Dailyalokitodesh24.com

Dailyalokitodesh24.com সত্য প্রকাশে দুরন্ত পথ চলা

24/10/2025

ইউরোপের জাল ভিসা দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া এক জনেরব মুখোশ উন্মোচন করা হবে খুব শীঘ্রই,,

জামিনে কারা মুক্ত দিলীপ কুমার আগরওয়ালা,,জামিনে কারামুক্ত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরও...
16/10/2025

জামিনে কারা মুক্ত দিলীপ কুমার আগরওয়ালা,,

জামিনে কারামুক্ত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ১লা অক্টোবর তিনি কারাগার থেকে জামিনে চলে যান। তবে দিলীপ কুমার আগরওয়ালার কারামুক্তির বিষয়টি জানাজানি হয়েছে (১৬ইঅক্টোবর ২০২৫) বৃহস্পতিবার।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে জামিনে মুক্তি পাওয়ার পর হাই প্রোফাইল আসামি দেশ সরা অন্যতম শীর্ষ স্থানীয় সিআইপি দীলিপ কুমার আগরওয়ালা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা কেউ নিশ্চিত করতে পারেননি। তবে বিশেষ একটি সূত্র ধারণা করেছেন তিনি সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতায় তাদের মল্লিক স্ট্রিট এর ডেরায় ফিরে গেছেন। যেখানে দীলিপ কুমারের প্রপিতামহের আড়ৎ গদিঘর ও জাঁকজমকপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।।
অন্য একটি সূত্রের ধারণা তিনি পশ্চিম বাংলার ২৪পরগনা অথবা নদীয়া জেলার যেকোনো সীমান্ত দিয়ে পার হয়ে তার শ্বশুর বাড়ি নেপাল চলে যেতে পারেন। তবে রাষ্ট্রপক্ষ তার দেশত্যাগের বিষয়টি মানতে নারাজ। তাঁরা বলছেন, যেহেতু দীলিপ কুমারের পাসপোর্ট রাষ্ট্রের অনুকূলে জব্দ করা আছে, তাই তার দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি নিতান্তই গুজব।। তিনি দেশের ভিতরেই কোথাও আত্মগোপনে আছেন।।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস) এর সাবেক সাধারণ সম্পাদক সাবেক আওয়ামীলীগ সরকারের সর্বশেষ সংসদ নির্বাচন ( ২০২৪) এ নৌকা প্রতীক না পেয়ে ঈগল প্রতীক নিয়ে চুয়াডাঙ্গা ১ আসন থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক হুইপ সদ্য প্রয়াত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বিপক্ষে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেন। তার সমর্থক নেতা কর্মী ও ভোটারদের বক্তব্য, ব্যাপক সাড়া জাগিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেও তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কর্তৃক নির্বাচনী ফলাফল ঘোষণায় তাঁকে সামান্য ভোটের ব্যবধানে পরাজয় দেখানো হয়,,

11/10/2025

দৈনিক আলোকিত দেশ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে,,
যেসব জায়গায় সাংবাদিক নিয়োগ দেওয়া হবে,,
১/ দামুড়হুদা উপজেলায় ব্যুরো প্রধান হিসাবে একজনকে নিয়োগ দেওয়া হবে,,
২/দামুড়হুদা উপজেলায় প্রতিটি ইউনিয়নে একজন করে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে,,
৩/ জীবননগর উপজেলায় ব্যুরো প্রধান হিসেবে একজনকে নিয়োগ দেয়া হবে,,
৪/ জীবননগর উপজেলায় প্রতিটি ইউনিয়নে একজন করে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে,,
৫/ আলমডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে,,,,,

আগ্রহীরা আগামী ২০/১০/২০২৫ তারিখের মধ্যে পত্রিকার মেইল এড্রেসে সিভি পাঠান অথবা সিভি নিয়ে সরাসরি আলোকিত দেশ পত্রিকা অফিসে যোগাযোগ করবেন,,
অফিসের ঠিকানা,,
মোহাম্মদী শপিং কমপ্লেক্স চুয়াডাঙ্গা,,,

