
08/06/2025
যেসব ছেলে কুরবানী ঈদে গরুর চাম* ড়া ছিলে, রান নামায়, হাড্ডি কো* পা* য়, মাংস কা* টে, মাংস ভাগাভাগি করে, আরেকজনের বাসায় মাংস নিয়ে যায় আর যেসব মেয়ে মাংস কা* টে বা বাসায় মাংস আনার পর সেগুলো গোছানোর কাজ করে, রান্না করে সর্বোপরি যারা কুরবানী ঈদে কাজ করে তাদের ঈদ খারাপ যায়না। তারা ঈদের প্রতিটা মুহুর্ত ফীল করে।
আপনি ফার্মের মুর*গী আপনি কোনো কাম করেন না, আপনার ঈদের দিন বোরিং ই লাগবে। নিজে যে ফার্মের মুর*গী লজ্জা থাকলে এটা আর জনে জনে বলে বেরাইয়েন না।
©