
16/04/2025
আমরা সবাই জীবনের এক পর্যায়ে হতাশ হয়ে যাই, মনে হয় যেন কিছুই বদলাচ্ছে না। কিন্তু, আসলে বদলাতে হয় নিজেকেই।
💭 মানুষ কখনও বদলায় না শুধু কথায়। বদলায় আচরণ আর দৃষ্টিভঙ্গি। তুমি যদি নিজের ভুলগুলো শেখো, নিজের পথকে নতুন করে গড়ে তোলো—তাহলে পৃথিবী নিজ থেকেই তোমার সামনে নতুন দরজা খুলে দেবে।
🔑 তোমাকে যদি কেউ বদলাতে বলে, তাদের কথায় না গিয়ে, তুমি নিজেই বদলাও।
যখন তুমি পরিবর্তন শুরু করবে, তখন তোমার চারপাশের দুনিয়া নিজ থেকেই বদলাতে থাকবে। সময় তোমাকে প্রমাণ করবে, তুমি কী পারো, তুমি কী হয়ে উঠতে পারো।
তুমি বদলালে, জীবন বদলাবে।
আর বদলে যাবে পৃথিবীও!
🌱 নিজেকে বদলাও, এবং দেখো কীভাবে দুনিয়া তোমার সামনে নতুন সুযোগ নিয়ে আসবে।