Maysa's Dream

Maysa's Dream Alhamdulillah allah ja koren valor jonno koren.���

09/01/2023

🥀❤️🥀

05/01/2023

নিশ্চই সেই নারী বেশী সুখী ও সৌভাগ্যবতী৷ যার বর,,😒🥀 পরনারীর সাথে হাসি তামাশায় মগ্ন থাকে না,,🥀😒🥀
এবং পরনারী দেখে যার মন স্থির থাকে।💔🥀💔

03/01/2023

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০ বছর, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না—

রোগীর দুই ছেলে। বড় জন সৌদি আরব আছে। ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে নিয়ে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে সে ছেলে একবারও দেখতে আসেনি। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো—

" আমি তো হাসপাতালে নিতে বলি নাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও!"

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন নেই? তারা কি আসবে না?

জানালো কেহ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে দুই পয়সা খরচ করতে হবে বলে আসবে না!

রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন—
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু!"

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম— "থাকেন। কোন সমস্যা নাই।"

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে? শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশ নেওয়ার মানুষটাও নেই। কী রেখে যাচ্ছি? কার জন্য রেখে যাচ্ছি? কোন প্রজন্ম রেখে যাচ্ছি?

আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই! অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কি-না তার কোন নিশ্চয়তা নেই!💔

Address

Pallabi
Dhaka
MIRPUR-12

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maysa's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maysa's Dream:

Share