Rizwan Karim

Rizwan Karim Public Figure

16/08/2025

জীবন হলো অলিখিত নিয়মের বোঝাপড়া,
মেনে নিলে ভালো না নিলে জীবন ছন্নছাড়া।

15/08/2025

কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন।
বাচ্চাদের শেখাবেন কিভাবে বড় ও অতিথিদের সাথে ভালো ব্যবহার করতে হয়।
#বাংলাদেশ #বাচ্ছা #শিক্ষা #অতিথি

13/08/2025

“আজকের পৃথিবীতে জ্ঞান শুধু বইয়ে নয়, প্রযুক্তির স্রোতে ভাসে।
যে শেখা থামায়, সে পিছিয়ে যায়; আর যে শেখা চালিয়ে যায়, সে ভবিষ্যৎকে নিজের পথে আনে।”

11/08/2025

যত বেশি হাত তালি ততো বেশি শত্রু হচ্ছে আপনার।অর্থাৎ সফলতা সাথে সাথে শত্রুর সংখ্যাও বাড়ছে।

09/08/2025

গাছ আমাদের কি অনুপ্রেরণা দেয়?? 🌳🌳একটিবার সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নিজের জীবনকে নতুন করে গড়ে তুলুন। #গাছ

06/08/2025

শিক্ষিত মানুষের রাজনীতিতে যোগ দেওয়া উচিত। তবেই দেশ এবং জাতির উন্নয়ন সম্ভব। 🇧🇩

04/08/2025

এখনই শুরু করার উপযুক্ত সময়। বসে না থেকে এখনই কাজে লেগে পড়া উচিত।

28/07/2025

ভুল সম্পর্কে চলে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক থেকে বের হয়ে আসুন এবং নিজের জীবনে ফোকাস করুন- জাপানের বিখ্যাত প্রবাদ।
❤️❤️❤️❤️

📍 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা — আমরা শোকাহতআজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ব...
22/07/2025

📍 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা — আমরা শোকাহত

আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা সবাই স্তব্ধ ও গভীরভাবে শোকাহত।

যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা ও প্রার্থনা রইল। এই ক্ষতির কোনো সান্ত্বনা নেই, কিন্তু আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন পরিস্থিতির শিকার না হন।

🕊️ আসুন, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা নিহতদের জান্নাতবাসী করেন এবং পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন।

#মাইলস্টোন_দুর্ঘটনা
#আমরা_শোকাহত
#নিরাপদ_প্রতিষ্ঠান_চাই

20/07/2025

একটি যুদ্ধের গল্প। যুদ্ধ কখনই কারো কাম্য নয়। যুদ্ধ শুধু মানুষের মৃত্যু ছাড়া আর কিছু নয়।

13/07/2025

সন্তানকে ভালোবাসতে গিয়ে সন্তানের ক্ষতি করছেন না তো????🤔🤔🤔

গরিলার গল্পটি শুনুন
🦍🦍

07/07/2024

তাদের সাথে এমন কিছু করবেন না যাতে তাদের গর্তে গিয়ে থাকতে হয়।
কারণ গর্তে রাসেল'স ভাইপার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rizwan Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share