Nobina Akter

Nobina Akter Hi there I'm Nobina Akter professtional Digital Marketing & SEO expert .knock me anytime for Digital Marketing service. This my personal page.

Assalamoalikom, Hi,there i'm Nobina Akter professional Digital& SEO expert marketer. knock me anytime for your Digital Marketing problem solution. I'm friendly, responsible, organized, and positive thinking person.I always try to increase my knowledge in Digital Marketing services. I hav

e hard working in Digital Marketing. I'm never late completing my work. So, you can trusted my organization.'Thank you'

সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানেন?আপনি কারও প্রতি মন খুলে ভালোবাসা, শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন, অথচ সে একটুও আপনাকে গুরুত্...
14/08/2025

সবচেয়ে কষ্টের ব্যাপার কী জানেন?
আপনি কারও প্রতি মন খুলে ভালোবাসা, শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন, অথচ সে একটুও আপনাকে গুরুত্ব দিল না। যেন আপনি তার জীবনে অপ্রাসঙ্গিক, অবাঞ্চিত—এটা উপলব্ধি করা সত্যিই যন্ত্রণাদায়ক।
কেন এমন হয়? কেন আপনি ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে পাত্তা দেয় না?
এই প্রশ্নটা অনেকের মনে আসে। উত্তরগুলো কঠিন, কিন্তু বাস্তব। আসুন ভেঙে বলি—
১. কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে
যে মানুষটি নিজেই জানে না সে কী যোগ্যতা রাখে, তাকে যদি আপনি 'বিশেষ' করে তোলেন, সে ভাববে আপনি দুর্বল। এই মূল্যবোধের গণ্ডগোল এখানেই— অযাচিত সম্মান বা প্রশংসা অনেকেই নিতে জানে না। তারা ভাবতে শেখে, “এই লোক তো এমনিতেই আমার পেছনে ঘুরছে। কাজ চালিয়ে নি।”
এভাবেই আপনি তার চোখে আপনার 'মূল্য' হারান।
২. অল্পতে কাউকে বেশি গুরুত্ব দিলে
আমরা যাদের জন্য নিজের সময়, এনার্জি, ইমোশন খরচ করি, তারা ধরে নেয় আপনি 'সহজে' পাওয়া। মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না, বরং সুযোগ নেয়। যার পেছনে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন, সে ভাবছে, “আমি তো কিছুই করিনি, তাও এভাবে আগলে রাখছে! তাহলে তো আমার বেশি কিছু করতেই হবে না।”
৩. কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে
আপনার ভেতরের গল্প, কষ্ট, আবেগ, পরিকল্পনা—সব কিছু যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন, তারা ভাবতে পারে, আপনি হালকা ধরনের মানুষ। মানুষ রহস্যময় জিনিসে আগ্রহী হয়। আপনি যদি নিজেকে একবারে খুলে দেন, তাহলে আগ্রহ হারিয়ে যায়। এ ছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয়। তখন সেই মন-খোলা কথাই আপনার বিপদ ডেকে আনে।
৪. খুব সহজে কাউকে আপন ভাবলে
মানুষকে আপন করে নেওয়া খারাপ নয়। কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগ হারান। সবাই আপনার মত আপন হতে পারে না। অনেকে দূরত্ব চায়, অনেকে আপনার স্নেহ বা ভরসাকে বোঝে না। তখন আপনার আন্তরিকতাও চাপ মনে হয় তাদের কাছে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হয়, পরীক্ষা করে, সময় দিয়ে।
তাহলে কী করবো? মানুষকে পাত্তা দেব না?
না, অবশ্যই দেবেন। কিন্তু বুঝে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে—নিজের দাম বোঝা।
নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে আগে সম্মান দিন।
যাকে আপনি দাম দেবেন, সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কি না, সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন।
মনোযোগ, শ্রদ্ধা, ভালোবাসা—সবই দামী জিনিস।
আপনি যাকে এটা দিচ্ছেন, সে যদি বুঝতে না পারে, তাহলে সেটা তুলে নিতেও ভয় পাবেন না।
আসলে জীবনে সম্পর্ক গড়তে গেলে আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ যদি কেবল একতরফা হয়, সেটা ক্ষয় করে, বাড়ায় না।
যাকে আপনি পাত্তা দেন, যদি সে আপনাকে অবহেলা করে—তাহলে আপনি কিছু হারাননি, বরং একটা ভুল সময়মতো চিনে ফেলেছেন।
নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না।
আপনি যে যত্ন দেন, সেটা সস্তা নয়।
আর যাদের সেটা বোঝার যোগ্যতা নেই, তারা আপনাকে পাত্তা না দিলেও কিছু যায় আসে না।
কারণ, আপনি জানেন—আপনার মূল্য কত।
"এক জন চরিত্রহীন, আরেক জনকে চরিত্রহীন ভাববে এটাই স্বাভাবিক"। ওই যে কথায় আছে,
""চোরে চোরকে চিনে, আর সাধু চিনে সাধুতা ""
কিন্তু কথা হলো,এর প্রভাবে যে অন্যজন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায় তার খবর কি কেউ রাখে?
নিজের চেয়ে অন্যের কোনোকিছু কে বেশি প্রায়োরিটি দেওয়া রীতিমতো বোকামি।
সময় হলে ঠিক বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যহীন বা সে নিরুপায়!😂
মানুষ তুমি ধন্য , নিখুঁত অভিনয়ের জন্য!
ইন'শাআল্লাহ,একদিন ঠিক নিজেকে সামলে নিব🥰
ধর্মভীরু মানুষের নিকৃষ্টতম আচরণ ভুলে যাওয়া যাবে কী?
যাদেরকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা হয়, তাদের দেওয়া আঘাতে সেই হৃদয়টাই
আবার নিঃশব্দে চূর্ণবিচূর্ণ হয়💔।
যা দেখাও যায় না,বুঝাও যায়না । শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসে প্রতিটি ক্ষণে।
তবুও ভাঙ্গা হৃদয়ে এই প্রার্থনা করি, ভালো থাকুক স্বার্থপর মানুষগুলো।

