Freelancer Hosen Shaikh

Freelancer Hosen Shaikh I am a freelancer.

ক্লাসের শেষ রোলের ছেলেটি— যে কি না প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো, তাকেই আজ দেখা যায় পাজেরোতে চেপে অফিস যেতে ।হ...
17/05/2023

ক্লাসের শেষ রোলের ছেলেটি— যে কি না প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো, তাকেই আজ দেখা যায় পাজেরোতে চেপে অফিস যেতে ।
হ্যাঁ, সে আজ দেশের বিখ্যাত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ।
রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে বিখ্যাত, পাড়ার যেকোন গন্ডগোলে যেই ছেলেটিকে ছুঁড়ি হাতে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা যেত, সেই আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে পুরো একটি ব্রিগেড ফোর্স । কাঁধভর্তি চকচকে স্টার আর জাতীয় প্রতীক শাপলা । সে আজ সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ।
পাড়ার সবচেয়ে কালো ছিল যে ভাইয়াটি, যে কি না মাঝে মাঝেই নিজের ঘরে মুখ লুকিয়ে কাঁদতো, সেই ভাইয়াটিকেই আজ একটি সুন্দর ফুটফুটে আপুর পাশে দেখা যায় ।
তারা বিয়ে করেছেন ।
যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই মাথা ঘুরে পড়ে যেত, সেই আজ অপারেশন থিয়েটারে রক্ত নিয়ে হাত মাখামাখি করে ফেলে । হ্যাঁ, সে আজ দেশের নামকরা একজন ডাক্তার ।.........সবকিছুই বদলে যায় । বদলে যায় সমাজ, মানুষ আর মানুষের জীবন ।
শুধু দরকার একটু ধৈর্যের ।
স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটার কাছে ছ্যাঁকা খেয়ে আজ আপনি আত্মহত্যা করতে দৌঁড়াচ্ছেন, অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার জন্য ক্লাসের নয়, পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সৃষ্টি করে রেখেছেন ।
ক্লাস টেস্টে ফেল করে আপনি পড়ালেখাই বাদ দিতে চাইলেন, অথচ ভবিষ্যতে মেডিকেলের গেটটি আপনার পদধূলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে ।
ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই থাকে, থাকবে ।
এই ব্যর্থতায় হতাশ হলে চলবে না । তাহলে দুঃখী মুখটাতে কখনোই হাসির ঝিলিক দেখা যাবে না ।
সবকিছুই একসময় বদলে যাবে । আপনার হতাশাও একসময় রুপ নেবে প্রাণোচ্ছ্বল হাসিতে ।
কিন্তু দরকার একটু ধৈর্য । হতাশার সময়টিতে শুধু এই একটি জিনিসই বদলে দিতে পারে আপনার পুরো জীবনকে ।........তাই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে একটু ধৈর্য ধরুন ।
তাই বলছি চাইলেই এক মুহুর্তে সফলতা অর্জন করা সম্ভব নয়। এর জন্য দরকার ধের্য ধরে রাখা।
তেমনি ফ্রিল্যান্সিং জগতে চাইলেই এক মুহুর্তে সফলতা অর্জন করা সম্ভব নয়। এর জন্য দরকার একটু পরিশ্রম আর ধৈর্য ধরে রাখা। ইনশাআল্লাহ সব কিছু অর্জন করতে পারবেন।
আসুন আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি এবং বুঝে কাজ করি,
বেকার মুক্ত জীবন গড়ি।
আমি আপনাদের সাথে আছি ফ্রিল্যান্সার মোঃ হোসেন শেখ।
Harbour It

24/02/2023

ডিজিটাল দুনিয়ায় চাকরি নামক গোলামি না করে আসুন আমরা ফ্রিল্যান্সিং করে জীবনে উন্নতি লাভ করি।
ফ্রিল্যান্সার মোঃ হোসেন শেখ।

assalamulaikum,, I am Hosen Shaikh.  Welcome to my page.
10/01/2023

assalamulaikum,,
I am Hosen Shaikh. Welcome to my page.

Address

Faridpur
Dhaka
7801

Telephone

+8801794003762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Hosen Shaikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Hosen Shaikh:

Share