M Tv News

M Tv News welcome �

21/01/2025

#ডাঃ সাবরিনার বাজিমাত

সফিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি ফ্লাইওভারের পিলারে ধাক্কা উদ্ধার কাজ চলছে।
21/01/2025

সফিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি ফ্লাইওভারের পিলারে ধাক্কা উদ্ধার কাজ চলছে।

নতুন পোশাকে র্যাব পুলিশ ও আনসার সদস্য
20/01/2025

নতুন পোশাকে র্যাব পুলিশ ও আনসার সদস্য

18/01/2025

#বিনোদন_ভিডিও_Mtvnews

লালমনিরহাটে মিজানুর রহমান আজাহারীর মাহফিলে লাখো মানুষের ঢল। #লালমনিরহাট_Mtvnews
18/01/2025

লালমনিরহাটে মিজানুর রহমান আজাহারীর মাহফিলে লাখো মানুষের ঢল।
#লালমনিরহাট_Mtvnews

17/01/2025

ভাগ্য বদলের আশায় পকেটে ৬৫ টাকা নিয়ে এসেছিলেন ঢাকায়। দিনের পর দিন বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন ইসলামপুরের দোকানে। সেলসম্...
17/01/2025

ভাগ্য বদলের আশায় পকেটে ৬৫ টাকা নিয়ে এসেছিলেন ঢাকায়। দিনের পর দিন বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন ইসলামপুরের দোকানে। সেলসম্যান থেকে তিলে তিলে গড়েছেন দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নোমান গ্রুপ। বিক্রয়কর্মী থেকে নোমান গ্রুপ তৈরীর এ গল্পটা নুরুল ইসলামের। যার গল্প এখন লক্ষ মানুষের অনুপ্রেরণার।

১৯৫০ সালে চট্টগ্রামের লোহাগড়ায় সওদাগর মোহাম্মদ ইসমাইল ও আঞ্জুমান আরা দম্পত্তির ঘরে জন্মেছিলেন নুরুল ইসলাম। পাঁচ বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি। মাত্র ৫ বছর বয়সে পিতৃহারা নুরুল ইসলামকে বহু কষ্টে মা পড়াশোনা করান। অভাব অনটনের মাঝেই ১৯৬৮ সালে তিনি আধুনগর উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন।

এরপরই পারিবারিক অনটনে তিনি ভাগ্যান্বেষণে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসেন। ঢাকায় তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলস নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। এ প্রতিষ্ঠানের অধীনে মরিয়ম টেক্সটাইল, আরটেক্স ফ্যাব্রিকস, নাজনীন ফ্যাব্রিকস নামের আরো প্রতিষ্ঠান ছিল। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ক্যারোলিন গেঞ্জি, মশারি, ওড়না এবং পলিয়েস্টার কাপড় ইত্যাদি পণ্য বিক্রি করতেন নুরুল ইসলাম। থাকতেন খিলগাঁওয়ের একটি মেসে।

এরমধ্যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিজের পছন্দে পণ্য তৈরি করে তা বিক্রি করতেন ইসলামপুর বাজারে। দিনের একবেলা টঙ্গী-তেজগাঁওয়ের বিসিক এলাকা, তো আরেকবেলা ইসলামপুর কিংবা নারায়ণগঞ্জ। হয়ে উঠেন ফ্লাইং বিজনেসম্যান।

এর মধ্যে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়ে যায়। ফিরতে হয় চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ গ্রামে। ওই বছর বিয়েও করেন। যুদ্ধ শেষে আবার ফিরে আসেন কর্মস্থলে। নতুন করে শুরু করেন সবকিছু। ব্যাংকঋণের কারণে মরিয়ম টেক্সটাইল, আরটেক্স ও নাজনীন ফ্যাব্রিকসের আর্থিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে। তখন এসব প্রতিষ্ঠান ভাড়ায় নেন নুরুল ইসলাম। শুরুতে মশারি ও গেঞ্জির কাপড় তৈরি করতেন।

১৯৭৬ সালে পাওনা ঋণ আদায়ে এসব কারখানা একে একে নিলামে তোলে ব্যাংক। নিলামে অংশ নিয়ে যন্ত্রপাতিসহ কারখানাগুলো কিনে নেন তিনি। ১৯৭৬ সালে প্রথম আরটেক্স ফ্যাব্রিকসের চারটি মেশিন কিনেন তিনি। বিনিয়োগ করেন ৮ লাখ টাকা। তখন সেখানে কর্মরত ছিলেন ২২ জন শ্রমিক। এরপর একে একে কেনেন মরিয়ম টেক্সটাইল, নাজরীন ফ্যাব্রিকসের যন্ত্রপাতি। এ তিন প্রতিষ্ঠানের মোট ১২টি মেশিন নিয়ে শুরু হয় উদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের যাত্রা।

মাত্র ২২ জন শ্রমিক নিয়ে ১৯৭৬ সালে শিল্পোদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের পথচলা শুরু। বর্তমানে তাঁর গড়ে তোলা নোমান গ্রুপের কর্মীর সংখ্যা ৮০ হাজারের বেশি।

শহীদ আবু সাঈদ এর স্মৃতির উপর প্রসাব করছে কিছু দুষ্কৃতকারী।
17/01/2025

শহীদ আবু সাঈদ এর স্মৃতির উপর প্রসাব করছে কিছু দুষ্কৃতকারী।

16/01/2025

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

15/01/2025
চাউল বেচিয়া টিকেট কিনছি! সোনা ভাইনু ক্যামেরাটা একবার ধরা🥱এভাবেই এক ক্রিকেট পাগল ভক্ত ক্রিকেট মাঠে হাজির হন  Tv News   St...
13/01/2025

চাউল বেচিয়া টিকেট কিনছি! সোনা ভাইনু ক্যামেরাটা একবার ধরা🥱

এভাবেই এক ক্রিকেট পাগল ভক্ত ক্রিকেট মাঠে হাজির হন

Tv News

Strikers

International Cricket Stadium

- International Cricket Council

13/01/2025

#সফিপুর_বাজারে_ডাকাতি

সফিপুর বাজারে রাত ১০:৩০ মিনিটে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশের দোকান থেকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রাইভেট কারে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

Address

Dhaka

Telephone

+8801319030048

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Tv News:

Share