WiTh FarJana

WiTh FarJana এখন প্রচারনা হক ভিন্ন এক গল্পের মাধ্যমে!!
যেই প্রতিটি গল্পে প্রচার হবে আপনার স্বপ্ন , আপনার ব্রান্ড । simple confident ,always love to smile.

কত প্লান ছিলো আজকে। Shidur Flagship Store By Shethi এর গ্রান্ড ওপেনিং এ যাবো। কত আপুদের সাথে দেখা হবে।অনেক ছবি তুলবো সবা...
01/08/2025

কত প্লান ছিলো আজকে। Shidur Flagship Store By Shethi এর গ্রান্ড ওপেনিং এ যাবো। কত আপুদের সাথে দেখা হবে।অনেক ছবি তুলবো সবার সাথে ,সাথে অনেক গুলি শপিং। Shidur এতো এতো অফার!!কিন্তু ,এখন পর্যন্ত মাথা তুলে , ৫ মিনিট বসে থাকার মত শক্তিটাই পাচ্ছি না!এই কয় লাইন লিখছি প্রায় ৪০ মিনিট ধরে! আল্লাহ ,একটু শক্তি দাও। আর পারছি না।

সবার শপিং করা দেখে ,আফসোস হচ্ছে!!আমি মনে হয় আর কিছুই পাবো না 😢

গয়না চোর ভুত! 🙄
30/07/2025

গয়না চোর ভুত! 🙄

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me to making content that you love.  #শাকচুন্নি          ...
30/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me to making content that you love.



#শাকচুন্নি

30/07/2025

ভিষণ প্রিয়!

28/07/2025

জ্বর!!
মস্তিষ্ক পুরোপুরি বিদ্রোহ করছে!!

কি!  শপিং করতে কোথায় যাচ্ছি বলুন তো!!  ভিন্টেজ কোনো  বিদেশি শপে!!  এটা কিন্তু মোটেই বিদেশে না!!  আমাদের চিরচেনা ঢাকার মি...
27/07/2025

কি! শপিং করতে কোথায় যাচ্ছি বলুন তো!! ভিন্টেজ কোনো বিদেশি শপে!!

এটা কিন্তু মোটেই বিদেশে না!! আমাদের চিরচেনা ঢাকার মিরপুরেই.।
কোথায়?? বলছি -
আমাদের প্রিয় Shidur কে , কে না চেনেন! shethi আপুর কথা আলাদা না বলি! কারন সে তো এই সিঁদুরের প্রাণ।

তো সিঁথি আপু ,আমাদের শপিং এক্সপেরিয়েন্সটা ,আরো বেশি এক্সাইটিং করতে , নিয়ে এসেছে
Shidur Flagship Store By Shethi.

এর গ্রান্ড ওপেনিং হতে যাচ্ছে , আগস্টের ১ তারিখে।
L.A.Plaza Level 3.
Opposite of Mirpur Stadium.Gate No : 04
সন্ধ্যা : ৭ টায়।

আমি তো খুব এক্সাইটেড!! কারা কারা আসবেন বলুন তো , শপিং করতে!! ❤️

ওপেনিং উপলক্ষে বিশেষ অফার ,হিউস ডিস্কাউন্ট ,ফ্রি সারপ্রাইজ গিফট তো থাকছে ,সাথে আরো অনেক কিছু। 💕

এবার শপিং হবে মনের মত ,তাও স্পেশাল ডিস্কাউন্টের সাথে। ❤️❤️❤️

26/07/2025

যত দিন যাচ্ছে ,জীবনের বাস্তবতা তত সামনে আসছে!! জীবনটা সত্যি বেশ কঠিন!!

বয়স যত বাড়ছে  , ততই যেনো ,নতুন কিছু করার,নতুন কিছু  শেখার ,তাড়না অনুভব করছি। ধরা বাধা নিয়মে ,নিজেকে কোনো দিন ও বাধতে চাই...
25/07/2025

বয়স যত বাড়ছে , ততই যেনো ,নতুন কিছু করার,নতুন কিছু শেখার ,তাড়না অনুভব করছি। ধরা বাধা নিয়মে ,নিজেকে কোনো দিন ও বাধতে চাইনি! এখনো চাইনা!

