Shifat Khan

Shifat Khan Shifat Khan is a vlog page. In this page, I share my vlog videos, food vlogs, travel vlogs, lifestyle

02/09/2025

গরুর বিরিয়ানি মাত্র ৫০ টাকায়, সেলিম ভাইয়ের নতুন খাবারের আইটেম। এখন থেকে প্রতি শুক্রবার রাত ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই গরুর বিরিয়ানি পাওয়া যাবে।‌ পাশাপাশি অন্যান্য খাবার তো পাওয়া যাবেই। এছাড়াও মাত্র ৩০ টাকায় বিরিয়ানি, ২০ টাকায় খিচুড়ি এবং ২০ টাকায় মোগলাই পাওয়া যায়। ঢাকার আর কোথাও এত কম দামে এই পরিমাণে খাবার পাওয়া যায় না। বলা যায় পানির দামে খাবার বিক্রি করেন যাত্রাবাড়ীর সেলিম ভাই। প্রতিদিন শতশত মানুষ এখানে খাবার খায়। ঢাকার বাহির থেকে ও দূর-দূরান্ত থেকে মানুষ আসে এখানে।

ঠিকানা: কুতুবখালী বড় মাদ্রাসার গেটের বিপরীতে, যাত্রাবাড়ী।

গরুর বিরিয়ানি মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাত্র ৫০ টাকায় গরুর বিরিয়ানি, সেলিম ভাইয়ের নতুন খাবারের আইটেম। এখন থেকে প্রতি শুক্রবার রাত ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্...
29/08/2025

মাত্র ৫০ টাকায় গরুর বিরিয়ানি, সেলিম ভাইয়ের নতুন খাবারের আইটেম। এখন থেকে প্রতি শুক্রবার রাত ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই গরুর বিরিয়ানি পাওয়া যাবে। এর পাশাপাশি অন্যান্য খাবার তো পাওয়া যাবেই। এছাড়াও মাত্র ৩০ টাকায় বিরিয়ানি, ২০ টাকায় খিচুড়ি এবং ২০ টাকায় মোগলাই পাওয়া যায়। ঢাকার আর কোথাও এত কম দামে এই পরিমাণে খাবার পাওয়া যায় না। বলা যায় পানির দামে খাবার বিক্রি করেন যাত্রাবাড়ীর সেলিম ভাই। প্রতিদিন শতশত মানুষ এখানে খাবার খায়। ঢাকার বাহির থেকে ও দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে।

ঠিকানা: কুতুবখালী বড় মাদ্রাসার গেটের বিপরীতে, যাত্রাবাড়ী।

গ্রামের বাড়িতে দুষ্টামি করতে কার না ভালো লাগে?      #গ্রাম
28/08/2025

গ্রামের বাড়িতে দুষ্টামি করতে কার না ভালো লাগে?
#গ্রাম

27/08/2025

শনির আখড়ার চায়ের রাজা হাফিজ মামার নতুন চায়ের দোকান। দীর্ঘ ১ বছর পর নতুন করে শুরু করেছেন চায়ের দোকান। শনির আখড়াতে সবচাইতে জনপ্রিয় চা বিক্রেতা হলেন হাফিজ মামা। তার মতে তিনিই প্রথম এত চা এনেছেন অত্র এলাকায়। দেশি-বিদেশি ৫৬ রকমের চা এই চায়ের দোকানে পাওয়া যায়। বাঁশ পাতার চা বাংলাদেশে উনি প্রথম বিক্রি শুরু করেছেন। অনেক সুন্দর একটি দোকান নিতে পেরে হাফিজ মামা সত্যিই অনেক খুশি। এখন থেকে প্রতিদিন বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত পাবেন, চায়ের জন্য বিখ্যাত হাফিজ মামার চা।

ঠিকানা: এনায়েত ফুচকার পাশের গলি, গোয়াল বাড়ির মোড়, শনির আখড়া।

শনির আখড়ার চায়ের রাজা, জনপ্রিয় হাফিজ মামার নতুন চায়ের দোকান।‌ ৫৬ রকমের দেশি বিদেশি চা এখানে পাওয়া যায়। অত্র শনির এ...
23/08/2025

শনির আখড়ার চায়ের রাজা, জনপ্রিয় হাফিজ মামার নতুন চায়ের দোকান।‌ ৫৬ রকমের দেশি বিদেশি চা এখানে পাওয়া যায়। অত্র শনির একরায় হাফিজ মামার মত জনপ্রিয় চায়ের দোকান আর একটিও নেই। নতুন ঠিকানায় এই চায়ের দোকানের সম্পূর্ণ ভিডিও আসছে।