(Collected)

07/08/2025

🩷🩷🩷আমার আমি🩷🩷🩷

🌀 "আমি আগে মানুষকে বেশি গুরুত্ব দিতাম, ওদের আচরণকে নিজের দোষ ভাবতাম…"

কিন্তু এখন বুঝি —
প্রত্যেক মানুষ যেমন আচরণ করে, সেটি তার নিজের মনের অবস্থার প্রতিফলন, আমার নয়।

🔸 আমি কেমন করে নিজেকে প্রকাশ করি, সেটা আমার আত্ম-চেতনার প্রকাশ।
🔸 আর অন্যরা কেমন করে নিজেকে প্রকাশ করে, সেটা তাদের মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যেসের প্রতিচ্ছবি।

মানুষ অনেক সময় নিজের ভিতরের বিষ, কষ্ট, অপূর্ণতা, হীনমন্যতা — সবকিছু অন্যের উপর চাপিয়ে দেয়। তারা যেমন নিজেকে বোঝে না, তেমনি অন্যকেও বোঝার চেষ্টা করে না।

🔯 মনস্তত্ত্ব যা বলে:

▪️ প্রজেকশন (Projection) নামক এক মানসিক প্রতিরক্ষা পদ্ধতিতে মানুষ নিজের দোষ বা ব্যর্থতা অন্যের উপর চাপিয়ে দেয় — যেন নিজের অপরাধবোধ থেকে মুক্তি পায়।

▪️ আবার Social Conditioning-এর মাধ্যমে মানুষ এমন পরিবেশে বড় হয়, যেখানে অসুস্থ আচরণকে ‘স্বাভাবিক’ ভাবা হয়। তাই তারা বারবার আপনাকেই ভুল প্রমাণ করতে চায়।

🟥 "কেউই এত ব্যস্ত না যে সময় দিতে পারে না —
সত্যি বলতে, এটা শুধু প্রাধান্যের (priority) ব্যাপার।"

যে মানুষ আপনাকে গুরুত্ব দেয়, সে সময় করে, না পারলে কারণ জানায়। আর যে দেয় না, সে শুধু অজুহাত দেয়। মানুষ যা ভালোবাসে, তার জন্য সময় বার করেই ফেলে।

তাই— 👉 “ও তো খুব ব্যস্ত ছিল” – এই কথাটা বারবার বিশ্বাস করার আগে ভাবুন, আপনি ওর প্রাধান্যের তালিকায় আছেন তো?

