17/06/2021
আসসালামু আলাইকুম
আমাদের গ্রুপে আপনাকে স্বাগতম।
নাগরিক জীবনের ব্যস্ততা ও কাজের চাপে কখনো কখনো সব অসহ্য হয়ে ওঠে। শরীর ও মনে চেপে বসে অবসাদ। বিরক্তিকর হয়ে ওঠে নিত্যদিনের জীবনযাপন। এসময় নিজেকে কিছুটা চাপমুক্ত করতে সব কাজ থেকে ছুটি নিয়ে মাঝে মধ্যেই হারিয়ে যেতে ইচ্ছে করে।
তাছাড়া ঘোরাঘুরি করলে মন ভাল থাকে, মানসিক অবসাদ দূর হয়, হার্ট অ্যাটাক এর ঝুকি কমে।
ভ্রমন নিয়ে যেকোন বিষয়ে জানার থাকলে গ্রুপে পোস্ট করুন অথবা ইনফরমেশন শেয়ার করুন। ছবি আপলোড করার ক্ষেত্রে সেই ছবি কোথায় তোলা হয়েছে, কিভাবে যেতে হয়, কখন গেলে ভালো হয়, কোন কোন প্লেসে গেলে ভালো হয় সংক্ষিপ্ত বর্ণনা দিন, ভাল খারাপ সকল অভিজ্ঞতা শেয়ার করুন।
গ্রুপে নানান পেশার নানান মানুষ জয়েন করবেন সবার চিন্তা ভাবনা একরকম না তাই আমরা চাই গ্রুপে কোন ঝামেলা না হোক তাই গ্রুপের প্রতিটি সদস্যকে নিম্নে উল্লেখিত গ্রুপ রুলস গুলা অবশ্যই মেনে চলতে হবে।
গ্রুপ রুলসঃ
১. গ্রুপের কারো সাথে অশোভনীয় আচরন করা যাবে না।
২. ভ্রমন সম্পর্কিত পোস্ট বা ছবি ব্যতিত কোন লিংক বা আপত্তিকর ছবি পোস্ট করা যাবে না।
৩. ঘুরপাক ব্যতিত অন্য কোন গ্রুপ, পেইজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বানিজ্যিক পোস্ট বা লিংক শেয়ার করা যাবে না।
৪. ধর্ম, বর্ণ, জাতি, কোন ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠানকে আঘাত করে কোন পোস্ট বা ছবি শেয়ার করা যাবে না।
৫. কোন ছবি/ভিডিও পোস্ট করার সময় স্থানের নাম এবং সেখানে কিভাবে যেতে হয় সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
বিঃ দ্রঃ
***গ্রুপে একে অপরের সাথে ব্যক্তিগত লেনদেন করলে এতে কোন ঝামেলা হলে ঘুরপাক এর দায় নিবেনা।
***গ্রুপে কারো সাথে কোন ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে কোন ঝামেলা সৃষ্টি হলে তার দায়ভার ঘুরপাক নিবেনা।
***আমরা সবাই সবাইকে সম্মান করবো।
***কোন অসামাজিক বা বিতর্কিত পোস্ট করা হলে এডমিন/মোডারেটর উক্ত পোস্টটি ডিলিট করে দিতে পারবে।
***গ্রুপের কোন সদস্য/মোডারেটরের বিরুদ্ধে কোন অভিযোগ বা অসামাজিক কোন কার্যকলাপ প্রমানিত হলে তাকে গ্রুপ থেকে রিমুভ/ব্যান করা হবে।
আশা করছি সবাই রুলস গুলা মেনে চলবেন।
আমাদের গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/ghurpaktorism
একজন ভ্রমনকারীর পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানা থাকে