Maktabatul Abrar - মাকতাবাতুল আবরার

Maktabatul Abrar - মাকতাবাতুল আবরার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maktabatul Abrar - মাকতাবাতুল আবরার, Publisher, 11/1, ইসলামী টাওয়ার, দোকান নং 22/23, বাংলাবাজার, ঢাকা-1100, Dhaka.

নাজেরা বিভাগ ও হেফজখানায়আল-কুরআন পাবলিকেশন্স-এর মুসহাফ(আল-কুরআনুল কারীম) চালু করা কেন জরুরিকারণ এই মুসহাফটির ত্রিশটি অন...
07/04/2025

নাজেরা বিভাগ ও হেফজখানায়
আল-কুরআন পাবলিকেশন্স-এর মুসহাফ
(আল-কুরআনুল কারীম) চালু করা কেন জরুরি
কারণ এই মুসহাফটির ত্রিশটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। মুসহাফের শুরুতে ভূমিকায় বৈশিষ্ট ত্রিশটির বিবরণ রয়েছে। তন্মধ্যে বিশেষ কয়েকটি বৈশিষ্ট নিম্নরূপ-
১. এতে রছমেখত সহীহ করা হয়েছে, যেখানে এ দেশে প্রচলিত মুসহাফসমূহে প্রচুর সংখ্যক (কোনো কোনোটিতে শতাধিক) রছমেখতের গলতী রয়েছে।
২. যে সমস্ত সাফ্হার শেষ হয়েছে এমন শব্দের উপর এবং তার পরবর্তী সাফ্হার শুরু হয়েছে এমন শব্দ দিয়ে যা অর্থ ও তারকীবের বিবেচনায় অ-মুনাসেব, সে সমস্ত জায়গায় এ মুসহাফে সাফ্হার পরিমাণে কম-বেশ করে মুনাসেব সংগতি আনয়ন করা হয়েছে।
৩. এ মুসহাফে ২৯ ও ৩০ নং পারাকেও ২০ সাফ্হায় বিন্যস্ত করা হয়েছে। যা হাফেজদের তারাবীহে তিলাওয়াতের পেরেশানীকে দূর করবে।
৪. এ মুসহাফে মুশাব্বাহ্-র আয়াতসমূহের বিবরণ রয়েছে। এবং অন্যান্য মুসহাফের তুলনায় এটি অধিকতর সমৃদ্ধ।
৫. এ মুসহাফে ওয়াকফ ও ইবতিদা বিষয়ক দিক-নিদের্শনা রয়েছে। এবং এটি কোন নির্দিষ্ট কারীর অনুসরণ করে নয় বরং অর্থ বিবেচনা করেই বিষয়টি নিষ্পন্ন করা হয়েছে।
৬. কোনো সূরার একাধিক নাম থাকলে কিংবা কোনো সূরা মাক্কী বা মাদানী হওয়া নিয়ে একাধিক মত থাকলে অবলিক (/) সহকারে সবগুলো লিখে দেওয়া হয়েছে। যাতে ছাত্র জীবন থেকেই শিক্ষার্থীরা বিষয়গুলো অবগত হয়ে যায়।
৭. এই মুসহাফের রুমূঝে আওকাফ (ওয়াকফ করা না করা সংক্রান্ত নির্দেশক চিহ্নাদি) অর্থের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ। এই রুমূঝে আওকাফ গ্রহণ করা হয়েছে ‘মুসহাফুল মদীনা’ থেকে।
৮. এই মুসহাফের প্রতি পৃষ্ঠায় উপরে পারা নম্বর ও সাফ্হা নম্বর বাংলায় লিখে দেয়া হয়েছে। ফলে ছাত্রদের এগুলো লিখে নেয়ার প্রয়োজন পড়বে না।
৯. এ মুসহাফের art work পদ্ধতিতে তৈরি করা শব্দ ও হরকত ইত্যাদি এমন দৃষ্টিবান্ধব ও এতটুকু মোটা যা পাঠ করতে চোখের উপর প্রেসার পড়বে না, দীর্ঘ সময় দেখে তিলাওয়াত করলেও মাথা ব্যথার কারণ ঘটবে না।
১০. এর শব্দ ও হরকত ইত্যাদি অত্যন্ত ঝরঝরে, কোনটিই একটির উপর আরেকটি উঠে যায়নি বা একটির সংগে আরেকটি জড়িয়ে যায়নি।

বিশেষ দ্রষ্টব্য:
1. আল-কুরআনুল কারীম মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন সাহেব-এর দীর্ঘ সাত বছরের তাহকীক ও মেহনতে প্রস্তুতকৃত। এবং হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবসহ আরও অনেক মুহাক্কিক আলেম কর্তৃক তাহকীকসমূহ যাচাইকৃত।
2. বিশুদ্ধতম হওয়ার প্রেক্ষিতে এবং প্রচুর সংখ্যক জরুরি বিষয় অন্তর্ভুক্ত থাকার কারণে হযরত মাওলানা নূর হোছাইন কাছেমী রহ., হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম ও হাফেজ কারী আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমসহ বহু মুহাক্কিক আলেম ও বিজ্ঞ হাফেজ বিশেষত হাফেজ ও আলেমদের জন্য এই মুসহাফটি গ্রহণ করা উচিত বলে অভিমত ব্যাক্ত করেছেন এবং ইতিমধ্যে প্রচুর সংখ্যক মাদরাসার নাজেরা ও হিফজ বিভাগে এটি চালুও হয়েছে।