🟥 "অন্য কেউ তোমার সম্পর্কে কী ভাবছে,
তা তোমার দায়িত্ব নয়"

❝তোমার একটা নিজস্ব রঙ আছে –
ওরা সেটা না বুঝে
নিজেদের মতো করে আঁকে
একটা বিকৃত ছবি –
আর বলে, ‘তুমি তো এমনই!’❞

তোমার দায়িত্ব শুধু নিজের সত্য রূপ ধরে রাখা।
তাদের তৈরি করা কল্পচিত্র নয়।

🟥 মানসিকভাবে সুস্থ মানুষ চুপ করে বিচার করে।
অসুস্থ মানুষ নিজের দোষও অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়।

তারা নিজের ভুল দেখে না, কিন্তু তোমার সামান্য আবেগও “বাড়াবাড়ি” বলে আখ্যা দেয়। কেন?

❝কারণ তারা এমন লোকদের সঙ্গে বড় হয়েছে
যারা এই ভুল আচরণকে স্বাভাবিক বলে মানে।❞

🟥তাই এখন থেকে—
🔹 নিজেকে দোষ না দিয়ে
🔹 মানুষের আচরণ বুঝে নেওয়া শিখো।
🔹 নিজের মূল্য নিজেই নির্ধারণ করো।
🔹 কেউ অবহেলা করলে, ভেঙে পড়ো না — বুঝে নাও, ওটা তাদের মানসিক অক্ষমতা।

Counselling Psychologist পেজের থেকে বার্তা:

✍️অন্যের দৃষ্টিভঙ্গি আপনার মানসিক শান্তি কেড়ে নিতে দেবেন না।
নিজেকে জানুন, ভালোবাসুন — আর অন্যের আচরণকে নিজের সম্মানময় অস্তিত্বের মাপকাঠি হিসেবে গ্রহণ করবেন না।
কপি পোস্ট

16/06/2024

যেসব লোক সামনে অনেক প্রশংসা করে, পিছনে তারাই আবার সমালোচনার ঝড় তুলে।তাই অতিরিক্ত প্রশংসায় নিজেকে ভাসিয়ে দেয়ার কিছু নাই🥰।

14/06/2024

কিছু কিছু লোক আছে,যারা পরের ভালো দেখলে নিজেরা হিংসায় জ্বলে পুড়ে
মরে😛😛🐸

💜💜💜ইনশা'আল্লাহ❤️❤️❤️
08/06/2024

💜💜💜ইনশা'আল্লাহ❤️❤️❤️

15/04/2024

আলহামদুলিল্লাহ
সবাই প্রস্তুত তো শাওয়াল মাসের রোজা রাখার জন্য🥰

10/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

10/04/2024

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম।সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

07/04/2024

লাইলাতুল কদরের নিয়তে বেজোড় রাতে টাইম লাইনে রেখে বেশি বেশি পড়ুন.

পুরোটা পড়বেন কিন্তু
একটা শব্দ ও বাদ দিবেন না।
সামান্য একটু সময় ব্যয় করেন
আশা করি ঠকবেন না— ইনশাআল্লাহ!🌸🌸

কেমন আছেন.? 😊

যেমনই থাকেন একটু মুচকি হাসেন
এবার বলেন, আলহামদুলিল্লাহ 🥰
আবার বলেন
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই.?😊

আল্লাহুম্মাগফিরলি

আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার?🥀

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগফির ওয়ালিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

আলহামদুলিল্লাহ 🥰

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ 🥀

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ 🌻

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ 😍

আবার পড়ুন।।(তিন বার)

বিসমিল্লাহ্‌ হিররাহমানীর রাহিম

কুল হুওয়াল্লা-হু আহাদ।
ওল্লা-হুসসামাদ।
লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।(3 বার পড়ুন)

পেয়ে গেলেন ত এক খতম কোরয়ান শরীফের ছাওয়াব
বলুন আলহামদুলিল্লাহ্‌।

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
(’তিন বার পড়ি)

মিজানের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর
কাছেও অধিক পছন্দনীয়।
এবার ত অনেক নেকীর মালিক হয়ে গেলেন।

নিচে জান...
এবার পড়েন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

যখন উঠে দাড়াবেন তখন পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
বসে থাকলে পড়বেন.....
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ

#কদর #লাইলাতুলকদর #শবেকদর #বরকতময়রাত #মাহেরমজান

জেনে রাখা ভালো 🤔🤔🤔
01/04/2024

জেনে রাখা ভালো 🤔🤔🤔

29/03/2024

এক এক করে যাচ্ছে চলে মাহে রমজান,
কি করে দিবো আমি তার প্রতিদান,
ক্ষমার আশায় আজও আমি তুলি দুইহাত
কবুল করো আলাহ তুমি আমার মুনাজাত

29/03/2024

জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে, এবাদতের
সময়ত চলে গেলো।
"হে করুণাময় আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন।"
আমিন)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nobina Akter:

Share