনন্দে ভরে ওঠে।🙏🙏

তাই বলা হয় —🙏🙏

> “যে ভগবানকে ভালোবাসে, সে কখনো একা নয়।”🙏🙏
#কৃপা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Puja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Puja:

Share