ইমন ভাইয়ের ভেলপুরি ও রাব্বি ভাইয়ের লেবু চা শনির আখড়াতে প্রায় খাওয়া হয়।ভেলপুরি প্রতি প্লেট- ২০ টাকা (৮/১০লেবু চা- ১...
23/08/2025

ইমন ভাইয়ের ভেলপুরি ও রাব্বি ভাইয়ের লেবু চা শনির আখড়াতে প্রায় খাওয়া হয়।

ভেলপুরি প্রতি প্লেট- ২০ টাকা (৮/১০
লেবু চা- ১৫ টাকা (৯/১০)

ঠিকানা: দনিয়া পনির পাম্পের বিপরীতে, বর্ণমালা স্কুল রোড, শনির আখড়া।

মুখে কোন কথা বলতে না পারলেও প্রতিদিন এভাবেই ডিম বিক্রি করছেন এই ভাই। দেখে মনেই হয় না যে সে কথা বলতে পারে না। কেউ এসে দা...
18/08/2025

মুখে কোন কথা বলতে না পারলেও প্রতিদিন এভাবেই ডিম বিক্রি করছেন এই ভাই। দেখে মনেই হয় না যে সে কথা বলতে পারে না। কেউ এসে দাঁড়ালে ইশারায় সে সব বুঝে যায়। শ্যামপুর বড়ই তলা রেল স্টেশনের পাশেই এই দোকান। বিষয়টি দেখে মন ছুয়ে গেল। যারা কিছু করতে চাচ্ছে কিন্তু কোন না কোন অজুহাতের কারণে করতে পারছে না, তাদের এই ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দোয়া করি উনি অনেক ভালো থাকুক তার ব্যবসা আরো ভালো চলুক। সবাই উনার জন্য দোয়া করবেন 😊

দীর্ঘ ১৩ বছর ধরে যাত্রাবাড়ী মাদ্রাসার পাশে খাবার বিক্রি করছেন সেলিম ভাই। খুব কম দামে এখানে নানা রকম খাবার পাওয়া যায়। ...
17/08/2025

দীর্ঘ ১৩ বছর ধরে যাত্রাবাড়ী মাদ্রাসার পাশে খাবার বিক্রি করছেন সেলিম ভাই। খুব কম দামে এখানে নানা রকম খাবার পাওয়া যায়। মাত্র ৩০ টাকায় বিরিয়ানি, ২০ টাকায় খিচুড়ি এবং ২০ টাকায় মোগলাই পাওয়া যায়। ঢাকার আর কোথাও এত কম দামে এই পরিমাণে খাবার পাওয়া যায় না। বলা যায় পানির দামে খাবার বিক্রি করেন যাত্রাবাড়ীর সেলিম ভাই। প্রতিদিন শতশত মানুষ এখানে খাবার খায়। ঢাকার বাহির থেকে ও দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে।

ঠিকানা: কুতুবখালী বড় মাদ্রাসার গেটের বিপরীতে, যাত্রাবাড়ী।

14/08/2025

জুরাইন রেললাইনের জনপ্রিয় পিনিক ঝালমুড়ি খেতে প্রতিদিন শত শত মানুষের ভিড় হয়। ১০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত মুড়ি ভর্তা এখানে পাওয়া যায়। প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই পিনিক ঝালমুড়ি পাওয়া যায়।

ঠিকানা: গ্যাস পাইপ, রেললাইন, জুরাইন, ঢাকা।

নারায়ণগঞ্জ শহীদ মিনারে জনপ্রিয় করিম মামার Mr. Doi Fuchka। Regular Fuchka (60t)Regular Chotpoti (60tk)Ginger Tea (15tk)...
13/08/2025

নারায়ণগঞ্জ শহীদ মিনারে জনপ্রিয় করিম মামার Mr. Doi Fuchka।

Regular Fuchka (60t)
Regular Chotpoti (60tk)
Ginger Tea (15tk)

Shop Name: Mr. Doi Fuchka
ঠিকানা: কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জ।

জুরাইনের স্মার্ট মুড়ি বিক্রেতা (পিনিক ঝাল মুড়ি)। সম্পূর্ণ ভিডিও আসছে।
11/08/2025

জুরাইনের স্মার্ট মুড়ি বিক্রেতা (পিনিক ঝাল মুড়ি)। সম্পূর্ণ ভিডিও আসছে।

Favorite Time😊
05/08/2025

Favorite Time😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shifat Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifat Khan:

Share

Category