Luma’s Daily Grind

Luma’s Daily Grind Photography 📸 || Cooking 🥘 || Traveling ⛰️ || Home Decor 🏠 || Life in Korea 🇰🇷

চটপটি ফুচকা আর চায়ের সাথে শুক্রবারের সন্ধ্যা।💛Started a fresh weekend ✨
01/11/2025

চটপটি ফুচকা আর চায়ের সাথে শুক্রবারের সন্ধ্যা।💛

Started a fresh weekend ✨

যেভাবে বুঝবেন আপনি মেয়ে থেকে মহিলা হয়ে গেছেন🌚১. জামাকাপড়, কসমেটিকসের বদলে বাসনপত্র কেনার ঝোঁক বাড়বে।২. ভালো বাসন সাজিয়ে ...
29/10/2025

যেভাবে বুঝবেন আপনি মেয়ে থেকে মহিলা হয়ে গেছেন🌚

১. জামাকাপড়, কসমেটিকসের বদলে বাসনপত্র কেনার ঝোঁক বাড়বে।

২. ভালো বাসন সাজিয়ে রেখে সারাজীবন সংরক্ষণ করতে মন চাইবে।

৩. ডিনারসেটের কিছু মিসিং হলে মনে হবে আপনার জমজ ভাই-বোন হারিয়ে গেছে।

৪. নিজের চেহারার চাইতে বাসনপত্র বেশি মুছামুছি করবেন। নিজে সাজার চাইতে সোকেস সাজাতে বেশি মনোযোগী হবেন।

৫. আপনার সার্চ লিস্টে সবসময় Home, Style & Decor থাকবে🌝

এদিকে আমার তো দুইটাই মন চায় —

নতুন শেডের লিপস্টিক, নতুন ডিজাইনের ড্রেস দেখলেই মনে হয়, কিনে ফেলি
আবার মার্টে গেলেই যত কিউট কিউট থালাবাসন, কাপ, পাতিল দেখি,সব কিনে ঘর ভরে ফেলতে ইচ্ছে করে 🤦🏽‍♀️

সত্যি বলতে,এখন নিজে পরিপাটি রাখার পাশাপাশি,
হোম ডেকোর করতেও ভালোলাগে।
নিজের আলমারি ভর্তি সুন্দর সুন্দর জামাকাপড়ের পাশাপাশি,
রান্নাঘরের কেবিনেটও ভর্তি রাখতে ইচ্ছে করে
সেই কিউট কিউট থালা, বাটি আর পাতিল দিয়ে! 🤍

আর ছবিতে থাকা এই কিউট পাতিল টা গত কয়েকদিন আগে মার্টে দেখে এসেছি...এখন এটা না নেওয়া পর্যন্ত আমার মন শান্তি হচ্ছে না! 😩

একটা দেশ,না আপনাকে শান্তিতে বাঁচতে দিবে না শান্তিতে মরতে দিবে.... মেট্রো বানিয়েছে ভালো কথা এটা রক্ষণাবেক্ষণের জন্য এক্স...
27/10/2025

একটা দেশ,না আপনাকে শান্তিতে বাঁচতে দিবে না শান্তিতে মরতে দিবে....
মেট্রো বানিয়েছে ভালো কথা এটা রক্ষণাবেক্ষণের জন্য এক্সপার্ট লোক কি আছে আসলে??
এখনতো মেট্রোতে চললেও রিস্ক মেট্রোর নিচে দিয়ে গেলেও রিস্ক..
এই দুর্নীতিগ্রস্ত দেশটাতে কখনো রাজারা মরবে না, শুধু প্রজারা জীবন দিয়ে যাবে কারণে অকারণে...

আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক ভাই 🤲
💔

A super clean and tidy home, a blooming candle, and a cup of coffee — My serenity 🧡Just a cozy autumn evening in full bl...
24/10/2025

A super clean and tidy home, a blooming candle, and a cup of coffee — My serenity 🧡

Just a cozy autumn evening in full bloom 🍂


রৌদ্রোজ্জ্বল এক সুন্দর দিনের শুরু এক কাপ চায়ের সঙ্গে।☕আজ প্রথমবার চায়ে ভেজানো পোড়া পাউরুটি খেলাম। স্বাদটা নতুন হলেও মনে ...
23/10/2025

