Shahedul islam

  • Home
  • Shahedul islam

Shahedul islam � নামাজ বাদ দিও না বন্ধু
এপারে জীবনের চেয়ে ওপার জীবনসুন্দর💗

14/06/2025

দূর থেকে কোনো শিক্ষককে দেখলেই সাইকেল থেকে নেমে যেতাম! 'আমরা সেই প্রজন্ম'

12/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। ゚viralシfypシ゚viralシ

মোবাইলে রিং নাই তবুও ছেলেটি পকেট থেকে মোবাইল বের করে কানে ধরলো। একটু পরেই সদ্যভূমিষ্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। ব...
25/05/2025

মোবাইলে রিং নাই তবুও ছেলেটি পকেট থেকে মোবাইল বের করে কানে ধরলো। একটু পরেই সদ্যভূমিষ্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। বেশ কিছুক্ষণ শব্দ হল। এর পর ছেলেটি মোবাইল পকেটে রেখে দিল। মিনিট পাঁচেক পরে ছেলেটি আবার এমন করলো। এবার আমি হাসিমুখে জিজ্ঞেস করলাম: কী, ফোন আসতেছে? কথা বলতে হলে রিক্সা সাইডে থামিয়ে কথা বলেন।

ঘামে সিক্ত কালো বর্ণের ছেলেটি মুখটি আমার দিকে ঘুড়িয়ে মিলিয়ন ডলারের এক হাসি দিয়ে বললো: কল আসে নাই ভাই, দুইদিন আগে দেশে আমার এক মেয়ে হইছে। মায়ে ফোন দিছিলো। মেয়েটা কি সুন্দর কান্দে। সেই কান্দা রেকর্ড করে রাখছি। কিছুক্ষণ পর পর সেই রেকর্ড বাজিয়ে শুনি। কি যে ভালো লাগে 🥰

সংসার মায়া ভালোবাসা
কপি পোষ্ট......

All Sheba NFC Visiting and Privilege Cardএখন আর বারবার কার্ড প্রিন্টের ঝামেলা নেই।একমাত্র একটি NFC (নিয়ার ফিল্ড কমিউনিকে...
24/05/2025

All Sheba NFC Visiting and Privilege Card

এখন আর বারবার কার্ড প্রিন্টের ঝামেলা নেই।

একমাত্র একটি NFC (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনি পাবেন বিভিন্ন সুবিধা এবং সেবা।

কার্ডের বিশেষ সুবিধাসমূহ:

1. ডিজিটাল NFC ভিজিটিং কার্ড:

এক কার্ডে সবকিছু, বারবার কার্ড প্রিন্টের প্রয়োজন হবে না।

WhatsApp/ Facebook ID সহ সামাজিক মাধ্যমের সকল তথ্য সেভকরা যাবে, মোবাইল NFC সাপোর্ট হলে সোজা লিঙ্কে ক্লিক করে সকল তথ্য সেভ করে নিতে পারবেন। NFC সাপোর্ট না থাকলে QR কোড স্ক্যান করেও তথ্য সেভ করা যাবে।

2. ২৪/৭ ডাক্তার কনসালটেন্সি সেবা:

ফোন কলের মাধ্যমে কার্ডধারী সদস্য এবং তার সাথে ১/২ সন্তানের জন্য প্রতি বছর যতবার প্রয়োজন, ডাক্তার ফ্রি কনসালটেন্সি ও প্রেসক্রিপশন সেবা পাবেন।

3. দৈনন্দিন খরচে ১০-১৫% ছাড়:

কার্ডধারীরা তাদের দৈনন্দিন খরচে ১০-১৫% ডিসকাউন্ট পাবেন।

4. মোবাইল রিচার্জে ডিসকাউন্ট:

সকল অপারেটরের মোবাইল রিচার্জে ৪% ডিসকাউন্ট।

5. বাস, ক্রুজ, বিমান টিকিটে ডিসকাউন্ট:

বাস, ক্রুজ এবং বিমান টিকিট সহ বিভিন্ন রেস্টুরেন্ট, হাসপাতাল, ফার্মেসি, জিম, পার্লারসহ ২৮ ক্যাটাগরিতে ৫%-৫০% পর্যন্ত SHAHডসকাউন্ট।5. বাস, ক্রুজ, বিমান টিকিটে ডিসকাউন্ট:

6. বীমা সেবা:

লাইফ ইন্সুরেন্স: ক্রয়ের ২ মাস পর এক্সিডেন্টে চিকিৎসার প্রয়োজন হলে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সাপোর্ট পাবে। অঙ্গহানি / এক্সিডেন্ট: ২ মাস পর থেকে এক বছরের মধ্যে অঙ্গহানি বা এক্সিডেন্টের ক্ষেত্রে ১-২ লক্ষ টাকা পর্যন্ত সাপোর্ট পাবে।

7. এক্সিডেন্টে ক্ষতিপূরণ:

এক বছরের মধ্যে এক্সিডেন্টে লাইফ লস হলে, ১-২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ।

৪. জরুরি ব্লাড সাপোর্ট:

জরুরি ব্লাডের প্রয়োজন হলে অগ্রাধিকার ভিত্তিতে ব্লাড সাপোর্ট পাবেন। এখনই অর্ডার করুন All Sheba NFC Visiting and Privilege Card! আপনার দৈনন্দিন খরচ কমাতে এবং অসাধারণ সুবিধা পেতে আজই অর্ডার করুন।

07/05/2025

যুদ্ধ কোন দেশের শান্তি আনে না,
যুদ্ধ নয় আমরা শান্তি চাই।

পৃথিবীটা মানুষের হউক মানবিক হোক🌸

এক হাসিতেই তার জীবনের অধ্যায় শেষ হলো..😢
20/04/2025

এক হাসিতেই
তার জীবনের অধ্যায় শেষ হলো..😢

15/04/2025

দুঃখ দিলে প্রেম দিলে না - নিখু্ঁত ভাবে কাঁদিয়ে বললে আর কেঁদোনা 😥💔

15/04/2025

একদিন ধুলো মিশা এই বিচ্ছিরি চেহেরা আমার স্বাভাবিক হয়ে যাবে,

তখন আয়নার সামনে দাড়িয়ে ভাববো কোনো একদিন এই বিচ্ছিরি চেহেরা টা ব্যাকুল ভাবে কেঁদেছিল কোনো এক নিকৃষ্ট মায়াবতীর জন্য..!!😅❤️‍🩹

লেখক: অপরিচিত মানুষ 💔

Address

Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Shahedul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahedul islam:

  • Want your business to be the top-listed Media Company?

Share