21/10/2025
ভবিষ্যতে সাংবাদিক হতে হলে কোন বিভাগে পড়তে হবে?
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে, অসংখ্য সম্মানিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত।
আমার এই ক্ষুদ্র বয়সে, এত বড় পরিসরে কথা বলার সুযোগ পাওয়া — এটি নিঃসন্দেহে আমার জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয়।
আমার বক্তব্যে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের গুরুত্ব কিছুটা বেশি প্রতিফলিত হয়েছে, কারণ তারা একাডেমিকভাবে সাংবাদিকতার জ্ঞান অর্জন করেন। তবে এর বাইরে যারা সাংবাদিকতা বিভাগে না পড়েও পেশায় যুক্ত হয়েছেন, তারাও অত্যন্ত দক্ষ, মেধাবী এবং অভিজ্ঞ সাংবাদিক। তাদের অবদান কখনোই ছোট করে দেখা যায় না।
সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে মাঠ পর্যায়ে, হাটে-কলমে শেখার কোনো শেষ নেই। এখানে সিনিয়রদের কাছ থেকে শিখে, অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুনরা বড় হয়ে ওঠে — এটিই সাংবাদিকতার সৌন্দর্য।
তবুও এটাও সত্য, ভবিষ্যতে যদি কেউ প্রফেশনাল সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তবে সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এবং প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতারও কোনো বিকল্প নেই।
আমার কথায় যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল থেকে থাকে, তবে অনুগ্রহ করে ক্ষমা করবেন।
— এম এইচ তকি খান
সাংবাদিক