Unique Brand

Unique Brand মেয়ে মানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকমের হয়, শুধু মনের মত হয় না💞🥰

আমরা অনলাইনে শুরু থেকেই ladies Clothing আইটেম ন্যায্য দামে দিয়ে আসছি। আমরা কাজ করি এদেশের সাধারণ মানুষের জন্য।

জালিয়াতির রিপোর্ট ছাড়া আমরা এডভান্স কোন পেমেন্ট নেই না।সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি।

প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি এবং গুণগতমান চেক করে পেমেন্ট করার সুবিধা রয়েছে।

গ্রাহকের সাথে বিশ্বাসের বন্ধন গড়ে তোলায় আমাদের লক্ষ্য।আপনাদের সাথে নতুন পথচলা শুরু করলাম।

আমরা কখনই বলবো না আমাদের থেকে প্রোডাক্ট কিনুন শুধু বলবো আমাদের পাশে থাকুন, যেই ভালোবাসাটা দিচ্ছেন সেটা শুধু কন্টিনিউ করুন।
তাহলেই হবে💕

পাশের বাসার ভাবীদের নতুন সোফা। সকাল সকাল এসে ডেলিভারি দিয়ে গেলো। সোফাটি দেখতে ভালো লাগলো, সাথে কম্ফোর্টও মনে হলো। আমিও অ...
18/08/2025

পাশের বাসার ভাবীদের নতুন সোফা। সকাল সকাল এসে ডেলিভারি দিয়ে গেলো। সোফাটি দেখতে ভালো লাগলো, সাথে কম্ফোর্টও মনে হলো। আমিও অনেকদিন ধরে নতুন সোফা কিনবো ভাবছি জামাইকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি, এরকম সোফা নিলে মন্দ হবে না। আচ্ছা এই ধরনের সোফা কোথায় পাওয়া যায় ঢাকার মধ্যে ? কেউ জানলে একটু লোকেশনটা কমেন্ট কইরেন।

ভাবিকে ধ''র্ষ''ণ করতে গিয়ে স্প''র্শকা''তর অ''ঙ্গ হারালেন দেবর...
18/08/2025

ভাবিকে ধ''র্ষ''ণ করতে গিয়ে স্প''র্শকা''তর অ''ঙ্গ হারালেন দেবর...

৩৫ বছরের নারীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি। মুরুব্বির ভাষ্য: হয় আমার টাকা দেবে নয়তো ...
18/08/2025

৩৫ বছরের নারীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি। মুরুব্বির ভাষ্য: হয় আমার টাকা দেবে নয়তো বিয়ে করবে।🤐

আজকে রাজধানীর গুলশান-১ নম্বর এর সেকশন থেকে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদির পিতা নাসির উদ্দিনকে গ্রে-*ফ-তা*-র করেছ...
18/08/2025

আজকে রাজধানীর গুলশান-১ নম্বর এর সেকশন থেকে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদির পিতা নাসির উদ্দিনকে গ্রে-*ফ-তা*-র করেছে ডিবি....।

তৌহিদ আফ্রিদি-কে গ্রে *প্তা* র করতে ২৬ ঘণ্টার আ-ল-টি-মে-টা-ম দিয়েছে 🙂

~সংগৃহীত~

সব বুঝলাম বাট মা জননী?🙂💔
18/08/2025

সব বুঝলাম বাট মা জননী?🙂💔

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation...
18/08/2025

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।

প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত। তবু কেও বিরক্ত হতনা। SMS বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হত। তখন green tick নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা। রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাঁচিয়ে রাখা।

তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।

~সংগৃহীত~

আম্মু হাতে একটু ব্যা%*থা পায়ছে এইজন্য আব্বু আম্মুরে কাজ করতে দিচ্ছে না!!আম্মু কিছু করতে গেলে আব্বু গিয়ে নিয়ে নেয়,, আজকে ...
18/08/2025

আম্মু হাতে একটু ব্যা%*থা পায়ছে এইজন্য আব্বু আম্মুরে কাজ করতে দিচ্ছে না!!

আম্মু কিছু করতে গেলে আব্বু গিয়ে নিয়ে নেয়,, আজকে কলেজ থেকে আসার পর শুনলাম ভাত, তরকারি রান্না করছে আব্বু!!

প্রতিদিন আসার পর আম্মু শরবত বানায় দেয় আজকে আব্বু নিজে বানায় দিছে!! যাওয়ার সময় আম্মুরে বলে গেছিলাম "ফোন নিচ্ছি না চার্জ নাই!!

আসার পর দেখি ফুল চার্জ,, দরজার সামনে এসে আব্বু বলে "" তোর ফোন কিন্তু আমি চার্জ দিয়ে রাখছি দেখ চার্জ হয়ছে কী-না ""!

বিকালে নিজে নিজে গাছে পানি দিলো,, আম্মুর কষ্ট হবে বলে নিজে চা বানায়!!আমাকে ও করতে দেয় না ভালো করে!

আমার আম্মু আব্বুর এসব কান্ড দেখে আমাকে ডেকে ডেকে দেখায় ""দেখ তোর বাপের কান্ড কি শুরু করছে""!

এমন হাসি খুশির মূহুর্ত আল্লাহ জীবনে রাখছে আর কি চাইবো!!

আল্লাহ সবার আব্বু আম্মুকে নেক হায়াত দান করুক!!

~সংগৃহীত~

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Unique Brand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Brand:

Share

Category