29/10/2025
আমাদের ভৈরব থেকে ৬০% টাকা যায় কিশোরগঞ্জ জেলায়, 💥
কিন্তু, অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে,,, কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলী ও কুলিয়ারচর মিলাইয়া ও ভৈরবের সমান হইতে পারে না, আমাদের জেলা হওয়ার যোগ্যতা আছে বলেই আমরা আন্দোলন করি। ✊✊
সুতরাং,, তোমরা যারা অন্য অন্য জেলার মানুষ হইয়া কোনো কিছু না বুইজ্জা আমাদের কে টোকাই, ছিনতাইকারী বইল্লা অপবাদ দিতাছো, তাতে আমাদের ভৈরববাসীর বা*ল ছেড়া গেলো।
কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, 💥🔥
তো তোরা অন্য অন্য জেলার পোলাপান হইয়া সব সময় না বুইজ্জা বা*ল পাকনামি করিস না,, 🤬🤬