প্রকাশনায়:
আল-কুরআন পাবলিকেশন্স, কিতাব মার্কেট (যাত্রাবাড়ি বড় মাদরাসা সংলগ্ন), ঢাকা
মোবাইল- ০১৭৬৪-১৮৫৬৫৪

নিম্নের লাইব্রেরি থেকেও সমমূল্যে পাইকারি ও খুচরা ক্রয় করা যায়-
মাকতাবাতুল আবরার ১১/১, ইসলামী টাওয়ার, দোকান নং ২২-২৩, বাংলাবাজার, ঢাকা-১১০০
মোবাইল: 01712- 306364

অনলাইনে অর্ডার করতে : www.maktabatulabrar.com

অর্ডার করতে নিম্নের নম্বরে ইনবক্সও করতে পারেন-01712- 306364
হাদিয়া : ২৭৫ টাকা
উল্লেখ্য: মাদরাসার জন্য একসঙ্গে বেশ কিছু সংখ্যক মুসহাফ ক্রয় করলে বিশেষ ছাড় মূল্য রাখা হয়।

তারাবীহতে কোন্ হাফেজ কোথা থেকে পড়বে: একটি প্রস্তাবনাআমি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা...
18/02/2025

তারাবীহতে কোন্ হাফেজ কোথা থেকে পড়বে: একটি প্রস্তাবনা

আমি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা)-এর যেসব ছাত্রের তারাবীহের জন্য মসজিদ ঠিক হয় না- এরকম কিছু ছাত্র নিয়ে মাদরাসায় আমার রুমে খতম তারাবীহের ব্যবস্থা করি। সাধারণত পাঁচ জন ছাত্র তারাবীহ পড়ায়। প্রতিজন চার রাকআত করে পড়ায়। কিন্তু কে কোন্ চার রাকআত পড়াবে তা নামাযে দাঁড়ানোর পূর্বক্ষণে ঠিক করে দেওয়া হয়, আগে থেকে ঠিক করে দেওয়া থাকে না। এর ফলে প্রত্যেকেই পুরো পারা ইয়াদ করে আসে। এর বিপরীত সব জায়গাতেই আগে থেকে ঠিক করা থাকে কোন্ হাফেজ কোথা থেকে কতটুকু পড়াবে। এতে কী হয়- যে যতটুকু পড়াবে ততটুকু যতটা যত্নসহকারে ইয়াদ করে বাকিটুকু সেভাবে ইয়াদ করে না। ফলে পুরো রমজানেও হাফেজদের পুরো কুরআন ভালোভাবে ইয়াদ করা হয় না। আরও একটা সমস্যা হল- অন্য হাফেজেরটুকু ভালোভাবে ইয়াদ না করার কারণে অন্য হাফেজ ভুল পড়লে ঠিকমত লোকমা দিতে পারে না। ফলে তেলাওয়াতে এমনকি খতমে গোঁজামিল থেকে যায়। অন্য হাফেজের ভুল না ধরার পেছনে কোথাও হাফেজদের মধ্যকার পারস্পরিক ঘোষিত বা অঘোষিত বোঝাপড়াও কারণ থাকতে পারে, তবে অন্যেরটুকু ভালো ইয়াদ না থাকা যে সঠিকভাবে লোকমা না দিতে পারার একটা কারণ তা আমাদের অভিজ্ঞতায় প্রমাণিত। অবশ্য দুই এক জায়গায় এমনও হয় যে, অন্য হাফেজকে ঘায়েল করার জন্য অন্য হাফেজের অংশটুকুও ভালোভাবে ইয়াদ করা হয় কিংবা এমনিতেই পুরো কুরআন ভালোভাবে ইয়াদ করা হয়। তবে এর পরিমাণ কম। অন্যেরটুকু ভালোভাবে ইয়াদ না করার বাস্তবতাই প্রকট। তাই রমজানে সামগ্রিকভাবে হাফেজদের পুরো কুরআন ইয়াদ করার স্বার্থে এবং সঠিকভাবে লোকমা দিয়ে তারাবীহতে তেলাওয়াত ও খতম সুন্দর করার স্বার্থে সব জায়গাতেই এরূপ নিয়ম হওয়া ভালো মনে হয় যে, আগে থেকে নির্ধারিত করা থাকবে না কোন্ হাফেজ কোথা থেকে পড়াবে। নামাযের পূর্বক্ষণে সেটা ঠিক করে দেওয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: লেখাটি গত বছর পোস্ট করা হয়েছিল। কিঞ্চিত পরিবর্তন করে পুন:পোস্ট করা হলো

Address

11/1, ইসলামী টাওয়ার, দোকান নং 22/23, বাংলাবাজার, ঢাকা-1100
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatul Abrar - মাকতাবাতুল আবরার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category