Rakib

Rakib LIKE FOLLOW & SHARE

12/06/2025

12/06/2025

✅ইংল্যান্ডের রাণী মারা গেছেন ১৮ মাসের মতো হলো।
সে পুরো একটা দেশ চালাতো এবং তার কাছে ৯৯.৯% মানুষের চেয়ে বেশি সম্পদ ছিলো। তবুও আপনি এতোদিন তার ব্যাপারে ভাবেননি, এই লেখাটা পড়ার আগে।

আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেনো, আপনি একদিন মারা যাবেন। সবাই আপনাকে ছাড়াই দুনিয়াতে এগিয়ে যাবে।

তাই আপনার যা মন চায় করুন। মানুষজন আপনাকে পছন্দ না করাটা হয়তো খারাপ। তবে তারচেয়েও বেশি খারাপ নিজের মতো বাঁচতে না পারা। ✅

-ক্রিস উইলিয়ামসনের পডকাস্ট থেকে।

বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯৯ সালের ২৮মে ‘অনন্ত ভালোবাসা’-এর মাধ্যমে উত্থান হয়েছিল এক নতুন তারকার। যিনি নিজের প্রতিভা, অধ্য...
28/05/2025

বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯৯ সালের ২৮মে ‘অনন্ত ভালোবাসা’-এর মাধ্যমে উত্থান হয়েছিল এক নতুন তারকার। যিনি নিজের প্রতিভা, অধ্যাবসায়, পরিশ্রম, দক্ষতায় মাত্র ৬ বছরের মাথায় ক্যারিয়ারে রাজত্ব করতে শুরু করেছিলেন, এবং বর্তমানে বাংলা চলচ্চিত্রে তাঁর শীর্ষ অবস্থান পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীদের কাছে দৃশ্যমান! দেখতে দেখতে খ্যাতির আকাশের এই শুকতারা তাঁর রাজকীয় পথচলার ২৬বছর পূর্ণ করলেন।

19/05/2025

😏💥

একবার এক বাগানে এক কৃষক একসাথে বাঁশ ও কাঁঠাল গাছ লাগাল। কাঁঠাল গাছ দ্রুত বড় হতে লাগল, ডালপালা মেলল, ফল ধরল। কিন্তু বাঁশ...
17/05/2025

একবার এক বাগানে এক কৃষক একসাথে বাঁশ ও কাঁঠাল গাছ লাগাল। কাঁঠাল গাছ দ্রুত বড় হতে লাগল, ডালপালা মেলল, ফল ধরল। কিন্তু বাঁশ গাছ অনেকদিন যাবৎ ছোটই রইল—না ফল, না ডালপালা।

অনেকেই কৃষককে বলল, "বাঁশের গাছ তো কিছুই দিচ্ছে না, কেটে ফেলো।"
কিন্তু কৃষক ধৈর্য ধরল। পাঁচ বছর পর হঠাৎ বাঁশ গাছ অতি দ্রুত বাড়তে লাগল—মাত্র কয়েক সপ্তাহে ২০-৩০ ফুট উঁচু হয়ে গেল!

আসলে, এই পাঁচ বছরে বাঁশ তার শিকড় শক্ত করছিল, মাটির নিচে নিজেকে প্রস্তুত করছিল যাতে উপরে উঠে গেলে তা টিকে থাকতে পারে।

শিক্ষা:
জীবনে কখনো কখনো তোমার পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। তুমি তখন নিজের ভিত শক্ত করছো, এবং সময় আসলেই তুমি উচ্চতায় উঠবে।

চেষ্টা চালিয়ে যাও, ফল আসবেই।

~ যখন একটি নেকড়ে বুঝতে পারে যে, অন্য নেকড়ের সাথে লড়াইয়ে তা হারাচ্ছে এবং বিজয়ের কোনো সম্ভাবনা নেই, তখন সে একটি অপ্রত...
10/05/2025

~ যখন একটি নেকড়ে বুঝতে পারে যে, অন্য নেকড়ের সাথে লড়াইয়ে তা হারাচ্ছে এবং বিজয়ের কোনো সম্ভাবনা নেই, তখন সে একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়: সে শান্তিপূর্ণভাবে নিজের গলার শিরা প্রস্তাব করে, যেন বলতে চায়: "আমি হারলাম, তাড়াতাড়ি শেষ করে দাও।"

কিন্তু ঠিক সেই মুহূর্তে, এক অদ্ভুত কিছু ঘটে। বিজয়ী নেকড়ে, শেষ আঘাত করার বদলে, থেমে যায়। একটি প্রাচীন শক্তি তাকে থামিয়ে দেয় - এক নীরব, অন্তঃসত্ত্ব আইন। কিছু একটা, যা তার ডিএনএ-তে বা সম্ভবত তার সীমার বাইরে ভেসে উঠে, বলে যে, প্রজাতির অস্তিত্বের গুরুত্ব নিজের প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার তৃপ্তির চেয়ে অনেক বেশি।

কি অসাধারণ এই প্রাকৃতিক প্রক্রিয়া: হারানোদের মধ্যে কোনো লাজ-লজ্জা নেই, থেমে যাওয়ার মধ্যে কোনো দয়া নেই। শুধু এক নিখুঁত সুষমতা। এখানে কোনো জয়ী বা পরাজিত নেই। দুই নেকড়ে একসাথে চলে যায়, এবং জীবনের চক্র চালু থাকে।

🫠🫠
28/04/2025

🫠🫠

20/04/2025
Discovery চ্যানেলে man vs wild শো এর পর সব চেয়ে জনপ্রিয় শো ছিলো এটা। আমরাও বড় হয়ে গেলাম তারাও হারিয়ে গেলো।
17/04/2025

Discovery চ্যানেলে man vs wild শো এর পর সব চেয়ে জনপ্রিয় শো ছিলো এটা। আমরাও বড় হয়ে গেলাম তারাও হারিয়ে গেলো।

দুই সাইডে ২ টা বাঁশ ২ টা গামছা। কাগজের ফুল, ককশিটে নববর্ষ লিখেনববর্ষের নামে রাষ্ট্রের প্রায় ১ হাজার টাকা ক্ষতি করলেন ইউন...
14/04/2025

দুই সাইডে ২ টা বাঁশ ২ টা গামছা। কাগজের ফুল, ককশিটে নববর্ষ লিখে

নববর্ষের নামে রাষ্ট্রের প্রায় ১ হাজার টাকা ক্ষতি করলেন ইউনুস সরকার।

সংস্কারের নামে জনগনের সাথে প্রতারণা চলছে।🤭

Address

Alamdanga
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib:

Share

Category