
07/04/2025
নাজেরা বিভাগ ও হেফজখানায়
আল-কুরআন পাবলিকেশন্স-এর মুসহাফ
(আল-কুরআনুল কারীম) চালু করা কেন জরুরি
কারণ এই মুসহাফটির ত্রিশটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। মুসহাফের শুরুতে ভূমিকায় বৈশিষ্ট ত্রিশটির বিবরণ রয়েছে। তন্মধ্যে বিশেষ কয়েকটি বৈশিষ্ট নিম্নরূপ-
১. এতে রছমেখত সহীহ করা হয়েছে, যেখানে এ দেশে প্রচলিত মুসহাফসমূহে প্রচুর সংখ্যক (কোনো কোনোটিতে শতাধিক) রছমেখতের গলতী রয়েছে।
২. যে সমস্ত সাফ্হার শেষ হয়েছে এমন শব্দের উপর এবং তার পরবর্তী সাফ্হার শুরু হয়েছে এমন শব্দ দিয়ে যা অর্থ ও তারকীবের বিবেচনায় অ-মুনাসেব, সে সমস্ত জায়গায় এ মুসহাফে সাফ্হার পরিমাণে কম-বেশ করে মুনাসেব সংগতি আনয়ন করা হয়েছে।
৩. এ মুসহাফে ২৯ ও ৩০ নং পারাকেও ২০ সাফ্হায় বিন্যস্ত করা হয়েছে। যা হাফেজদের তারাবীহে তিলাওয়াতের পেরেশানীকে দূর করবে।
৪. এ মুসহাফে মুশাব্বাহ্-র আয়াতসমূহের বিবরণ রয়েছে। এবং অন্যান্য মুসহাফের তুলনায় এটি অধিকতর সমৃদ্ধ।
৫. এ মুসহাফে ওয়াকফ ও ইবতিদা বিষয়ক দিক-নিদের্শনা রয়েছে। এবং এটি কোন নির্দিষ্ট কারীর অনুসরণ করে নয় বরং অর্থ বিবেচনা করেই বিষয়টি নিষ্পন্ন করা হয়েছে।
৬. কোনো সূরার একাধিক নাম থাকলে কিংবা কোনো সূরা মাক্কী বা মাদানী হওয়া নিয়ে একাধিক মত থাকলে অবলিক (/) সহকারে সবগুলো লিখে দেওয়া হয়েছে। যাতে ছাত্র জীবন থেকেই শিক্ষার্থীরা বিষয়গুলো অবগত হয়ে যায়।
৭. এই মুসহাফের রুমূঝে আওকাফ (ওয়াকফ করা না করা সংক্রান্ত নির্দেশক চিহ্নাদি) অর্থের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ। এই রুমূঝে আওকাফ গ্রহণ করা হয়েছে ‘মুসহাফুল মদীনা’ থেকে।
৮. এই মুসহাফের প্রতি পৃষ্ঠায় উপরে পারা নম্বর ও সাফ্হা নম্বর বাংলায় লিখে দেয়া হয়েছে। ফলে ছাত্রদের এগুলো লিখে নেয়ার প্রয়োজন পড়বে না।
৯. এ মুসহাফের art work পদ্ধতিতে তৈরি করা শব্দ ও হরকত ইত্যাদি এমন দৃষ্টিবান্ধব ও এতটুকু মোটা যা পাঠ করতে চোখের উপর প্রেসার পড়বে না, দীর্ঘ সময় দেখে তিলাওয়াত করলেও মাথা ব্যথার কারণ ঘটবে না।
১০. এর শব্দ ও হরকত ইত্যাদি অত্যন্ত ঝরঝরে, কোনটিই একটির উপর আরেকটি উঠে যায়নি বা একটির সংগে আরেকটি জড়িয়ে যায়নি।
বিশেষ দ্রষ্টব্য:
1. আল-কুরআনুল কারীম মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন সাহেব-এর দীর্ঘ সাত বছরের তাহকীক ও মেহনতে প্রস্তুতকৃত। এবং হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবসহ আরও অনেক মুহাক্কিক আলেম কর্তৃক তাহকীকসমূহ যাচাইকৃত।
2. বিশুদ্ধতম হওয়ার প্রেক্ষিতে এবং প্রচুর সংখ্যক জরুরি বিষয় অন্তর্ভুক্ত থাকার কারণে হযরত মাওলানা নূর হোছাইন কাছেমী রহ., হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম ও হাফেজ কারী আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমসহ বহু মুহাক্কিক আলেম ও বিজ্ঞ হাফেজ বিশেষত হাফেজ ও আলেমদের জন্য এই মুসহাফটি গ্রহণ করা উচিত বলে অভিমত ব্যাক্ত করেছেন এবং ইতিমধ্যে প্রচুর সংখ্যক মাদরাসার নাজেরা ও হিফজ বিভাগে এটি চালুও হয়েছে।
প্রকাশনায়:
আল-কুরআন পাবলিকেশন্স, কিতাব মার্কেট (যাত্রাবাড়ি বড় মাদরাসা সংলগ্ন), ঢাকা
মোবাইল- ০১৭৬৪-১৮৫৬৫৪
নিম্নের লাইব্রেরি থেকেও সমমূল্যে পাইকারি ও খুচরা ক্রয় করা যায়-
মাকতাবাতুল আবরার ১১/১, ইসলামী টাওয়ার, দোকান নং ২২-২৩, বাংলাবাজার, ঢাকা-১১০০
মোবাইল: 01712- 306364
অনলাইনে অর্ডার করতে : www.maktabatulabrar.com
অর্ডার করতে নিম্নের নম্বরে ইনবক্সও করতে পারেন-01712- 306364
হাদিয়া : ২৭৫ টাকা
উল্লেখ্য: মাদরাসার জন্য একসঙ্গে বেশ কিছু সংখ্যক মুসহাফ ক্রয় করলে বিশেষ ছাড় মূল্য রাখা হয়।