Md Tanbir Hasan

Md Tanbir Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Tanbir Hasan, Media, mymensingh, Dhaka.

হেপাটাইটিস: নীরব ঘাতক!হেপাটাইটিস হলো লিভারের একটি প্রদাহজনিত রোগ, যা সাধারণত ভাইরাসের সংক্রমণে হয়। প্রধানত পাঁচ ধরনের হে...
05/05/2025

হেপাটাইটিস: নীরব ঘাতক!

হেপাটাইটিস হলো লিভারের একটি প্রদাহজনিত রোগ, যা সাধারণত ভাইরাসের সংক্রমণে হয়। প্রধানত পাঁচ ধরনের হেপাটাইটিস রয়েছে—A, B, C, D ও E। এর মধ্যে B ও C টাইপ দীর্ঘমেয়াদি হতে পারে এবং লিভার সিরোসিস বা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

লক্ষণসমূহ:

ক্লান্তিভাব

জ্বর

পেট ব্যথা

চোখ ও ত্বক হলুদ হওয়া (জন্ডিস)

সতর্ক থাকুন:

বিশুদ্ধ পানি পান করুন

ব্যবহৃত সিরিঞ্জ বা ব্লেড ব্যবহার করবেন না

টিকা নিন (বিশেষ করে হেপাটাইটিস B-এর জন্য)

সচেতন থাকুন, সুস্থ থাকুন!

#হেপাটাইটিস #স্বাস্থ্যসচেতনতা #লিভার_সুরক্ষা

02/11/2024

জীবন হলো,

মৃত্যুর কাছ থেকে ধার করে

নেওয়া কিছুটা সময়।

22/07/2023

মাশাআল্লাহ ❤️❤️❤️

ভেবে দেখেছেন 😔
04/07/2023

ভেবে দেখেছেন 😔

19/06/2023

ইসলামে,,, বাবা,, মা,, বলতে কোনো দিবস নেই,,,,,,,,

ইসলামে আছে,,

প্রতিটা দিন,,

প্রতিটা ঘন্টা,,

প্রতিটা মিনিট,,,,

প্রতিটা সেকেন্ড,,

প্রতিটা মূহুর্ত,,, মা,,বাবা দিবস,,,

অথাৎ,, কোনো নিদিষ্ট দিন নেই।

17/06/2023
"জীবন যুদ্ধে শ্রম বিক্রি করেছি, ঈমান বিক্রি করি নাই।
04/06/2023

"জীবন যুদ্ধে শ্রম বিক্রি করেছি, ঈমান বিক্রি করি নাই।

19/03/2023

মানুষ অন্যের বিপদকে আল্লাহর গজব মনে করে🙇‍♂️

আর নিজের বিপদকে মনে করে ঈমানী পরীক্ষা‼️

16/03/2023

এদেশের অসংখ্য তরুণ-তরুণী দীন পালনে পারিবারিক সাপোর্ট তো পাচ্ছেই না, উল্টো ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছে।

কোনো যুবক হয়তো হ্যান্ডসাম বেতনের হারাম পেশা উপেক্ষা করে স্বল্প আয়ের হালাল পেশা বেছে নিতে যাচ্ছে, তখন পরিবার ও আত্মীয়-স্বজনের দিক থেকে ছুটে আসছে বিদ্রূপের তির।

কোনো তরুণী হয়তো স্মার্ট বেতনের হারাম উপার্জনকারী পাত্র উপেক্ষা করে নির্বাচন করতে যাচ্ছে স্বল্প আয়ের দীনদার পাত্র, তখনো বিদ্রূপের চাবুক নিয়ে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ছে স্বজনেরা।

এই ছেলে-মেয়েগুলো হয়তো দু বছর আগেও দীনের ব্যাপারে উদাসীন ছিল। স্বজনেরা ওই উদাসীন সময়ের খোঁটা দিয়ে বলে, আগে কেমন ছিলি, জানি তো! এখন বিরাট হুজুর হয়ে গেছিস। এত হুজুরগিরি দিয়ে সমাজ চলে না!

গতকাল যারা দীনের ব্যাপারে উদাসীন ছিল, সেই অপরাধে আজ তাদের দীন পালনের আগ্রহকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা যুক্তিবিবর্জিত আচরণ।

যাদের ঘরে এমন সন্তান আছে, আমি সেই বাবা-মার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ, আর যা-ই করুন, সন্তানদের সাথে এই আচরণটা করবেন না।

আপনারা এমন সন্তানের জন্য আল্লাহর কাছে হয়তো দোয়াও কখনো করেননি। তারপরও আপন করুণায় আপনাদের ঘরে এমন সন্তান আল্লাহ দান করেছেন। এটা আপনাদের ওপর আল্লাহর অপার দয়া।

এরা সন্তানই শুধু নয়, এরা আপনাদের উভয়জাহানের সম্পদ। এই সম্পদের যত্ন নিন, বুকে আগলে রাখুন। এদের বুকের ভেতর তড়পাতে থাকা অব্যক্ত ভাষার পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করুন।

প্রিয় অভিভাবক, আপনারা হয়তো সালাত আদায় করেন, সামনের রমাদানে সিয়াম পালন করবেন। কিন্তু শুধু সালাত-সিয়ামের নামই ইসলাম নয়। ইসলাম সামগ্রিক জীবনব্যবস্থার নাম। সন্তানের সামগ্রিক দীন পালনের চেতনাকে আপনারা আহত করতে পারেন না।

না বুঝে আজ যাদের দীনি আবেগকে রক্তাক্ত করছেন, হতে পারে এদের অশ্রুসিক্ত দোয়াই আপনার পরকালীন মুক্তির সোপান হবে।

07/03/2023

এলো খুশির বারাত নিয়ে শবে বরাত ❤️❤️❤️

25/02/2023

বাচ্চাদের ভূত, কুকুর,বিড়ালের,ভয় না দেখিয়ে,হাশর,কবর,জাহান্নামের ভয় দেখান।

Address

Mymensingh
Dhaka
987654321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Tanbir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category