প্রতিনিয়ত , নতুন কিছু করার মধ্যে আনন্দ আমার। মেয়েদের গন্ডির মধ্যে থেকে ,আমাকে যে ঘোর সংসারি হতে হবে ,কোমড় বেধে ,নিপূণ হস্তে সংসারই করতে হবে আজীবন,এই জিনিসটা তে আমার ভিষণ আপত্তি।
সংসারটা কোনো এক্সাম পেপার নয় যে ,আমাকে উঠে -পড়ে সেখানে ১০০ তে ১০০ পেতে হবে ।
আমার দ্বারা হবে না এটা!
নিজের ইচ্ছে গুলিকে সময় দিতে গেলে ,সংসারটা একটু এলোমেলো থাকবে ,কোনো একদিন ,সংসারটা গোছাতে গেলে ,অফিসের কাজটা এলো মেলো থাকবে ,ইচ্ছেটা -পরের দিনের জন্য পরে থাকবে। আবার ইচ্ছে পূরণের সময় ,উল্টোটা ঘটবে।
,এভাবেই ফেলে ,গুছিয়ে ,রেখেই ,কিছুটা অসমান্তরালে পুরো জীবনটা উপভোগ করতে চাই ।

আমার কাছে ,জীবন আর সংসার দুটোই ইনপার্ফেক্ট ই থাক।

বি: দ্র: যারা সোস্যাল মিডিয়াতে ,আমি নারী ,আমি সব পারি , এই স্লোগান দেয় , যারা প্রমাণ করার চেষ্টা করে ,সব কিছুতে সেই নিঁখুত ,! তাদের চিন্তা এবং উপস্থাপন নিয়েও ,বেশ আপত্তি। মানুষ কখনোই ,সব কাজে ,সমানতালে পারদর্শী হতে পারে না। আর গল্পটা সবসময় ,একপাক্ষিক ইচ্ছে ত্যাগের ও হতে পারে না।

সময়ে আমাতেই আমি বিলিন!! প্রশান্তি           #চাপ্রেমী!
25/07/2025

সময়ে আমাতেই আমি বিলিন!!

প্রশান্তি

#চাপ্রেমী!

নিজের সাথের হিসাবটা নিজেকেই করতে হবে!  দিন শেষে, ঠিক ভুল ,নিজেকেই ঠিক করতে হবে!! একজন মানুষ কখনোই ১০০% পার্ফেক্ট না।আমি ...
24/07/2025

নিজের সাথের হিসাবটা নিজেকেই করতে হবে!
দিন শেষে, ঠিক ভুল ,নিজেকেই ঠিক করতে হবে!!

একজন মানুষ কখনোই ১০০% পার্ফেক্ট না।আমি ও না! আপনি ও না! আমার অনেক ভুল আছে ,অনেক দোষ আছে। সবারই কিছু না কিছু ভুল থাকে।
তবে নিজেকে আপনাকে ৩ দিক থেকে ১০০ তে ১০০ দিতে হবে।
১-আপনার আত্মবিশ্বাস!
২- আত্মসম্মান
৩- লক্ষের প্রতি অটল।

আপনাকে জানতে হবে ,আপনি কি করছেন! আর কি করতে যাচ্ছেন!
আপনার লক্ষ কি!?
আপনাকে কোন পথে হাঠতে হবে,আপনাকে বুঝিতে হবে। তাহলেই দেখবেন জীবনে আর নিজেকে অপূর্ণ লাগবে না!!



Saree Aristo Lady-অভিজাত নারী

তারিখটার তাৎপর্য তো অনেক কিছু ছিলো!  ছোটবেলার ভাব- সম্প্রসারণ পড়েছিলাম একটা -- "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"আ...
23/07/2025

তারিখটার তাৎপর্য তো অনেক কিছু ছিলো!

ছোটবেলার ভাব- সম্প্রসারণ পড়েছিলাম একটা -- "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"

আজ মনে হচ্ছে ,সবাই শুধুই ,পাশের জন্যই পড়েই ছিলাম! শিখিনি কিছুই , মনের মধ্যে ধারণও আর করিনি!!

সর্বশেষ ,মাস শেষে জমা খরচের হিসেব করতে হবে! অনেক-দায়-দায়িত্বের মধ্যে ,নিজের সহ কয়েকজনের ব্যবসায়ের থেকে উপার্জনের চেষ্টা করতে হবে, আজ থেকে আবারো দৈনন্দিন কাজে ফিরতে হবে!

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when WiTh FarJana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WiTh FarJana:

Share