অনুরোধক্রমে,,
গোলাম সারোয়ার নান্নু(নির্বাহী সম্পাদক দৈনিক আলোকিত দেশ)

প্রয়োজনে যোগাযোগ করুন,,
01716-352205(নির্বাহী সম্পাদক )
০১৭৫৯৩৯৩৭৫৮(বার্তা সম্পাদক)

২১/০৯/২০২৫,,,দৈনিক আলোকিত দেশ ই পেপার,,,
20/09/2025

২১/০৯/২০২৫,,,
দৈনিক আলোকিত দেশ ই পেপার,,,

20/09/2025
১৮/০৯/২০২৫,,রোজ বৃহস্পতিবার,,দৈনিক আলোকিত দেশ ই পেপার,,,
17/09/2025

১৮/০৯/২০২৫,,রোজ বৃহস্পতিবার,,
দৈনিক আলোকিত দেশ ই পেপার,,,

১৭/০৯/২০২৫,,দৈনিক আলোকিত দেশ ই পেপার,,
16/09/2025

১৭/০৯/২০২৫,,
দৈনিক আলোকিত দেশ ই পেপার,,

১৬/০৯/২০২৫,,দৈনিক আলোকিত দেশ ই পেপার
15/09/2025

১৬/০৯/২০২৫,,
দৈনিক আলোকিত দেশ ই পেপার

১৫/০৯/২০২৫,,দৈনিক আলোকিত দেশ ই পেপার,,,
14/09/2025

১৫/০৯/২০২৫,,
দৈনিক আলোকিত দেশ ই পেপার,,,

সংগ্রাম, সাহস আর সাফল্যের প্রতীক ছাত্রনেতা আমানুল্লাহ আমানস্টাফ রিপোর্টারঃচুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত নাম আ...
13/08/2025

সংগ্রাম, সাহস আর সাফল্যের প্রতীক ছাত্রনেতা আমানুল্লাহ আমান

স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত নাম আমানুল্লাহ আমান। শৈশব থেকেই সাহসী মনোভাব, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ আর মানুষের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ছাত্র রাজনীতির পথচলা তার জন্য সহজ ছিল না। বারবার বাধা এসেছে, হুমকি এসেছে, কিন্তু কোনো কিছুই তার মনোবল ভাঙতে পারেনি।

আমানুল্লাহর রাজনৈতিক জীবনের শুরু কলেজ জীবনে। শিক্ষার্থীদের অধিকার আদায়, অন্যায়ের প্রতিবাদ ও সাধারণ ছাত্রদের সমস্যার সমাধান করতে গিয়েই তিনি নেতৃত্বের আসনে জায়গা করে নেন। রাজপথের আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায়বিচারের দাবি কিংবা সমাজে ইতিবাচক পরিবর্তন—সব ক্ষেত্রেই তার উপস্থিতি ছিল সক্রিয় ও প্রভাবশালী।

নিজ এলাকার তরুণদের জন্য তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং একজন অনুপ্রেরণা। তার মতে, "সত্যের পথে চলতে গেলে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টই মানুষকে শক্ত করে তোলে।"

চুয়াডাঙ্গার সাধারণ মানুষ বিশ্বাস করেন, আমানুল্লাহর মতো সাহসী ও সৎ নেতারা থাকলে আগামী প্রজন্মের জন্য রাজনীতি হবে আরও স্বচ্ছ ও জনগণের কল্যাণমুখী। তার জীবনযাত্রা প্রমাণ করে—সংগ্রাম, সাহস আর সততার সাথে এগিয়ে গেলে সাফল্য অবশ্যম্ভাবী।

10/08/2025

চুয়াডাঙ্গা জেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক মরহুম মুজিবুল হক মালিক মজুর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে,,

Address

চুয়াডাঙ্গা
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dailyalokitodesh24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dailyalokitodesh24.com:

Share