18/08/2025
আম্মু হাতে একটু ব্যা%*থা পায়ছে এইজন্য আব্বু আম্মুরে কাজ করতে দিচ্ছে না!!
আম্মু কিছু করতে গেলে আব্বু গিয়ে নিয়ে নেয়,, আজকে কলেজ থেকে আসার পর শুনলাম ভাত, তরকারি রান্না করছে আব্বু!!
প্রতিদিন আসার পর আম্মু শরবত বানায় দেয় আজকে আব্বু নিজে বানায় দিছে!! যাওয়ার সময় আম্মুরে বলে গেছিলাম "ফোন নিচ্ছি না চার্জ নাই!!
আসার পর দেখি ফুল চার্জ,, দরজার সামনে এসে আব্বু বলে "" তোর ফোন কিন্তু আমি চার্জ দিয়ে রাখছি দেখ চার্জ হয়ছে কী-না ""!
বিকালে নিজে নিজে গাছে পানি দিলো,, আম্মুর কষ্ট হবে বলে নিজে চা বানায়!!আমাকে ও করতে দেয় না ভালো করে!
আমার আম্মু আব্বুর এসব কান্ড দেখে আমাকে ডেকে ডেকে দেখায় ""দেখ তোর বাপের কান্ড কি শুরু করছে""!
এমন হাসি খুশির মূহুর্ত আল্লাহ জীবনে রাখছে আর কি চাইবো!!
আল্লাহ সবার আব্বু আম্মুকে নেক হায়াত দান করুক!!
~সংগৃহীত~