Abida

Abida আলহামদুল্লিাহ্
ভয় ছাড়া স্বপ্ন দেখো সীমা ছাড়া ভালোবাসো

24/10/2023

তোমার অবর্তমানে যা বলা হয়,তা জানলে তুমি অনেক মানুষের সাথে কথা বলা বাদ দিয়ে দিতে!

27/08/2023

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
বেঁচে আছি – আলহামদুলিল্লাহ

14/07/2023

সারাজীবন শুনেই আসলাম......
আজ ফাস্ট দেখলাম। 😶😶

কষ্টটা যখন  সীমা ছাড়িয়ে যায়।  তখন মানুষ আর কাঁদে না, আর চুপ হয়ে যায়। ~ আবিদা
08/07/2023

কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়। তখন মানুষ আর কাঁদে না, আর চুপ হয়ে যায়।

~ আবিদা

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।সবাই বিলাসিতায় সুখী হয়না।একজন স্বামী ...
08/07/2023

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।সবাই বিলাসিতায় সুখী হয়না।একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন।অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।
আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প,আপনার চোখে সে সর্বসুখী।এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও।আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা।একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।
স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা,আদর ও আহ্লাদের কাঙাল।এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।
আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা।অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে।যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে?মেয়ে বলে কি মানুষ না?আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও।আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে?না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে।না করলে বাধ্য নয়।স্ত্রীকে সম্মান দিতে শিখুন।কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।আমার কথা না হাদিসের কথা।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়।উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন,মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।

হাজার'টা ভালো কাজ করলেও আপনি কখনোই কিছু মানুষের হৃদয় গ্রহণ করতে পারবেন না, কারণ তাদের দৃষ্টির সূচনাতেই আপনি ভুল ফুল নাহ্...
08/07/2023

হাজার'টা ভালো কাজ করলেও আপনি কখনোই কিছু মানুষের হৃদয় গ্রহণ করতে পারবেন না, কারণ তাদের দৃষ্টির সূচনাতেই আপনি ভুল ফুল নাহ্।

মায়া খুব ভয়ংকর জিনিস, বহুদিন একসাথে থাকার পর বিষাক্ত সাপকেও ছেড়ে থাকতে কষ্ট লাগে।
08/07/2023

মায়া খুব ভয়ংকর জিনিস, বহুদিন একসাথে থাকার পর বিষাক্ত সাপকেও ছেড়ে থাকতে কষ্ট লাগে।

যারা মায়া বাড়ায় অথচ ভালোবাসে না সেসব মানুষের সাথে আর আমার দেখা না হোক। ~আবিদা
08/07/2023

যারা মায়া বাড়ায় অথচ ভালোবাসে না সেসব মানুষের সাথে আর আমার দেখা না হোক।

~আবিদা

অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না, প্রয়োজন হলে রাত জেগে তাকে সময় দিবেন। ঢং ন...
08/07/2023

অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। কোনো মানুষই দিনের চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না, প্রয়োজন হলে রাত জেগে তাকে সময় দিবেন। ঢং না! এইজন্যই আজকাল বি'চ্ছেদের মাত্রা অতিরিক্ত।

~আবিদা

মানুষের কাছে নিজেকে এতটা সস্তা আর  অবহেলিত বানিয়ে ফেলেছি যে যখন খুশি ভালো ব্যবহার করে আবার যখন খুশি খারাপ ব্যবহার করে। ...
08/07/2023

মানুষের কাছে নিজেকে এতটা সস্তা আর অবহেলিত বানিয়ে ফেলেছি যে যখন খুশি ভালো ব্যবহার করে আবার যখন খুশি খারাপ ব্যবহার করে।

তবে আর নাহ অনেক সহ্য করছি।
আমিও তো একটা মানুষ নিজেকে অনেক পরিবর্তন করতে হবে।
আবেগ কমাতে হবে, বাস্তবতা মেনে নিতে শিখতে হবে। অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে, কম কথা বলতে হবে। অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবেনা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো ধরনের আশা করা যাবে না। ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে।

~ আবিদা।

Address

Narayangonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category