25/07/2025
বয়স যত বাড়ছে , ততই যেনো ,নতুন কিছু করার,নতুন কিছু শেখার ,তাড়না অনুভব করছি। ধরা বাধা নিয়মে ,নিজেকে কোনো দিন ও বাধতে চাইনি! এখনো চাইনা!
প্রতিনিয়ত , নতুন কিছু করার মধ্যে আনন্দ আমার। মেয়েদের গন্ডির মধ্যে থেকে ,আমাকে যে ঘোর সংসারি হতে হবে ,কোমড় বেধে ,নিপূণ হস্তে সংসারই করতে হবে আজীবন,এই জিনিসটা তে আমার ভিষণ আপত্তি।
সংসারটা কোনো এক্সাম পেপার নয় যে ,আমাকে উঠে -পড়ে সেখানে ১০০ তে ১০০ পেতে হবে ।
আমার দ্বারা হবে না এটা!
নিজের ইচ্ছে গুলিকে সময় দিতে গেলে ,সংসারটা একটু এলোমেলো থাকবে ,কোনো একদিন ,সংসারটা গোছাতে গেলে ,অফিসের কাজটা এলো মেলো থাকবে ,ইচ্ছেটা -পরের দিনের জন্য পরে থাকবে। আবার ইচ্ছে পূরণের সময় ,উল্টোটা ঘটবে।
,এভাবেই ফেলে ,গুছিয়ে ,রেখেই ,কিছুটা অসমান্তরালে পুরো জীবনটা উপভোগ করতে চাই ।
আমার কাছে ,জীবন আর সংসার দুটোই ইনপার্ফেক্ট ই থাক।
বি: দ্র: যারা সোস্যাল মিডিয়াতে ,আমি নারী ,আমি সব পারি , এই স্লোগান দেয় , যারা প্রমাণ করার চেষ্টা করে ,সব কিছুতে সেই নিঁখুত ,! তাদের চিন্তা এবং উপস্থাপন নিয়েও ,বেশ আপত্তি। মানুষ কখনোই ,সব কাজে ,সমানতালে পারদর্শী হতে পারে না। আর গল্পটা সবসময় ,একপাক্ষিক ইচ্ছে ত্যাগের ও হতে পারে না।