Journalist Toki

Journalist Toki Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journalist Toki, Pabna.

রিপোর্টার-তকি খান

Journalist Toki B.S.S (Hon's) Department Of Media Studies & Journalism

Master Of Arts department Of Islamic Studies (MIS)

অভিযোগ জানাতে এই ফরমটি
https://docs.google.com/forms/d/1uQXCDkcvdU6eHDAewINiIOY4rJbEujmSKYOtM9ACrYg/viewform

29/10/2025

প্রায় এক সপ্তাহ আগে একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার পর হালকা পেটে ব্যথা শুরু হয়।
এই ব্যথাটা ধারাবাহিক এক সপ্তাহ ধরে চলতে থাকে।
ইমারজেন্সি মেডিসিন নেয়ার পরেও কোন ধরনের সমাধান না পাওয়ায়,
সর্বশেষ ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড ইমারজেন্সি সেন্টারে চলে আসি।

আশা করছি,
অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহেল কাফি স্যারের চিকিৎসায়, সৃষ্টিকর্তা আবারও সুস্থ করবেন আমাকে।
এবং সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসে অন্যায়ের প্রতিবাদে যুক্ত হব, ইনশাআল্লাহ।

তকি খান

প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর, সর্বশেষ  ইবনে সিনা হাসপাতালে আসতে হলো। অপেক্ষা , অধ্যাপক ডঃ...
29/10/2025

প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর,
সর্বশেষ
ইবনে সিনা হাসপাতালে আসতে হলো।

অপেক্ষা ,
অধ্যাপক ডঃ মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী

অধ্যাপক,
গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগ।

সুস্থ হয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, দোয়া চাই।

রাষ্ট্রের উন্নয়ন মাথায় পড়ে মারা যাওয়া ব্যক্তিটির নাম আবুল কালাম, বয়স ৩৬ বছর। বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়।কালামের পাসপো...
26/10/2025

রাষ্ট্রের উন্নয়ন মাথায় পড়ে মারা যাওয়া ব্যক্তিটির নাম আবুল কালাম, বয়স ৩৬ বছর। বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়।

কালামের পাসপোর্টের মেয়াদ ছিলো ৩৩ সাল পর্যন্ত। কিন্তু এর আগেই তার জীবনের মেয়াদ ফুরিয়ে গেলো রাষ্ট্রের এমন চুতিয়া সিস্টেমের কারণে।

পুলিশ যখন তার পরিচয় নিশ্চিত করে পরিবারকে ফোন করে জানায় মৃত্যুর সংবাদ, সেই পরিবারের অবস্থা কল্পনা করা যায় কি? তারা কি বুঝতে পারবে, কীভাবে একজন সুস্থ মানুষ বের হয়ে উন্নয়নের নিরাপদস্থলে থেকে মৃত্যু বরণ করলো?

এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন> নিহতের সমস্ত দায়দায়িত্ব সরকার গ্রহণ করবে, বা প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

প্রশ্ন হলো> এটি কি কালামকে ফিরিয়ে আনবে? জীবনের মূল্য কি মাত্র ৫ লাখ টাকা?

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃ'ত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলা...
26/10/2025

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃ'ত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

26/10/2025

হতে পারে যে কোন দু'র্ঘটনা দ্রুত মেট্রোরেল থেকে সবাইকে বের হতে বলা হয়েছে..!

26/10/2025

সাময়িক সমস্যার জন্য মেট্রোরেল বন্ধ হয়ে গেছে!

23/10/2025

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা
কোনটা বলে মনে করেন?

23/10/2025

আমার জুতা পরিষ্কার করার কোনও প্রয়োজন ছিল না।

সকাল বেলা বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ নজরে পড়লো ওই আঙ্কেল; গেটের সামনে অনির্দিষ্টভাবে বসে থাকা তার ব্যাপারটা আমার কাছে কৌতূহলজনক মনে হলো। তাই ইচ্ছে করে তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং জুতা পরিষ্কার করার বাহানায় তার সঙ্গে কথা বললাম। বুঝলাম, আসলে তাঁর সংসার ভালো যায় না। নির্দিষ্ট কোনো বসার স্থান নেই।

তার হৃদয়ভাঙা আবেদন শুনে আমি আপনাদেরও শোনার সুযোগ দিলাম। আপনাদের মধ্যে কেউ যদি মতিঝিল এলাকায় তার জন্য কোনো অফিস কিংবা দোকানের সামনে বসার ব্যবস্থা করে দেন, হয়তো এই মানুষটি উপকৃত হবেন। আপনি যদি পারেন তবে আলহামদুলিল্লাহ; না পারলে সম্ভব হলে শেয়ার করে দিন, যাতে অন্য কোনো ভাই তার পাশে দাঁড়াতে পারে।

ধন্যবাদ।
এম. এইচ. তকি খান
সাংবাদিক

22/10/2025

"আপনি কি মৌমাছি মাইন্ডসেটের, নাকি মাছি মাইন্ডসেটের...?"

এম‌ এইচ তকি খান
সাংবাদিক

21/10/2025

ভবিষ্যতে সাংবাদিক হতে হলে কোন বিভাগে পড়তে হবে?

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে, অসংখ্য সম্মানিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত।

আমার এই ক্ষুদ্র বয়সে, এত বড় পরিসরে কথা বলার সুযোগ পাওয়া — এটি নিঃসন্দেহে আমার জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয়।

আমার বক্তব্যে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের গুরুত্ব কিছুটা বেশি প্রতিফলিত হয়েছে, কারণ তারা একাডেমিকভাবে সাংবাদিকতার জ্ঞান অর্জন করেন। তবে এর বাইরে যারা সাংবাদিকতা বিভাগে না পড়েও পেশায় যুক্ত হয়েছেন, তারাও অত্যন্ত দক্ষ, মেধাবী এবং অভিজ্ঞ সাংবাদিক। তাদের অবদান কখনোই ছোট করে দেখা যায় না।

সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে মাঠ পর্যায়ে, হাটে-কলমে শেখার কোনো শেষ নেই। এখানে সিনিয়রদের কাছ থেকে শিখে, অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুনরা বড় হয়ে ওঠে — এটিই সাংবাদিকতার সৌন্দর্য।

তবুও এটাও সত্য, ভবিষ্যতে যদি কেউ প্রফেশনাল সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তবে সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এবং প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতারও কোনো বিকল্প নেই।

আমার কথায় যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল থেকে থাকে, তবে অনুগ্রহ করে ক্ষমা করবেন।

— এম এইচ তকি খান
সাংবাদিক

মানুষের পাশে থেকে দেশের হয়ে কাজ করা, আমাকে দিয়ে যদি কারো এক বিন্দু উপকারে আসে এটাও সৃষ্টিকর্তার নেয়ামত। শুকরিয়া ❤️ আ...
20/10/2025

মানুষের পাশে থেকে দেশের হয়ে কাজ করা, আমাকে দিয়ে যদি কারো এক বিন্দু উপকারে আসে এটাও সৃষ্টিকর্তার নেয়ামত।
শুকরিয়া ❤️
আমি আপনাদের ভাই, আপনাদের হয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ
Journalist Toki

Address

Pabna
1214

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Toki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journalist Toki:

Share