রৌদ্রোজ্জ্বল এক সুন্দর দিনের শুরু এক কাপ চায়ের সঙ্গে।☕
আজ প্রথমবার চায়ে ভেজানো পোড়া পাউরুটি খেলাম।
স্বাদটা নতুন হলেও মনে হলো যেন পুরোনো অনুভূতি ফিরে এলো। 🍞🌿

Every day holds a bit of beauty — you just have to pause and see it. ✨🌿
20/10/2025

Every day holds a bit of beauty — you just have to pause and see it. ✨🌿

(ফান পোষ্ট)শীত আসছে। বাংলাদেশ থেকে যেসব ভাবীরা এ বছর হাজম‍্যানের সাথে বিদেশে ঘোরতে আসবেন, তাদের জন‍্য বিদেশে আসার কিছু প...
20/10/2025

(ফান পোষ্ট)
শীত আসছে। বাংলাদেশ থেকে যেসব ভাবীরা এ বছর হাজম‍্যানের সাথে বিদেশে ঘোরতে আসবেন, তাদের জন‍্য বিদেশে আসার কিছু প্রস্তুতিমূলক টেকনিক। কি কি জিনিস সাথে আনবেন -

১. বরাপের উপর শুইলে ভালো দেখা যাবে এধরনের কিছু শাড়ি। লাল নীল হলে ভালো হয়। লাইট কালার আনবেন না। লাইট মানে বোঝেন তো?

২. হাতাকাটা ব্লাউজ আনবেন। তবে জামাই যদি উগ্র বা বেয়াদব হয়, তাহলে হাতা সহ ব্লাউজও পরতে পারেন। কি আর করবেন। সবার জীবনেই কমবেশি দুঃখ আছে।

৩. সাথে অবশ‍্যই সুয়াটার বা জাম্পার আনবেন। জাস্ট বরাপে শোয়ার আগে ওটা খুলে জামাইর বোগলে ধরিয়ে দিবেন।

৪. বরাপে শুয়ে নাক জাম হয়ে গেলে ওষুধ খেতে হবে। টেবলেটের ভিতর ফেকছো, মোনাস এবং সাথে কাশির সিরাপ যেমন তুসকা, ডেক্সপোটেন ইত‍্যাদি। বিদেশে সিরাপের দাম বেশি। তাই দেশ থেকে আনন ভাল।

৬. ছবি তোলার জন‍্য ভালো মোবাইল লাগবে। যেটা এই দেশে এসেও কিনতে পারবেন। আইফোন অথবা সেমসাং আলটা হলে ভালো হয়। তবে হ‍্যাঁ, এক্সিয়াওমি না। এক্সিয়াওমির ক‍্যামেরা ভালো না। নাথিং ফোন ত ভুলেও না।

৭. কেরাভি লোশন রাখবেন সাথে। এটা শীতের দিনে খুব কাজে দেয়। বরাপের উপর শোয়ার আগে হাতে পায়ে ও মাজার মধ‍্যে ডলে নিবেন।

বিদেশে আসা মানেই বরাপে ছবি তোলা। যে দেশে বরাপ নাই, সেই দেশ কখনো বিদেশ হয়না। আপাতত এই কয়টা টেকনিক দিলাম। এরপর যারা স্পাইস ভিসায় আসবে, তাদের জন‍্যও কিছু টেকনিক দিব। এখন আসি। ভাত চাপাইছি। বলক আসেনা। মনে হয় শীতের কারণে আগুনটা একটু ঠান্ডা আসতেছে।

ভাবী, ওসমান গণি
সুইজারল্যান্ড প্রবাসী

Slow mornings, warm coffee, and weekend peace 💚🕊️
18/10/2025

Slow mornings, warm coffee, and weekend peace 💚🕊️

আজ সকালে ঘুম থেকে উঠে,খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিনের দেখা পেলাম..যেন মনে হল শত সহস্র বছর পর এত সুন্দর রোদ উঠেছে বাই...
15/10/2025

আজ সকালে ঘুম থেকে উঠে,খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিনের দেখা পেলাম..যেন মনে হল শত সহস্র বছর পর এত সুন্দর রোদ উঠেছে বাইরে।
সেই খুশিতে বাইরে একটু ঘুরুফিরু করতে গিয়েছিলাম।🥹

Where knowledge meets architecture 🌿📚
13/10/2025

Where knowledge meets architecture 🌿📚



Address

Dhaka
11139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luma’s Daily Grind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share